আপনি জানেন কি ?

আপনি জানেন কি ?






►► কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে ২৮,০০০ গুণ বেশি ।

►► প্রাণীদের মধ্যে বিড়ালই সবচেয়ে বেশি ঘুমায় (দৈনিক ১৮ ঘণ্টা)।
►► একমাত্র স্ত্রী মশাই মানুষের রক্ত খায়।
►► মাছি মিনিটে ৮ কিলোমিটার উড়তে পারে।
►► পুরুষ ব্যাঙই বর্ষাকালে ডাকে, আর তা শুনে কাছে আসে স্ত্রী ব্যাঙ।
►► হামিং বার্ড পাখি পেছনের দিকে উড়তে পারে।
►► গিরগিটি একই সময়ে তার চোখ দুটি দুই দিকেই নাড়তে পারে।
►► টিকটিকি একসঙ্গে ৩০টি ডিম পাড়ে।
►► মাছ চোখ খোলা রেখে ঘুমায়।
►► একমাত্র পিঁপড়েই কোনোদিন ঘুমায় না
►► সিডকা পোকা একটানা ১৭ বছর মাটির নিচে ঘুমায়। তারপর মাটি থেকে বেরিয়ে এসে চিৎকার করতে করতে ৩ দিনের মাথায়
মারা যায়।
►► সিংহের গর্জন ৫ মাইল দূর থেকেও শোনা যায়।
►► অনেকের ধারণা হাঙ্গর মানুষকে হাতের কাছে পেলে মেরে ফেলে। কিন্তু মানুষের হাতেই বেশি হাঙ্গর মারা পড়েছে।
►► কাচ আসলে বালু থেকে তৈরি।
►► আপনি প্রতিদিন কথা বলতে গড়ে ৪৮০০টি শব্দ ব্যবহার করেন। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারেন।
►► আপনি ৮ বছর ৭ মাস ৬ দিন একটানা চিৎকার করলে যে পরিমাণ শক্তি খরচ হবে তা দিয়ে এক কাপ কফি অনায়েসে বানানো
যাবে।
►► একটি রক্তকণিকা আমাদের পুরো দেহ ঘুরে আসতে সময় নেয় ২২ সেকেন্ড।
►► আপনার যদি একটা তারকা গুনতে ১ সেকেন্ড সময় লাগে তাহলে একটি গ্যালাক্সির সব তারকা গুনতে সময় লাগবে প্রায় ৩ হাজার বছর।
►► অনেকের ধারণা শামুকের দাঁত নেই। অথচ শামুকের ২৫ হাজার দাঁত আছে।
►► চোখ খুলে হাঁচি দেওয়া সম্ভব না।
►► পৃথিবীর প্রাণীদের মধ্যে ৮০ ভাগই পোকামাকড়।
►► একটি তেলাপোকা তার মাথা ছাড়া ৯ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরপর তারা সাধারণত খাদ্যাভাবে মারা যায়।
►► কিছু ঝুমঝুমি সাপ আছে যেগুলো ডিম পাড়ার বদলে সরাসরি বাচ্চা সাপের জন্ম দেয়।
►► সামান্য কিছু ব্যাক্টেরিয়া এবং ছত্রাক ছাড়া মৃত সাগরে কোনো মাছ বা উদ্ভিদ বাঁচতে পারে না।
►► স্যার আইজাক নিউটনের সময় অনেকে বিশ্বাস করত যে, প্রিজম নতুন রঙের আলো সৃষ্টি করে।
You, বাংলাদেশ হ্যাল্পলাইন, Arifa Akter and 4 others
2 Comments
Love
Love
Comment
Share

শেয়ার করুন

লেখকঃ

সবাইকে আমার প্রযুক্তি পাতায় স্বাগতম, মাহী'স ব্লগে নিয়মিত তথ্য ও প্রযুক্তি এবং টেকনোলজি রিলেটেড সকল ধরনের আর্টিকেল প্রকাশ করা হয়। আমরা চাই এতে আপনারা উপকৃত হোন, তাহলে আমাদের কষ্ট স্বার্থক হবে। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। বিনীত নিবেদকঃ মাহিন মাহবুব উল্লাহ একজন টেক লাভার, ব্লগার, ইউটিউবার এবং সোস্যাল ওয়ার্কার।

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট