আপনি জানেন কি ?

আপনি জানেন কি ?




আপনার মনে হয়ত কখনও প্রশ্ন জাগে নাই কেন এই ' b ' ব্যবহার করা হয়েছে? বা হয়ত প্রশ্ন জাগছে কিংবা চোখে পড়লেও জানার বিসয় না ভেবে এড়িয়ে গেছেন।

একটি পন্য বাজারজাত করার আগে BSTI (Bangladesh Standard And Testing Institute )এর ৬ টি ধাপে পরীক্ষায় পাশ করে তার পর সার্টিফিকেট বা ছাড়পত্র নিতে হয়৷ এই BSTI এর মার্ক চিহ্ন হল small,' b'.

শেয়ার করুন

লেখকঃ

সবাইকে আমার প্রযুক্তি পাতায় স্বাগতম, মাহী'স ব্লগে নিয়মিত তথ্য ও প্রযুক্তি এবং টেকনোলজি রিলেটেড সকল ধরনের আর্টিকেল প্রকাশ করা হয়। আমরা চাই এতে আপনারা উপকৃত হোন, তাহলে আমাদের কষ্ট স্বার্থক হবে। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। বিনীত নিবেদকঃ মাহিন মাহবুব উল্লাহ একজন টেক লাভার, ব্লগার, ইউটিউবার এবং সোস্যাল ওয়ার্কার।

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট