মপই’র ছাত্রছাত্রীদের উপবৃত্তির বৈধ বিকাশ নাম্বারের লিস্ট (৩১৩৮ জন) দেয়া হলো(৬ষ্ঠ লিস্ট)। এই লিস্টে যাদের নাম নাই; তারা পূর্বের দেয়া দুটি মোবাইল নাম্বারের মধ্যে যে নাম্বারটি বিকাশ করা আছে সেই মোবাইল নাম্বারটি অনলাইনে এন্ট্রি করো। তোমাদের সকল বন্ধুদের মেসেজটা জানাইয়া দাও। কোন প্রকার অসঙ্গতি থাকলে সাথে সাথে জানাও। এন্ট্রির করার শেষ সময় আগামীকাল ২৮/০৬/২০২০ খ্রিঃ দুপুর ১২ টা পর্যন্ত।
শনিবার, ২৭ জুন, ২০২০
Author: মাহিন মাহবুব উল্লাহ্
মাহিন মাহবুব উল্লাহ—একজন মানবিক ও প্রযুক্তিপ্রেমী তরুণ, যিনি লেখালেখি, স্বেচ্ছাসেবকতা ও আইটি পেশায় সক্রিয়। ময়মনসিংহে জন্ম, ডিপ্লোমা করেছেন কম্পিউটার সায়েন্সে; পড়ছেন আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটিতে। বর্তমানে কর্মরত ওয়ালটন কর্পোরেট অফিসের আইটি বিভাগে। জাতীয় ও সামাজিক পর্যায়ে স্বেচ্ছাসেবকতার জন্য পেয়েছেন একাধিক সম্মাননা। পাশাপাশি টেক ব্লগিং ও অনলাইন কনটেন্টে রয়েছে তাঁর সক্রিয় উপস্থিতি।
0 coment rios: