শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

সোশ্যাল মিডিয়ার ছবি ভুয়া কি না চেক করবেন যেভাবে!

সোশ্যাল মিডিয়ার ছবি ভুয়া কি না চেক করবেন যেভাবে!


সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সব বয়সী ব্যবহারকারী রয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর। ফেসবুক, ইনস্টাগ্রামে নিজের মনের কথা, প্রতি মিনিটের আপডেট শেয়ার করেন অনেকেই। কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন সবই শেয়ার করেন বন্ধুদের সঙ্গে।

সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় মাঝে মাঝে অনেক ছবি সামনে আসে। ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার এ সময়ে, যে কোনো কিছু খুব দ্রুত ভাইরাল হয়। ফটোশপের মাধ্যমে বা যে কোনো অনলাইন টুলের মাধ্যমে ফটো এডিট করে, নকল ছবি তৈরি করে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। সেই নকল ছবি ধীরে-ধীরে ফরোয়ার্ড হতে থাকে। ফলে মানুষ ভুল তথ্য পেতে শুরু করে। কিন্তু কিছু উপায় আছে যার মাধ্যমে জাল ছবি চিনতে পারবেন।

চলুন দেখে নেওয়া যাক সেসব উপায়-

গুগল লেন্স
>> অনলাইন কন্টেন্ট চেক করার জন্য লেন্স হল গুগলের সেরা টুল। প্রথমে ডেস্কটপ থেকে গুগল ক্রোম ব্রাউজ করুন।

>> ইমেজে রাইট-ক্লিক করুন এবং ‘সার্চ ইমেজ উইথ গুগল’ নির্বাচন করুন।

>> গুগল লেন্স আপনাকে সেই ছবি সম্পর্কে বিস্তারিত জানাবে। কিন্তু আপনি যদি ছবিটির আগের উৎস খুঁজে বের করতে আগ্রহী হন, তাহলে আপনাকে প্রথম দিকের তারিখে স্ক্রোল করে সার্চ রেজাল্ট অপশনে যেতে পারেন।

>> গুগল লেন্স আপনাকে কোনো লেখা অন্য ভাষায় অনুবাদ করতেও সহায়তা করে, যেমন একটি ফটোতে একটি রাস্তা বা দোকানের নাম রয়েছে। কিন্তু আপনি বুঝতে পারছেন না নামটা কি লেখা, সেক্ষেত্রে আপনি অনুবাদ করে নিয়ে দোকানের নামটি দেখতে পারেন।

ইয়ানডেক্স
গুগল লেন্স ছাড়াও, ফটো ট্রেস করার জন্য একটি জরুরি টুল হলো ইয়ানডেক্স। এটি ফটোতে অবস্থান বা কোনো ধরনের পরিবর্তন করা হয়েছে কি না তা জানতে সাহায্য করতে পারে।

>> আপনি যে ফটোটি আপনার মোবাইল ডিভাইস বা ল্যাপটপে যাচাই করতে চান সেটিকে সেভ করুন।

>> ছবির লিঙ্ক/ইউআরএলও ব্যবহার করতে পারেন।

>> ইয়ানডেক্স ওয়েবসাইটে গিয়ে ইমেজ আইকনে আলতো চেপে ধরুন।

>> এরপর সামনের ক্যামেরা আইকনে আলতো চাপুন। একটি পেজ খুলে যাবে, তাতে আপনি ফটো আপলোড করার অপশন পাবেন। এখানে আপনি ইউআরএল সার্চ বক্সে ছবির লিঙ্ক পেস্ট করুন।

 


শেয়ার করুন

Author:

মাহিন মাহবুব উল্লাহ—একজন মানবিক ও প্রযুক্তিপ্রেমী তরুণ, যিনি লেখালেখি, স্বেচ্ছাসেবকতা ও আইটি পেশায় সক্রিয়। ময়মনসিংহে জন্ম, ডিপ্লোমা করেছেন কম্পিউটার সায়েন্সে; পড়ছেন আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটিতে। বর্তমানে কর্মরত ওয়ালটন কর্পোরেট অফিসের আইটি বিভাগে। জাতীয় ও সামাজিক পর্যায়ে স্বেচ্ছাসেবকতার জন্য পেয়েছেন একাধিক সম্মাননা। পাশাপাশি টেক ব্লগিং ও অনলাইন কনটেন্টে রয়েছে তাঁর সক্রিয় উপস্থিতি।

0 coment rios: