বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

 

নতুন সোশ্যাল মিডিয়া নিয়ে আসছে ফেসবুক !




বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নতুন ‘মিনি সোশ্যাল নেটওয়ার্ক’ নিয়ে আসতে যাচ্ছে। এরই মধ্যে নতুন এই সোশ্যাল নেটওয়ার্কটির পরীক্ষামূলক ব্যবহারও শুরু করেছে তারা।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবর, ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে নতুন সোশ্যাল মিডিয়া পরিচালনা করবে ফেসবুক। যেখানে একই এলাকার ব্যবহারকারীরা নিজেদের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। নিদির্ষ্ট এলাকার বাইরের কেউ যুক্ত হতে পারবেন না। এ ছাড়া নতুন এই সোশ্যাল মিডিয়ায় শুধু ওই এলাকারই বিজ্ঞাপন প্রদর্শন করবে ফেসবুক।

এদিকে ফেসবুকের এক মুখপাত্র নতুন সোশ্যাল মিডিয়া সম্পর্কে ব্লুমবার্গকে জানিয়েছে, স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হওয়ার জন্য পরীক্ষামূলকভাবে ‘নেইবারহুডস’ শিরোনামে ফিচার চালু করেছি। নতুন এই নেটওয়ার্কের জন্য আলাদা প্রোফাইল তৈরি করতে হবে ব্যবহারকারীদের।


শেয়ার করুন

Author:

মাহিন মাহবুব উল্লাহ—একজন মানবিক ও প্রযুক্তিপ্রেমী তরুণ, যিনি লেখালেখি, স্বেচ্ছাসেবকতা ও আইটি পেশায় সক্রিয়। ময়মনসিংহে জন্ম, ডিপ্লোমা করেছেন কম্পিউটার সায়েন্সে; পড়ছেন আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটিতে। বর্তমানে কর্মরত ওয়ালটন কর্পোরেট অফিসের আইটি বিভাগে। জাতীয় ও সামাজিক পর্যায়ে স্বেচ্ছাসেবকতার জন্য পেয়েছেন একাধিক সম্মাননা। পাশাপাশি টেক ব্লগিং ও অনলাইন কনটেন্টে রয়েছে তাঁর সক্রিয় উপস্থিতি।

0 coment rios: