শুক্রবার, ১১ জুন, ২০২১

ইনশাআল্লাহ না বললে কি হয়..?

ইনশাআল্লাহ না বললে কি হয়..?

 

ইনশাআল্লাহ না বললে কি হয়..?





মুসলমান মাত্রই যেকোনো নেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলে থাকেন।এবং কোনো পরিকল্পনা সংকল্প ইচ্ছা আশা পোষণকালে বলে থাকেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি জানেন কি এই “ইনশাআল্লাহ” অর্থাৎ “যদি আল্লাহ চান” এটি না বললে আপনার কি হতে পারে..?
চলুন আজকের আর্টিকেলে আমরা জেনে নেই ইনশাআল্লাহ না বলায় মহান আল্লাহ তায়ালা হযরত সুলায়মান (আ.) কে কঠিন শাস্তি দিয়েছিলেন।
এ বিষয়ে সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত ঘটনার সারমর্ম এই যে একবার হযরত সুলায়মান (আঃ) মনোস্থির করলেন যে সকল স্ত্রী সঙ্গে মিলিত হয়ে প্রত্যেকের গর্ভে থেকে একটি করে পুত্র সন্তান জন্ম গ্রহন করবে। সেই সন্তানরা পরে আল্লাহর পথে ঘোড়ায় সওয়ার হয়ে জিহাদ করবে।কিন্তু এ সময় তিনি ইনশাআল্লাহ ( অর্থঃ যদি আল্লাহ চান) বলতে ভুলে গেলেন।
নবীর এ ত্রুটি আল্লাহ পছন্দ করলেন না। ফলে মাত্র একজন স্ত্রী গর্ভে থেকে একটি অপূণাঙ্গ ও মৃত শিশু ভূমিষ্ট হল ( মুত্তাফাক্ব আলাইহি, মিশকাত হা/৫৭২০ ক্বিয়ামতের অবস্থা অধ্যায় সৃষ্টির সূচনা ও নবীগণের আলোচনা অনুচ্ছেদ ৯)
এর দ্বারা বুঝানো হয়েছে যে সুলায়মান বিশ্বের সর্বাধিক ক্ষমতা সম্পন্ন বাদশাহ হলেও এবং জিন, বায়ু, পক্ষীকুল ও সকল জীবজন্তু তাঁর হুকুম পালন করলেও মূলত আল্লাহর ইচ্ছা ব্যতীত কিছুই করার ক্ষমতা ছিল না তাঁর।
অতএব তাঁর ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়াটা ছোটখাট কোন অপরাধ নয়। এ ঘটনায় এটাও স্পষ্ট হয় যে যারা যত বড় পদাধিকারী হবেন তাদের ততবেশি আল্লাহর অনুগত হতে হবে এবং সর্বাবস্হায় সকল কাজে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। সর্বদা বিনীত হয়ে চলতে হবে এবং কোন অবস্থাতেই অহংকার করা চলবে না।
ভাবুন বন্ধুরা যদি একজন নবীর ক্ষেত্রে ইনশাআল্লাহ না বলায় এতোটা নারাজ হতে পারেন তাহলে আপনার আমার মতো গুনাহগার বান্দার উপর আল্লাহ কতটুকু অসন্তুষ্ট হতে পারে…? হতে পারে হয়তো এই ইনশাআল্লাহ না বলার কারণে আমাদের আশা গুলো পূরণ হয়না আমাদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন হয়না।

বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

 

নতুন সোশ্যাল মিডিয়া নিয়ে আসছে ফেসবুক !




বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নতুন ‘মিনি সোশ্যাল নেটওয়ার্ক’ নিয়ে আসতে যাচ্ছে। এরই মধ্যে নতুন এই সোশ্যাল নেটওয়ার্কটির পরীক্ষামূলক ব্যবহারও শুরু করেছে তারা।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবর, ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে নতুন সোশ্যাল মিডিয়া পরিচালনা করবে ফেসবুক। যেখানে একই এলাকার ব্যবহারকারীরা নিজেদের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। নিদির্ষ্ট এলাকার বাইরের কেউ যুক্ত হতে পারবেন না। এ ছাড়া নতুন এই সোশ্যাল মিডিয়ায় শুধু ওই এলাকারই বিজ্ঞাপন প্রদর্শন করবে ফেসবুক।

এদিকে ফেসবুকের এক মুখপাত্র নতুন সোশ্যাল মিডিয়া সম্পর্কে ব্লুমবার্গকে জানিয়েছে, স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হওয়ার জন্য পরীক্ষামূলকভাবে ‘নেইবারহুডস’ শিরোনামে ফিচার চালু করেছি। নতুন এই নেটওয়ার্কের জন্য আলাদা প্রোফাইল তৈরি করতে হবে ব্যবহারকারীদের।

 Keep Safe Your Data On Drive/আপনার ডাটা গুলো ড্রাইভে সুরক্ষিত রাখুন।



মাদের মোবাইল অনেক সময় নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়।এর কারনে আমাদের মোবাইলে থাকা সকল নাম্বার,পিকচার,ভিডিও,অডিও,ভিবিন্ন জরুরি ফাইল হারিয়ে ফেলি যার কারনে আমাদের অনেক বড় একটি লোকসান হয়।এই নাম্বার বা ফটো গুলা আর কোন ভাবে ফিরে পাওয়া যায়না তাই আমাদের উচিৎ সবসময় আবাদের এই ডেটা গুলোর ব্যাকআপ রাখা।


কিন্তু এই ডেটা গুলো আমরা কোথায় ব্যাকআপ দিয়ে রাখব।আমাদের সকলের কাছে তো আর কম্পিউটার নেই আর থাকলেই বা কি এই সকল ডেটা রাখতে আমাদের অলসতার কমতি নেই এই জন্য আমরা সবসময় গুগল বা আইক্লাঊড এর সাহায্য নিবো।


আমাদের ফোন নাম্বার গুলো যেভাবে সুরক্ষিত রাখবো:

প্রথমে আমরা আমাদের মোবাইল সেটিংস্‌ থেকে বা প্লে স্টোরে গুগল আইডি বা জিমেইল আর আইফোনে স্টোরে বা সেটিং থেকে আইক্লাঊডে লগইন করে নিবো।যখন আমারা কোনো নাম্বার সেভ করবো তখন সেভ অপশনে ফোন বা সিম স্টোরেজ দেয়া থাকে সেটা থেকে চেঞ্জ করে জিমেইল বা আইক্লাঊড দিয়ে দিবো। যখন আমাদের মোবাইল হারিয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে তখন এই আইডি লগ ইন করেই সকল নাম্বার এসে পরবে। তাছাড়া গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যার নামিয়ে আপনার নাম্বার গুলোর একটি ব্যাকআপ দিয়ে গুগল ড্রাইভে রেখে দিতে পারেন।

ফটো যেভাবে সুরক্ষিত রাখবো:

আমাদের এন্ড্রোয়েড ফোনে google photos এবং আইফোনে আইফোনের অফিসিয়াল ফটোস এপ্পস ডাউনলোড করে নিতে হবে এবং অপশন পরে সেটিংস্‌ থেকে ব্যাকআপ অপশন অন করে দিতে হবে এবং কোন কোন ফাইল ব্যাকআপ হবে সেটা সিলেক্ট করে দিতে হবে। ব্যাস আপনার ফটো অটোমেটিক ব্যাকআপ হয়ে যাবে।

আপনি আপনার প্রতিদিন নতুন নতুন বা গুরুত্বপূর্ণ ফাইল এবং ফটো বা ভিডিও সকল কিছু এন্ড্রোয়েডে গুগল ড্রাইভে এবং আইফোনে আইক্লাঊডে মেনুয়ালি ব্যাকআপ দিয়ে রাখতে পারেন।এই জায়গায় আপনার সকল তথ্য সুরক্ষিত থাকবে।

তাছাড়া আপনি আপনার কম্পিউটার এর মাধ্যমে গুগল ড্রাইভ ব্যাবহার করতে পারেন। আরও কিছু ড্রাইভ আছে যা আপনি কম্পিউটার এর ফাইল রাখতে পারেন।