শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

HTML,CSS কি , কিভাবে শিখবেন  ?

HTML,CSS কি , কিভাবে শিখবেন ?


 আসসালামু আলাইকুম

       আজকের  পোস্টে আমরা জানবো এইচটিএমএল ও সিএসএস সম্পর্কে । আগেই বলে রাখি এই পোস্টটি একেবারে নতুনদের জন্য ।যারা html css সম্পর্কে জানেন না অথবা অল্প অল্প জানেন তাদের জন্য।


এ পোস্টে যারা জানেন না শুধু তাদের জন্য , এবং যারা নিজের মনের মতো একটি ওয়েবসাইট তৈরি করতে চান তাদের জন্য । এইচটিএমএল ও সিএসএস সম্পর্কে জানেন তাদেরকে এ পোস্টটি স্কিপ করার অনুরোধ রইলো ।

এইযে আমার যত ধরনের ওয়েবসাইট দেখতেছি তা সবকিছুর মূলে রয়েছে এইচটিএমএল ও সিএসএস । তবে শুধুমাত্র এগুলো দিয়ে একটি সুন্দর ওয়েবসাইট তৈরি করা যায় না । এগুলো হচ্ছে একটি ওয়েবসাইটের মূল । তবে আপনি এই দুটি শিখে ওয়েবসাইট তৈরি করতে পারবেন ।


HTML-এর পূর্ণরূপ হল Hypertext Markup Language । এটি ওয়েব প্রোগ্রামের একটি ল্যাঙ্গুয়েজ । এটি দিয়ে ওয়েব ডিজাইনের স্ট্রাকচার তৈরি করা হয় । আমরা ইন্টারনেট ব্রাউজ করলে যে ওয়েব পেজ গুলি দেখতে পারি সেগুলো সব গুলো HTML দিয়ে তৈরি । HTML দিয়ে মূলত ওয়েব পেজের বা ওয়েব ডিজাইনের স্ট্রাকচার তৈরির ক্ষেত্রে HTML ব্যবহার করা হয়।


CSS কি?

CSS এর পূর্ণরূপ Cascading Style Sheets । এটি ওয়েব প্রোগ্রামের একটি ল্যাঙ্গুয়েজ ।সহজ কথায় বলতে গেলে এটি হচ্ছে একটি ওয়েবসাইটের মেকআপ । একটি ওয়েবসাইটকে যত মেকআপ করতে পারবেন তাত সেটি সুন্দর দেখাবে এবং তথ্য আকর্ষণীয় হবে । CSS এমন একটি ল্যাঙ্গুয়েজ যা দ্বারা ওয়েবসাইটে যেকোনো ধরনের ডিজাইন করা সম্ভব । প্রায় সব ওয়েবসাইট এ CSS দিয়ে ডিজাইন করা হয় ।


এখন আসি কোথা থেকে শিখতে পারবেন

এইচটিএমএল ও সিএসএস শিখার জন্য অনেকগুলো ওয়েবসাইট রয়েছে । তার বেশিরভাগই ইংরেজিতে । তবে বাংলাতে বেশ কিছু ভাল ওয়েব সাইট রয়েছে ।

আমি নিচে কিছু ওয়েবসাইটের লিঙ্ক দিলাম এখান থেকে আপনি শিখতে পারবেন :


WebcoachBD

w3programmers

WebsSchools


বুধবার, ১৯ আগস্ট, ২০২০

জেনে নিন অ্যাম্বুলেন্সের সামনের লেখা উল্টো (ƎƆИA⅃UꓭMA) করে লেখা হয় কেনো !

জেনে নিন অ্যাম্বুলেন্সের সামনের লেখা উল্টো (ƎƆИA⅃UꓭMA) করে লেখা হয় কেনো !

 জেনে নিন অ্যাম্বুলেন্সের সামনের লেখা উল্টো (ƎƆИA⅃UꓭMA) করে লেখা হয় কেনো ! 


অ্যাম্বুলেন্স জরুরি প্রয়োজনে ব্যবহৃত একটি বাহন । মানুষের অসুস্থতায় জরুরি চিকিৎসা সেবা দিতে বাহনটি খুবই গুরুত্বপূর্ণ ।


কিন্তু কখনো কি খেয়াল করেছেন যে, অ্যাম্বুলেন্সের সামনের অংশে “অ্যাম্বুলেন্স” শব্দের ইংরেজি বর্ণগুলো উল্টো করে লেখা থাকে? ( ƎƆИA⅃UꓭMA )


🔯কেনো এমন করা হয়ে থাকে? 

🔯এটা কি কোনো ভুল নাকি এর পেছনে কোনো কারণ রয়েছে ? 




আপনারা নিশ্চয়ই জানেন যে, আমরা আয়নায় যখন কোনো জিনিসের প্রতিবিম্ব দেখি; তখন তা আনুভূমিকভাবে উল্টো দেখি । যেমন আয়নায় আমাদের ডান হাতকে বাম হাত দেখায় । ঠিক তেমনি আয়নায় কোনো শব্দ দেখলে তা উল্টো দেখা যায় । যা বাস্তবে ডান থেকে শুরু হয়, তা আয়নায় বাম থেকে ।


🔯এখন বলি অ্যাম্বুলেন্স (ƎƆИA⅃UꓭMA) লেখাটি কেনো উল্টো করে লেখা হয় : 

গাড়ির সামনে যে লুকিং গ্লাস থাকে তাতে ড্রাইভার পেছনে থাকা গাড়ির অবস্থান দেখতে পারেন। অ্যাম্বুলেন্সের সামনে কোনো গাড়ি থাকলে সে গাড়ির ড্রাইভার লুকিং গ্লাসে উল্টো অ্যাম্বুলেন্সের সঠিক প্রতিবিম্ব দেখতে পাবেন এবং সহজে অ্যাম্বুলেন্সের জন্য পথ ছেড়ে দিতে পারবেন। 

মূলত এ ভাবনা থেকেই অ্যাম্বুলেন্সের সামনে শব্দটি উল্টো করে লেখা থাকে ।


এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে, অ্যাম্বুলেন্সের জন্য তো নির্ধারিত সাইরেন রয়েছে, যার মাধ্যমে সহজে বোঝা যায় । তাহলে এ লেখার কী দরকার ?

↪এক্ষেত্রে অ্যাম্বুলেন্সের জরুরি অবস্থান বোঝাতে শ্রবণ ও দৃষ্টি শক্তি উভয়কে কাজে লাগানোর জন্য এ ব্যবস্থা করা হয়েছে।


🔯বি: দ্র: আপনি কখনো ড্রাইভারের আসনে থাকলে পেছনে থাকা অ্যাম্বুলেন্সকে জায়গা করে দিন । হয়তো তাতে কোন গুরুতর অসুস্থ বা আহত রোগীর জীবন বাঁচাতে আপনার ভূমিকা ফলপ্রসু হবে ।

আশা করি পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। 

বুধবার, ১২ আগস্ট, ২০২০

আইপি কি ?

আইপি কি ?

 আইপি কি ? 


ইন্টারনেট এর সাথে যুক্ত প্রতিটি ডিভাইস এ একটি ঠিকানা থাকে সেই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে । IP এর পূর্ণ রুপ Internet Protocol যা নেটওয়ার্ক ডিভাইস গুলতে থাকে । আইপি অ্যাড্রেস ইন্টারনেট এ কানেক্টেড প্রতিটি ডিভাইসেই থাকে । এটি মুলোতো প্রতিটি ডিজিটাল ডিভাইসকে ইন্টারনেটের মহাসমুদ্রে খুজে পেতে সহায়তা করে।


আইপি অ্যাড্রেস ৩২ বিট (IPv4 বা IP version 4, যেমন: 121.255.215.0 ) বিশিষ্ট  একটি নাম্বার যে কোন হোস্ট কম্পিউটার, পিন্টার কিংবা রাউটার খুজে পেতে সাহায্য করে । যেমন আপনি একটি বাড়ি তৈরি করেছেন আপনার বাড়ির ঠিকানা কেউ যদি না জানে, তবে আপনার বাড়িটিকে যেমন কেউ চিনবেনা। 

 একটি বাড়ির ঠিকানার মত ।  IPv4 এর প্রতিটি অংশ 0 থেকে 255 পর্যন্ত হয়, আসলে এটি 2^8= 256 , কিন্তু 0 থেকে শুরু হয় বলে 255 পর্যন্ত। IPv4  এর আইপি গুলো হয় 0.0.0.0  থেকে 255.255.255.255 পর্যন্ত।


কিন্তু সময়ের চাহিদায় এখন শুরু IPv4 ই যথেষ্ট নয় । আর তাই সময়ের চাহিদা মেটাতে এসেছে IPv6 । IPv6 IPv4 এর থেকে অনেক বেশি সংখ্যক এড্রেস তৈরি করতে পারে, 


উদাহরণস্বরূপ: 2001:0db8:0000:0042:0000:8a2e:0370:7334