আপনি জানেন কি ?
আপনার মনে হয়ত কখনও প্রশ্ন জাগে নাই কেন এই ' b ' ব্যবহার করা হয়েছে? বা হয়ত প্রশ্ন জাগছে কিংবা চোখে পড়লেও জানার বিসয় না ভেবে এড়িয়ে গেছেন।
একটি পন্য বাজারজাত করার আগে BSTI (Bangladesh Standard And Testing Institute )এর ৬ টি ধাপে পরীক্ষায় পাশ করে তার পর সার্টিফিকেট বা ছাড়পত্র নিতে হয়৷ এই BSTI এর মার্ক চিহ্ন হল small,' b'.