বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

আপনি জানেন কি ?

আপনি জানেন কি ?




আপনার মনে হয়ত কখনও প্রশ্ন জাগে নাই কেন এই ' b ' ব্যবহার করা হয়েছে? বা হয়ত প্রশ্ন জাগছে কিংবা চোখে পড়লেও জানার বিসয় না ভেবে এড়িয়ে গেছেন।

একটি পন্য বাজারজাত করার আগে BSTI (Bangladesh Standard And Testing Institute )এর ৬ টি ধাপে পরীক্ষায় পাশ করে তার পর সার্টিফিকেট বা ছাড়পত্র নিতে হয়৷ এই BSTI এর মার্ক চিহ্ন হল small,' b'.

শেয়ার করুন

Author:

মাহিন মাহবুব উল্লাহ—একজন মানবিক ও প্রযুক্তিপ্রেমী তরুণ, যিনি লেখালেখি, স্বেচ্ছাসেবকতা ও আইটি পেশায় সক্রিয়। ময়মনসিংহে জন্ম, ডিপ্লোমা করেছেন কম্পিউটার সায়েন্সে; পড়ছেন আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটিতে। বর্তমানে কর্মরত ওয়ালটন কর্পোরেট অফিসের আইটি বিভাগে। জাতীয় ও সামাজিক পর্যায়ে স্বেচ্ছাসেবকতার জন্য পেয়েছেন একাধিক সম্মাননা। পাশাপাশি টেক ব্লগিং ও অনলাইন কনটেন্টে রয়েছে তাঁর সক্রিয় উপস্থিতি।

0 coment rios: