মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

বাজার কাঁপাতে নোকিয়ার নতুন চমক!

 

বাজার কাঁপাতে নোকিয়ার নতুন চমক!



স্মার্টফোনের দুনিয়ায় আবার পদার্পণ করল নোকিয়া। প্রথম যে মোবাইল ফোন বাজারে এসেছিল, সেই ফোন বাজারে এনেছিল এই মোবাইল কোম্পানি।

তাদের তৈরি প্রথম বাটন ফোন আজ বহু মানুষের কাছে রয়ে গিয়েছে। সেই ফোন যেন এক অমূল্য স্মৃতি। নোকিয়া মানেই নতুন কোনো নতুন ধামাকা এবার নোকিয়া নিয়ে আসতে চলেছে তাদের নতুন মোবাইল ফোন নোকিয়া ফ্লিপ ৭০। এই ফোনটির বিষয়ে কিছু তথ্য দেখে নেওয়া যাক।

মোবাইল ফোনটিতে ব্যবহার করা হচ্ছে ১০৮০×২৬৩৬ পিক্সল রিজল্যুশনের সাথে 6.9 ইঞ্চির FHD+ ডাইনেমিক অ্যামোলেট ডিসপ্লে। ফোনটির 8GB RAM+256GB স্টোরেজ এবং 12GB RAM+512GB স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে। স্টোরেজ ক্যাপাসিটি অনুযায়ী এর দাম কম বেশি হবে।

ফোনটির মধ্যে রয়েছে আরও কিছু আকর্ষণ দুর্দান্ত এই ফোনটিতে থাকছে 6000mah ব্যাটারি । ক্যামেরাও থাকবে দুর্দান্ত। মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার, ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।


শেয়ার করুন

Author:

মাহিন মাহবুব উল্লাহ—একজন মানবিক ও প্রযুক্তিপ্রেমী তরুণ, যিনি লেখালেখি, স্বেচ্ছাসেবকতা ও আইটি পেশায় সক্রিয়। ময়মনসিংহে জন্ম, ডিপ্লোমা করেছেন কম্পিউটার সায়েন্সে; পড়ছেন আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটিতে। বর্তমানে কর্মরত ওয়ালটন কর্পোরেট অফিসের আইটি বিভাগে। জাতীয় ও সামাজিক পর্যায়ে স্বেচ্ছাসেবকতার জন্য পেয়েছেন একাধিক সম্মাননা। পাশাপাশি টেক ব্লগিং ও অনলাইন কনটেন্টে রয়েছে তাঁর সক্রিয় উপস্থিতি।

0 coment rios: