আইপি কি ?
ইন্টারনেট এর সাথে যুক্ত প্রতিটি ডিভাইস এ একটি ঠিকানা থাকে সেই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে । IP এর পূর্ণ রুপ Internet Protocol যা নেটওয়ার্ক ডিভাইস গুলতে থাকে । আইপি অ্যাড্রেস ইন্টারনেট এ কানেক্টেড প্রতিটি ডিভাইসেই থাকে । এটি মুলোতো প্রতিটি ডিজিটাল ডিভাইসকে ইন্টারনেটের মহাসমুদ্রে খুজে পেতে সহায়তা করে।
আইপি অ্যাড্রেস ৩২ বিট (IPv4 বা IP version 4, যেমন: 121.255.215.0 ) বিশিষ্ট একটি নাম্বার যে কোন হোস্ট কম্পিউটার, পিন্টার কিংবা রাউটার খুজে পেতে সাহায্য করে । যেমন আপনি একটি বাড়ি তৈরি করেছেন আপনার বাড়ির ঠিকানা কেউ যদি না জানে, তবে আপনার বাড়িটিকে যেমন কেউ চিনবেনা।
একটি বাড়ির ঠিকানার মত । IPv4 এর প্রতিটি অংশ 0 থেকে 255 পর্যন্ত হয়, আসলে এটি 2^8= 256 , কিন্তু 0 থেকে শুরু হয় বলে 255 পর্যন্ত। IPv4 এর আইপি গুলো হয় 0.0.0.0 থেকে 255.255.255.255 পর্যন্ত।
কিন্তু সময়ের চাহিদায় এখন শুরু IPv4 ই যথেষ্ট নয় । আর তাই সময়ের চাহিদা মেটাতে এসেছে IPv6 । IPv6 IPv4 এর থেকে অনেক বেশি সংখ্যক এড্রেস তৈরি করতে পারে,
উদাহরণস্বরূপ: 2001:0db8:0000:0042:0000:8a2e:0370:7334