বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

আপনি জানেন কি ?

 #আপনি_জানেন_কি ?



১. বিশ্বের সবচেয়ে বড় দেশ - রাশিয়া
২. বিশ্বের সবচেয়ে ছোট দেশ -ভ্যাটিক্যান সিটি
৩. বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ - ইন্দোনেশিয়া
৪. বিশ্বের সবচেয়ে ধনী দেশ -কাতার
৫. বিশ্বের সবচেযে গরিব দেশ- কঙ্গো
৬. বিশ্বের সবচেয়ে হ্মমতাশালী রাষ্ট্র - আমারিকা
৭. সবচেয়ে বেশি সেনাবাহিনী আছে - চীন
৮. সবচেয়ে বেশি পরমাণবিক চুল্লি আছে - রাশিয়া
৯. ঋণ খেলাপি দেশ - আর্জেন্টিনা
১০. সবচেয়ে বেশি সোনা আমদানিকারক দেশ - ভারত
১১. সবচেয়ে বেশি ঘুষ দেয় (ঘুষদাতা) - ভারত
১২. ধুমপান মুক্ত দেশ (৯৯%) - নেপাল
১৩. সবচেয়ে বেশি ধুমপায়ীর দেশ - চীন


এইচএন/আরআই

শেয়ার করুন

Author:

মাহিন মাহবুব উল্লাহ—একজন মানবিক ও প্রযুক্তিপ্রেমী তরুণ, যিনি লেখালেখি, স্বেচ্ছাসেবকতা ও আইটি পেশায় সক্রিয়। ময়মনসিংহে জন্ম, ডিপ্লোমা করেছেন কম্পিউটার সায়েন্সে; পড়ছেন আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটিতে। বর্তমানে কর্মরত ওয়ালটন কর্পোরেট অফিসের আইটি বিভাগে। জাতীয় ও সামাজিক পর্যায়ে স্বেচ্ছাসেবকতার জন্য পেয়েছেন একাধিক সম্মাননা। পাশাপাশি টেক ব্লগিং ও অনলাইন কনটেন্টে রয়েছে তাঁর সক্রিয় উপস্থিতি।

0 coment rios: