বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

 

নতুন সোশ্যাল মিডিয়া নিয়ে আসছে ফেসবুক !




বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নতুন ‘মিনি সোশ্যাল নেটওয়ার্ক’ নিয়ে আসতে যাচ্ছে। এরই মধ্যে নতুন এই সোশ্যাল নেটওয়ার্কটির পরীক্ষামূলক ব্যবহারও শুরু করেছে তারা।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবর, ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে নতুন সোশ্যাল মিডিয়া পরিচালনা করবে ফেসবুক। যেখানে একই এলাকার ব্যবহারকারীরা নিজেদের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। নিদির্ষ্ট এলাকার বাইরের কেউ যুক্ত হতে পারবেন না। এ ছাড়া নতুন এই সোশ্যাল মিডিয়ায় শুধু ওই এলাকারই বিজ্ঞাপন প্রদর্শন করবে ফেসবুক।

এদিকে ফেসবুকের এক মুখপাত্র নতুন সোশ্যাল মিডিয়া সম্পর্কে ব্লুমবার্গকে জানিয়েছে, স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হওয়ার জন্য পরীক্ষামূলকভাবে ‘নেইবারহুডস’ শিরোনামে ফিচার চালু করেছি। নতুন এই নেটওয়ার্কের জন্য আলাদা প্রোফাইল তৈরি করতে হবে ব্যবহারকারীদের।

 Keep Safe Your Data On Drive/আপনার ডাটা গুলো ড্রাইভে সুরক্ষিত রাখুন।



মাদের মোবাইল অনেক সময় নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়।এর কারনে আমাদের মোবাইলে থাকা সকল নাম্বার,পিকচার,ভিডিও,অডিও,ভিবিন্ন জরুরি ফাইল হারিয়ে ফেলি যার কারনে আমাদের অনেক বড় একটি লোকসান হয়।এই নাম্বার বা ফটো গুলা আর কোন ভাবে ফিরে পাওয়া যায়না তাই আমাদের উচিৎ সবসময় আবাদের এই ডেটা গুলোর ব্যাকআপ রাখা।


কিন্তু এই ডেটা গুলো আমরা কোথায় ব্যাকআপ দিয়ে রাখব।আমাদের সকলের কাছে তো আর কম্পিউটার নেই আর থাকলেই বা কি এই সকল ডেটা রাখতে আমাদের অলসতার কমতি নেই এই জন্য আমরা সবসময় গুগল বা আইক্লাঊড এর সাহায্য নিবো।


আমাদের ফোন নাম্বার গুলো যেভাবে সুরক্ষিত রাখবো:

প্রথমে আমরা আমাদের মোবাইল সেটিংস্‌ থেকে বা প্লে স্টোরে গুগল আইডি বা জিমেইল আর আইফোনে স্টোরে বা সেটিং থেকে আইক্লাঊডে লগইন করে নিবো।যখন আমারা কোনো নাম্বার সেভ করবো তখন সেভ অপশনে ফোন বা সিম স্টোরেজ দেয়া থাকে সেটা থেকে চেঞ্জ করে জিমেইল বা আইক্লাঊড দিয়ে দিবো। যখন আমাদের মোবাইল হারিয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে তখন এই আইডি লগ ইন করেই সকল নাম্বার এসে পরবে। তাছাড়া গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যার নামিয়ে আপনার নাম্বার গুলোর একটি ব্যাকআপ দিয়ে গুগল ড্রাইভে রেখে দিতে পারেন।

ফটো যেভাবে সুরক্ষিত রাখবো:

আমাদের এন্ড্রোয়েড ফোনে google photos এবং আইফোনে আইফোনের অফিসিয়াল ফটোস এপ্পস ডাউনলোড করে নিতে হবে এবং অপশন পরে সেটিংস্‌ থেকে ব্যাকআপ অপশন অন করে দিতে হবে এবং কোন কোন ফাইল ব্যাকআপ হবে সেটা সিলেক্ট করে দিতে হবে। ব্যাস আপনার ফটো অটোমেটিক ব্যাকআপ হয়ে যাবে।

আপনি আপনার প্রতিদিন নতুন নতুন বা গুরুত্বপূর্ণ ফাইল এবং ফটো বা ভিডিও সকল কিছু এন্ড্রোয়েডে গুগল ড্রাইভে এবং আইফোনে আইক্লাঊডে মেনুয়ালি ব্যাকআপ দিয়ে রাখতে পারেন।এই জায়গায় আপনার সকল তথ্য সুরক্ষিত থাকবে।

তাছাড়া আপনি আপনার কম্পিউটার এর মাধ্যমে গুগল ড্রাইভ ব্যাবহার করতে পারেন। আরও কিছু ড্রাইভ আছে যা আপনি কম্পিউটার এর ফাইল রাখতে পারেন।
 আসছে উইন্ডোজ-১১ !

আসছে উইন্ডোজ-১১ !

 আসছে উইন্ডোজ-১১ৎ

-অনেক জল্পকল্পনার অবসান ঘটিয়ে এবার বাজারে আসছে উইন্ডোজ-১১। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪জুন ২০২১ তারিখে উদ্বোধন করা হবে নতুন এই ‘উইন্ডোজ ১১’
_কি থাকছে উইন্ডোজের নতুন ভার্সনে? এটা কি ব্যবহারকারীদের মন রক্ষা করতে পারবে? উইন্ডোজ-এর অতীত ভার্সনগুলোর মধ্যে ‘উইন্ডোজ-৮’ ভার্সনের নানা রকম সমস্যার কারণে মাইক্রোসফটকে পড়তে হয়েছিল ব্যপক সমালোচনা ও তোপের মুখে। পরবর্তীতে দ্রুততম সময়ে অভিষেক হয়েছিল উইন্ডোজ-১০ এর। এবং উইন্ডোজ-৮ ব্যবহারকারীদেরকে বিনা পয়সায় উইন্ডোজ-১০ আপডেট করে দেওয়া হয়েছিলো এবং বলা হয়েছিল উইন্ডোজ-১০ ই হবে হয়তো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের শেষ ভার্সন। কিন্তু সেই প্রতিশ্রুতিও মাইক্রোসফট রাখতে পারলো না কারণ উইন্ডোজ-১০ এও রয়েছে বেশ কিছু বাগ, তাই সব ভুলভ্রান্তি দুর করে নতুন করে একটি আধুনিক মাপের অপারেটিং সিস্টেমের সূচনা করতে যাচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন।
কী থাকছে উইন্ডোজ-১১ তে?
উইন্ডোজ-১১ এর মূল চমক হচ্ছে এর ‘মাইক্রোসফট স্টোর’। উইন্ডোজ-৮ ও উইন্ডোজ-১০ স্বল্প পরিসরে ‘মাইক্রোসফট স্টোর’ থাকলেও নতুন এই ভার্সনের জন্য মাইক্রোসফট স্টোরকে ডিজাইন করা হয়েছে নতুনভাবে। উইন্ডোজ এর বিভিন্ন ধরনের সফটওয়্যার থাকবে এই ‘মাইক্রোসফট স্টোর’-এ এবং এখান থেকেই ইন্টস্টল করতে হবে সবকিছু। তবে নতুন এই ‘মাইক্রোসফট স্টোর’এ বড় ধরনের সুযোগ রয়েছে ডেভেলপারদের জন্য। এই স্টোরে ডেভেলপাররা তাদের ডেভেলপ করা অ্যাপ্লিকেশন আপলোড করে রাখতে পারবেন এবং ব্যবহারকারীরা ফ্রি কিংবা টাকার বিনীময়ে সেসব অ্যাপ্লিকেশন সরাসরি ‘মাইক্রোসফট স্টোর’থেকে ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন, ঠিক যেমনটি গুগল প্লে-স্টোর এর ক্ষেত্রে হয়ে থাকে।
ইউজার ইন্টারফেস কিংবা লুক-এন্ড-ফিল এর বেলাতেও বেশ আকর্ষণীয় করা হয়েছে। বিভিন্ন আইকনগুলিতে চারকোনাচের পরিবর্তে করা হয়েছে কিছুটা গোলাকৃতির। সিকিউরিটি ফিচারেও বেশ গুরুত্ব দেওয়া হয়েছে নতুন এই ভার্সনে। তবে চলমান উইন্ডোজ ১০ কে এই নতুন এই উইন্ডোজ ১১ ভার্সনে আপডেট সুবিধা নাও থাকতে পারে অর্থ্যাৎ এই ভার্সনটি নতুন করে কিনে নিতে হবে।
সব মিলিয়ে চমক দেখার অপেক্ষায় থাকুন আগামী ২৪জুন।