গ্লাসটি কি অর্ধেক খালি, নাকি অর্ধেক পুরা?
আপনাদের অনেকের কাছে আমার এই প্রশ্নটি একটু হাস্যকর মনে হচ্ছে। আমি যদি আপনাকে জিজ্ঞাস করি গ্লাসে পানির অবস্থান সম্পর্কে বলতে , তাহলে আপনি দুই ধরনের উত্তর দিতে পারেন, আর তা হল হয় গ্লাস অর্ধেক খালি বলবেন , অথবা গ্লাস অর্ধেক পুরা বলবেন। কিন্তু আপনি কি জানেন এই একটি উত্তর দিয়ে আপনি কি পজিটিভ মাইন্ডেড , নাকি নেগেটিভ মাইন্ডেড তা বুঝা সম্ভব?
একটা উদাহরন দিয়ে বুঝাতে চাচ্ছি, ধরুন আপনি আমি সব বিষয়ে পারদর্শী নই, তাই না? আমরা একটা বিষয়ের ৬০ ভাগ, ৭০ ভাগ জেনে থাকি, অথবা ক্ষেত্র বিশেষে আরো কম বা বেশি জেনে থাকি। এখানে যে নেগেটিভ মাইন্ডের সে একটা বিষয়ে কিছু জানে এবং সেটা থেকে চাইলে আরো কিছু জানা সম্বব এই ভাবে মানতে নারাজ। নেগেটিভ মানুষের চোখ খালি অংশের দিকে থাকে, আমার এই নেই , ঐ নেই, তার জীবনে শুধু নেই আর নেই শুনতে পাবেন, সে সব সময় অপ্রাপ্তি নিয়ে পড়ে থাকে। কিন্তু যে পজেটিভ মাইন্ডেড সে ফোকাস করে সে কি জানে, এবং এটাকে কিভাবে কাজে লাগানো সম্ভব সে এই চেষ্টা করে।আপনাকে যে কোন বিষয়ের পজেটিভ দিকগুলোকে আগে মূল্যায়ন করতে, তাইনা। আমরা কিছু লোক সম্পর্কে তার নেগেটিভ দিক নিয়ে আলোচনা করি, কিন্তু তার যে পজেটিভ দিক আছে সেটা আমাদের মাথায় থাকে না। আর এই ভাবে আমাদের মধ্যে দুইটা ক্যাটাগরির মানুষ দেখতে পাওয়া যায়, নেগেটিভ ও পজেটিভ মাইন্ডেড।
বিঃদ্র( লিখায় কোন ভূল কথা থাকলে বলে দিবেন, কারন আমারো ভালোর সাথে খারাপ দিক আছে, আর আমিও ভূল করতে পারি , কারণ আমারো জ্ঞানের সীমাব্ধতা আছে, ধন্যবাদ