মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

   ১ বার চার্জ দিলেই চলবে কয়েক সপ্তাহ, নতুন ফিচার ফোন আনলো নকিয়া!

১ বার চার্জ দিলেই চলবে কয়েক সপ্তাহ, নতুন ফিচার ফোন আনলো নকিয়া!

 

১ বার চার্জ দিলেই চলবে কয়েক সপ্তাহ, নতুন ফিচার ফোন আনলো নকিয়া!



নকিয়া সম্পর্কিত একটি বড় খবর সামনে এসেছে যে কোম্পানি তাদের তিনটি নতুন ফিচার ফোন লঞ্চ করেছে। এই তিনটি ফিচার ফোনের নাম হল নকিয়া ১০৬ (২০২৩), নকিয়া ১০৫ (২০২৩) এবং নকিয়া ১১০ (২০২৩)। আজ পাঠকদের জন্য থাকছে এই তিনটি মোবাইল ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন।

নকিয়া ১০৬ (২০২৩) মনোরঞ্জনের দিক থেকে একটি দুর্দান্ত মোবাইল ফোন। এই ফোনে FM রেডিও এবং MP3 প্লেয়ার উভয়ই রয়েছে। এই ফোনের FM ওয়্যারলেস ভাবেও চালানো যায়। এই ফোনটিতে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও রয়েছে যেখানে 8,000টি গান সেভ করা যায়। এই Nokia ফোনে বিখ্যাত স্নেক গেম সহ ফোনে অনেক প্রি-লোডেড গেম দেওয়া হয়েছে। এটি একটি Rugged ফিচার ফোন।

নকিয়া ১০৬ (২০২৩) সম্পর্কে কোম্পানি দাবি করেছে যে এই ফোনের ব্যাটারি একবার চার্জ করার পর 22 দিন স্ট্যান্ড-বাই টাইম দিতে পারে। এই ফোনে একটি মাইক্রো USB স্লট রয়েছে। এই নকিয়া বোতাম ফোনে ২০০০ কনট্যাক্ট এবং 500 SMS সেভ করা যেতে পারে।এই মোবাইল ফোনে টর্চ লাইটও পাওয়া যায়। এই ফোনের অন্যান্য স্পেসিফিকেশন এখনও প্রকাশ করা হয়নি।

নতুন নকিয়া ১০৫ ফোনে 1.8-ইঞ্চি QQVGA স্ক্রিন দেওয়া হয়েছে। এই মোবাইলটি S30+ অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনটিকে IP52 সার্টিফাইড করা হয়েছে যা ফোনটিকে ওয়াটার প্রুফ করে তুলেছে। এটির মোবাইলে ২০০০ কনট্যাক্ট রয়েছে এবং 500টি SMS সেভ করা যাবে।

নকিয়া ১০৫ (২০২৩) ফোনে ওয়্যারলেস FM রেডিও দেওয়া হয়েছে। এতে টর্চ লাইটও পাওয়া যায়। এই ফোনে 32GB পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ইনস্টল করা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই নকিয়া ফোনে একটি 1,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে বেশ কয়েক দিন স্থায়ী হয়।

নকিয়া ১১০ (২০২৩) ফিচার ফোনটিও S30+ অপারেটিং সিস্টেম সহ মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে একটি 1.8-ইঞ্চি QQVGA ডিসপ্লে রয়েছে, যার নীচে T9 কীপ্যাড রয়েছে। এই বাটন মোবাইল ফোন ফটোগ্রাফির জন্য QVGA ক্যামেরা সাপোর্ট করে। এই নোকিয়া ফোনটিতে একটি 1,000 mAh ব্যাটারি রয়েছে যা দীর্ঘ ব্যাকআপ দেয়।

এই ফোনটি IP রেটযুক্ত যা এই ফোনটিকে আনলিমিটেড করে তোলে। মিউজিকের জন্য এই ফোনটিতে FM রেডিও সহ একটি MP3 প্লেয়ার রয়েছে। এই নকিয়া ফোনে স্নেক গেমও রয়েছে। এটি মোবাইল ফোনটি ওয়্যার রেকর্ডার সাপোর্ট করে। নকিয়া ১১০ (২০২৩) ফোনে একটি ডুয়াল সিম স্লট রয়েছে, যেখানে দুটি নম্বর একই সাথে ব্যবহার করা যায়।


   বাজার কাঁপাতে নোকিয়ার নতুন চমক!

বাজার কাঁপাতে নোকিয়ার নতুন চমক!

 

বাজার কাঁপাতে নোকিয়ার নতুন চমক!



স্মার্টফোনের দুনিয়ায় আবার পদার্পণ করল নোকিয়া। প্রথম যে মোবাইল ফোন বাজারে এসেছিল, সেই ফোন বাজারে এনেছিল এই মোবাইল কোম্পানি।

তাদের তৈরি প্রথম বাটন ফোন আজ বহু মানুষের কাছে রয়ে গিয়েছে। সেই ফোন যেন এক অমূল্য স্মৃতি। নোকিয়া মানেই নতুন কোনো নতুন ধামাকা এবার নোকিয়া নিয়ে আসতে চলেছে তাদের নতুন মোবাইল ফোন নোকিয়া ফ্লিপ ৭০। এই ফোনটির বিষয়ে কিছু তথ্য দেখে নেওয়া যাক।

মোবাইল ফোনটিতে ব্যবহার করা হচ্ছে ১০৮০×২৬৩৬ পিক্সল রিজল্যুশনের সাথে 6.9 ইঞ্চির FHD+ ডাইনেমিক অ্যামোলেট ডিসপ্লে। ফোনটির 8GB RAM+256GB স্টোরেজ এবং 12GB RAM+512GB স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে। স্টোরেজ ক্যাপাসিটি অনুযায়ী এর দাম কম বেশি হবে।

ফোনটির মধ্যে রয়েছে আরও কিছু আকর্ষণ দুর্দান্ত এই ফোনটিতে থাকছে 6000mah ব্যাটারি । ক্যামেরাও থাকবে দুর্দান্ত। মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার, ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।

 পুরোনো মোবাইল ফোন কাজে লাগানোর উপায়!

পুরোনো মোবাইল ফোন কাজে লাগানোর উপায়!

 পুরোনো মোবাইল ফোন কাজে লাগানোর উপায়!


বাজারে পছন্দের ব্র্যান্ডের ফোন এলেই সেটি কেনার জন্য অস্থির হয়ে ওঠেন অনেকে। এক্ষেত্রে আগের ফোনটি বিক্রি করে দেন কিংবা ঘরেই ফেলে রাখেন। ব্যবহৃত মোবাইল ফোন বিক্রি করা মোটেই নিরাপদ নয়, নানান ঝামেলায় পড়তে হয়। এক্ষেত্রে পুরোনো ফোনটিকে বিভিন্নভাবে কাজ লাগাতে পারেন।

এই যেমন ধরুন, পুরোনো মোবাইল ফোনটিকে ঘরের সিসি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারেন। বই বা জরুরি পিডিএফ স্টোরের কাজেও ব্যবহার করতে পারেন। আবার চাইলে এটিকে ডিজিতাল একটি ফটোফ্রেম বানিয়ে নিতে পারেন।

স্মার্টফোন ছাড়াও ঘরে যদি পুরোনো ট্যাবলেট থাকে তবে এটি আরও ভালো হবে। অর্থাৎ এখন আপনি আপনার ট্যাবলেট বা স্মার্টফোনকে ডিজিটাল ফ্রেমে পরিণত করতে পারবেন। এই ডিজিটাল ফ্রেমে আপনি যত খুশি ছবি রাখতে পারবেন। এই ফটোগুলি সময়ে সময়ে অটোমেটিকভাবে পরিবর্তিত হতে থাকবে।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে পুরোনো মোবাইল ফোনটিকে ডিজিটাল ফ্রেম বানাবেন-

>> গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েডে ফটো-ডিজিটাল ফটো ফ্রেম ইনস্টল করুন এবং আইওএসে ডিভাইসে লাইভফ্রেম ইনস্টল করুন।

>> এবার অ্যাপটি বিভিন্ন বিবরণ চাইবে, তা পূরণ করুন।

>> এবার স্ক্রিনে কিছু ছবি সিলেক্ট করুন, এতে আপনি ফোনের গ্যালারি বা ক্লাউড স্টোরেজ থেকে ফটো কানেক্ট করতে পারবেন।

>> ফটো সিলেক্ট করার পর, আপনি এটিতে আপনার পছন্দের যে কোনো মিউজিক সেট করতে পারবেন।

>> ছবির সময় কাস্টমাইজ করতে পারবেন এবং আপনার পছন্দের মিউজিক ভলিউম সিলেক্ট করতে পারবেন।