মপই’র ছাত্রছাত্রীদের উপবৃত্তির বৈধ বিকাশ নাম্বারের লিস্ট (৩১৩৮ জন) দেয়া হলো(৬ষ্ঠ লিস্ট)। এই লিস্টে যাদের নাম নাই; তারা পূর্বের দেয়া দুটি মোবাইল নাম্বারের মধ্যে যে নাম্বারটি বিকাশ করা আছে সেই মোবাইল নাম্বারটি অনলাইনে এন্ট্রি করো। তোমাদের সকল বন্ধুদের মেসেজটা জানাইয়া দাও। কোন প্রকার অসঙ্গতি থাকলে সাথে সাথে জানাও। এন্ট্রির করার শেষ সময় আগামীকাল ২৮/০৬/২০২০ খ্রিঃ দুপুর ১২ টা পর্যন্ত।
লেখকঃ মাহিন মাহবুব উল্লাহ্
সবাইকে আমার প্রযুক্তি পাতায় স্বাগতম, মাহী'স ব্লগে নিয়মিত তথ্য ও প্রযুক্তি এবং টেকনোলজি রিলেটেড সকল ধরনের আর্টিকেল প্রকাশ করা হয়। আমরা চাই এতে আপনারা উপকৃত হোন, তাহলে আমাদের কষ্ট স্বার্থক হবে। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। বিনীত নিবেদকঃ মাহিন মাহবুব উল্লাহ একজন টেক লাভার, ব্লগার, ইউটিউবার এবং সোস্যাল ওয়ার্কার।
এ বিভাগ হতে আরও কিছু পোষ্ট
- ব্লগার মন্তব্য
- ফেইসবুক মন্তব্য
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)