HTML,CSS কি , কিভাবে শিখবেন ?


 আসসালামু আলাইকুম

       আজকের  পোস্টে আমরা জানবো এইচটিএমএল ও সিএসএস সম্পর্কে । আগেই বলে রাখি এই পোস্টটি একেবারে নতুনদের জন্য ।যারা html css সম্পর্কে জানেন না অথবা অল্প অল্প জানেন তাদের জন্য।


এ পোস্টে যারা জানেন না শুধু তাদের জন্য , এবং যারা নিজের মনের মতো একটি ওয়েবসাইট তৈরি করতে চান তাদের জন্য । এইচটিএমএল ও সিএসএস সম্পর্কে জানেন তাদেরকে এ পোস্টটি স্কিপ করার অনুরোধ রইলো ।

এইযে আমার যত ধরনের ওয়েবসাইট দেখতেছি তা সবকিছুর মূলে রয়েছে এইচটিএমএল ও সিএসএস । তবে শুধুমাত্র এগুলো দিয়ে একটি সুন্দর ওয়েবসাইট তৈরি করা যায় না । এগুলো হচ্ছে একটি ওয়েবসাইটের মূল । তবে আপনি এই দুটি শিখে ওয়েবসাইট তৈরি করতে পারবেন ।


HTML-এর পূর্ণরূপ হল Hypertext Markup Language । এটি ওয়েব প্রোগ্রামের একটি ল্যাঙ্গুয়েজ । এটি দিয়ে ওয়েব ডিজাইনের স্ট্রাকচার তৈরি করা হয় । আমরা ইন্টারনেট ব্রাউজ করলে যে ওয়েব পেজ গুলি দেখতে পারি সেগুলো সব গুলো HTML দিয়ে তৈরি । HTML দিয়ে মূলত ওয়েব পেজের বা ওয়েব ডিজাইনের স্ট্রাকচার তৈরির ক্ষেত্রে HTML ব্যবহার করা হয়।


CSS কি?

CSS এর পূর্ণরূপ Cascading Style Sheets । এটি ওয়েব প্রোগ্রামের একটি ল্যাঙ্গুয়েজ ।সহজ কথায় বলতে গেলে এটি হচ্ছে একটি ওয়েবসাইটের মেকআপ । একটি ওয়েবসাইটকে যত মেকআপ করতে পারবেন তাত সেটি সুন্দর দেখাবে এবং তথ্য আকর্ষণীয় হবে । CSS এমন একটি ল্যাঙ্গুয়েজ যা দ্বারা ওয়েবসাইটে যেকোনো ধরনের ডিজাইন করা সম্ভব । প্রায় সব ওয়েবসাইট এ CSS দিয়ে ডিজাইন করা হয় ।


এখন আসি কোথা থেকে শিখতে পারবেন

এইচটিএমএল ও সিএসএস শিখার জন্য অনেকগুলো ওয়েবসাইট রয়েছে । তার বেশিরভাগই ইংরেজিতে । তবে বাংলাতে বেশ কিছু ভাল ওয়েব সাইট রয়েছে ।

আমি নিচে কিছু ওয়েবসাইটের লিঙ্ক দিলাম এখান থেকে আপনি শিখতে পারবেন :


WebcoachBD

w3programmers

WebsSchools



শেয়ার করুন

লেখকঃ

সবাইকে আমার প্রযুক্তি পাতায় স্বাগতম, মাহী'স ব্লগে নিয়মিত তথ্য ও প্রযুক্তি এবং টেকনোলজি রিলেটেড সকল ধরনের আর্টিকেল প্রকাশ করা হয়। আমরা চাই এতে আপনারা উপকৃত হোন, তাহলে আমাদের কষ্ট স্বার্থক হবে। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। বিনীত নিবেদকঃ মাহিন মাহবুব উল্লাহ একজন টেক লাভার, ব্লগার, ইউটিউবার এবং সোস্যাল ওয়ার্কার।

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট