ঘরে থাকার সময়ে অনলাইনে করুন ফ্রি কোর্স !



ঘরে থাকার সময়ে অনলাইনে করুন ফ্রি কোর্স !



সারাদিন কতক্ষণ আর ভালো লাগে মোবাইলে ফেসবুক ব্রাউজিং, মোবাইল গেমস খেলে, অথবা টিভি দেখে ?
সময় কাটছেনা কিছুতেই...
আর তাই,  করোনাকালে গৃহবন্দী থাকার এই সময়ে নিজেকে এগিয়ে রাখতে পারেন অনলাইনে কোর্স করে। সারাদিন সময় কাটানোর পাশাপাশি অর্জন করুন দক্ষতা।
বিজনেস কমিউনিকেশন, পার্সনাল লিডারশীপ,  লিডারশীপ, ফটোগ্রাফি বেসিক, কমিউনিকেশন স্কিল,ডিজিটাল সিকিউরিটি এসেনশিয়াল,  ইউটিউবিং, মাইক্রোসফট ওয়ার্ড  বেসিক, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সহ নানা দক্ষতার বিভিন্ন কোর্স চালু আছে। একেকটি কোর্স মাত্র চার থেকে ছয় ঘন্টা করে।

মুক্তপথ থেকে দিচ্ছে,  এসকল সব কোর্স ফ্রিতেই!
এছাড়া মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ডসহ বিভিন্ন সফটওয়্যারের ওপর অনলাইনে কোর্স শেখার সুযোগ আছে।

এড্রেসঃ এখানে ক্লিক করুন।

শেষ কথাঃ
প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা সময় বরাদ্দ করলে খুব সহজেই দ্রুত কোর্স সম্পন্ন করা যায়। সব অনলাইন কোর্সই বিনা মূল্যে এবং কোর্স শেষে থাকছে পরিক্ষা,  আর পাশ করলেই পাবেন বিনামূল্যে সার্টিফিকেট ।

লেখাঃ মাহবুব মাহিন।
১৩/০৪/২০২০

mahbubmahin.blogspot.com  - এ প্রকাশিত। 


https://m.facebook.com/story.php?story_fbid=2669808503262585&id=1542998669276913

শেয়ার করুন

লেখকঃ

সবাইকে আমার প্রযুক্তি পাতায় স্বাগতম, মাহী'স ব্লগে নিয়মিত তথ্য ও প্রযুক্তি এবং টেকনোলজি রিলেটেড সকল ধরনের আর্টিকেল প্রকাশ করা হয়। আমরা চাই এতে আপনারা উপকৃত হোন, তাহলে আমাদের কষ্ট স্বার্থক হবে। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। বিনীত নিবেদকঃ মাহিন মাহবুব উল্লাহ একজন টেক লাভার, ব্লগার, ইউটিউবার এবং সোস্যাল ওয়ার্কার।

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট