আইপি কি ?

 আইপি কি ? 


ইন্টারনেট এর সাথে যুক্ত প্রতিটি ডিভাইস এ একটি ঠিকানা থাকে সেই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে । IP এর পূর্ণ রুপ Internet Protocol যা নেটওয়ার্ক ডিভাইস গুলতে থাকে । আইপি অ্যাড্রেস ইন্টারনেট এ কানেক্টেড প্রতিটি ডিভাইসেই থাকে । এটি মুলোতো প্রতিটি ডিজিটাল ডিভাইসকে ইন্টারনেটের মহাসমুদ্রে খুজে পেতে সহায়তা করে।


আইপি অ্যাড্রেস ৩২ বিট (IPv4 বা IP version 4, যেমন: 121.255.215.0 ) বিশিষ্ট  একটি নাম্বার যে কোন হোস্ট কম্পিউটার, পিন্টার কিংবা রাউটার খুজে পেতে সাহায্য করে । যেমন আপনি একটি বাড়ি তৈরি করেছেন আপনার বাড়ির ঠিকানা কেউ যদি না জানে, তবে আপনার বাড়িটিকে যেমন কেউ চিনবেনা। 

 একটি বাড়ির ঠিকানার মত ।  IPv4 এর প্রতিটি অংশ 0 থেকে 255 পর্যন্ত হয়, আসলে এটি 2^8= 256 , কিন্তু 0 থেকে শুরু হয় বলে 255 পর্যন্ত। IPv4  এর আইপি গুলো হয় 0.0.0.0  থেকে 255.255.255.255 পর্যন্ত।


কিন্তু সময়ের চাহিদায় এখন শুরু IPv4 ই যথেষ্ট নয় । আর তাই সময়ের চাহিদা মেটাতে এসেছে IPv6 । IPv6 IPv4 এর থেকে অনেক বেশি সংখ্যক এড্রেস তৈরি করতে পারে, 


উদাহরণস্বরূপ: 2001:0db8:0000:0042:0000:8a2e:0370:7334

 


শেয়ার করুন

লেখকঃ

সবাইকে আমার প্রযুক্তি পাতায় স্বাগতম, মাহী'স ব্লগে নিয়মিত তথ্য ও প্রযুক্তি এবং টেকনোলজি রিলেটেড সকল ধরনের আর্টিকেল প্রকাশ করা হয়। আমরা চাই এতে আপনারা উপকৃত হোন, তাহলে আমাদের কষ্ট স্বার্থক হবে। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। বিনীত নিবেদকঃ মাহিন মাহবুব উল্লাহ একজন টেক লাভার, ব্লগার, ইউটিউবার এবং সোস্যাল ওয়ার্কার।

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট