বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

আপনি জানেন কি ?

আপনি জানেন কি ?

আপনি জানেন কি ?






►► কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে ২৮,০০০ গুণ বেশি ।

►► প্রাণীদের মধ্যে বিড়ালই সবচেয়ে বেশি ঘুমায় (দৈনিক ১৮ ঘণ্টা)।
►► একমাত্র স্ত্রী মশাই মানুষের রক্ত খায়।
►► মাছি মিনিটে ৮ কিলোমিটার উড়তে পারে।
►► পুরুষ ব্যাঙই বর্ষাকালে ডাকে, আর তা শুনে কাছে আসে স্ত্রী ব্যাঙ।
►► হামিং বার্ড পাখি পেছনের দিকে উড়তে পারে।
►► গিরগিটি একই সময়ে তার চোখ দুটি দুই দিকেই নাড়তে পারে।
►► টিকটিকি একসঙ্গে ৩০টি ডিম পাড়ে।
►► মাছ চোখ খোলা রেখে ঘুমায়।
►► একমাত্র পিঁপড়েই কোনোদিন ঘুমায় না
►► সিডকা পোকা একটানা ১৭ বছর মাটির নিচে ঘুমায়। তারপর মাটি থেকে বেরিয়ে এসে চিৎকার করতে করতে ৩ দিনের মাথায়
মারা যায়।
►► সিংহের গর্জন ৫ মাইল দূর থেকেও শোনা যায়।
►► অনেকের ধারণা হাঙ্গর মানুষকে হাতের কাছে পেলে মেরে ফেলে। কিন্তু মানুষের হাতেই বেশি হাঙ্গর মারা পড়েছে।
►► কাচ আসলে বালু থেকে তৈরি।
►► আপনি প্রতিদিন কথা বলতে গড়ে ৪৮০০টি শব্দ ব্যবহার করেন। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারেন।
►► আপনি ৮ বছর ৭ মাস ৬ দিন একটানা চিৎকার করলে যে পরিমাণ শক্তি খরচ হবে তা দিয়ে এক কাপ কফি অনায়েসে বানানো
যাবে।
►► একটি রক্তকণিকা আমাদের পুরো দেহ ঘুরে আসতে সময় নেয় ২২ সেকেন্ড।
►► আপনার যদি একটা তারকা গুনতে ১ সেকেন্ড সময় লাগে তাহলে একটি গ্যালাক্সির সব তারকা গুনতে সময় লাগবে প্রায় ৩ হাজার বছর।
►► অনেকের ধারণা শামুকের দাঁত নেই। অথচ শামুকের ২৫ হাজার দাঁত আছে।
►► চোখ খুলে হাঁচি দেওয়া সম্ভব না।
►► পৃথিবীর প্রাণীদের মধ্যে ৮০ ভাগই পোকামাকড়।
►► একটি তেলাপোকা তার মাথা ছাড়া ৯ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরপর তারা সাধারণত খাদ্যাভাবে মারা যায়।
►► কিছু ঝুমঝুমি সাপ আছে যেগুলো ডিম পাড়ার বদলে সরাসরি বাচ্চা সাপের জন্ম দেয়।
►► সামান্য কিছু ব্যাক্টেরিয়া এবং ছত্রাক ছাড়া মৃত সাগরে কোনো মাছ বা উদ্ভিদ বাঁচতে পারে না।
►► স্যার আইজাক নিউটনের সময় অনেকে বিশ্বাস করত যে, প্রিজম নতুন রঙের আলো সৃষ্টি করে।
You, বাংলাদেশ হ্যাল্পলাইন, Arifa Akter and 4 others
2 Comments
Love
Love
Comment
Share
 আপনি জানেন কি ?

আপনি জানেন কি ?

 #আপনি_জানেন_কি ?



১. বিশ্বের সবচেয়ে বড় দেশ - রাশিয়া
২. বিশ্বের সবচেয়ে ছোট দেশ -ভ্যাটিক্যান সিটি
৩. বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ - ইন্দোনেশিয়া
৪. বিশ্বের সবচেয়ে ধনী দেশ -কাতার
৫. বিশ্বের সবচেযে গরিব দেশ- কঙ্গো
৬. বিশ্বের সবচেয়ে হ্মমতাশালী রাষ্ট্র - আমারিকা
৭. সবচেয়ে বেশি সেনাবাহিনী আছে - চীন
৮. সবচেয়ে বেশি পরমাণবিক চুল্লি আছে - রাশিয়া
৯. ঋণ খেলাপি দেশ - আর্জেন্টিনা
১০. সবচেয়ে বেশি সোনা আমদানিকারক দেশ - ভারত
১১. সবচেয়ে বেশি ঘুষ দেয় (ঘুষদাতা) - ভারত
১২. ধুমপান মুক্ত দেশ (৯৯%) - নেপাল
১৩. সবচেয়ে বেশি ধুমপায়ীর দেশ - চীন


এইচএন/আরআই
আপনি জানেন কি ?

আপনি জানেন কি ?

আপনি জানেন কি ?




আপনার মনে হয়ত কখনও প্রশ্ন জাগে নাই কেন এই ' b ' ব্যবহার করা হয়েছে? বা হয়ত প্রশ্ন জাগছে কিংবা চোখে পড়লেও জানার বিসয় না ভেবে এড়িয়ে গেছেন।

একটি পন্য বাজারজাত করার আগে BSTI (Bangladesh Standard And Testing Institute )এর ৬ টি ধাপে পরীক্ষায় পাশ করে তার পর সার্টিফিকেট বা ছাড়পত্র নিতে হয়৷ এই BSTI এর মার্ক চিহ্ন হল small,' b'.