শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

স্মার্টফোনের চার্জিং নিয়ে যত ভুল ধারণা!

 

স্মার্টফোনের চার্জিং নিয়ে যত ভুল ধারণা!


স্মার্টফোনে চার্জ দেওয়া নিয়ে আমাদের মধ্যে কিছু ভুল ধারণা আছে। ফলে আমরা ফোনকে সাবধানে রাখতে বেশি সতর্কতা অবলম্বন করার চেষ্টা করি।

আসুন জেনে নিই স্মার্টফোনের চার্জ নিয়ে কিছু ভুল ধারণা সম্পর্কে–

১. অনেকেই মনে করেন, চার্জ দেওয়া অবস্থায় ফোন ব্যবহার করা ঠিক নয়। আসলে এ সময় ব্যাটারির ওপর কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তবে চার্জের গতি একটু স্লো হতে পারে।

২. কেউ কেউ বলেন, সারারাত ফোন চার্জ দেওয়া যাবে না। তবে আসল কথা হচ্ছে, উন্নতমানের চার্জার ব্যবহার করলে সারারাত ফোন চার্জে রাখা যায়। বেশিরভাগ স্মার্টফোনেই অতিরিক্ত চার্জ হওয়ার আশঙ্কা নেই।

৩. আমরা ভাবি, ফোনটি শতভাগ চার্জ হতে হবে। কিন্তু ব্যস্তময় জীবনে সব সময় শতভাগ চার্জ দেওয়া যায় না, দরকারও নেই। শতভাগ চার্জের চেয়ে ৩০-৮০ ভাগ চার্জ দেওয়া বেশি ভালো।

৪. শোনা যায়, বারবার চার্জ দিলে স্মার্টফোনের ব্যাটারি নষ্ট হয়। মূলত বেশিরভাগ স্মার্টফোন এমনভাবে তৈরি করা হয়, কোনো সমস্যা ছাড়াই একাধিকবার চার্জ দেওয়া যায়। তবে চার্জারের মান ভালো হতে হবে।

৫. কেউ কেউ ভয়ে ফোন বন্ধ করেন না। এমনটি করার কারণ ব্যাটারি ক্ষয়ের ভয়। ফোন বন্ধ করা না করা ব্যবহারকারীর নিজের ব্যাপার। এতে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি নেই।

৬. ফোনের ব্যাটারি নিয়ে এমন ধারণাও আছে, অ্যারোপ্লেন মোডে রাখলে ব্যাটারি বেশিক্ষণ থাকে। এমনকি ওয়াইফাই, জিপিএস প্রভৃতি সংযোগ চালু না রাখলে ব্যাটারি ক্ষয় কম হয়।

৭. বিভিন্ন অ্যাপ ব্যবহারে চার্জ কমার কথা মিথ্যা নয়। কিন্তু সেগুলো বন্ধ করলেই ব্যাটারির আয়ু বাড়বে না। বেশিরভাগ স্মার্টফোনই অ্যাপ চালানোর মতো ডিজাইনে তৈরি করা হয়।

মূলত স্মার্টফোন চার্জ নিয়ে অতিরিক্ত সতর্কতার ফলে বেশি বেশি চার্জ নষ্ট হতে পারে। তার চেয়ে ব্যাটারির চার্জ বেশিক্ষণ ধরে রাখতে ফোনের সেটিংসের দিকে নজর দেওয়া উচিত।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: