শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

   ভ্রমণের সময় স্মার্টফোনে যেসব অ্যাপ প্রয়োজন!

ভ্রমণের সময় স্মার্টফোনে যেসব অ্যাপ প্রয়োজন!

 

ভ্রমণের সময় স্মার্টফোনে যেসব অ্যাপ প্রয়োজন!



ভ্রমণ মানুষের অন্যতম পছন্দের বিষয়। কেউ নিজ দেশের মধ্যে আবার কেউ পরদেশে ভ্রমণ করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে ভ্রমণের সময় স্মার্টফোন অন্যতম অনুষঙ্গ। আর এতে বেশকিছু অ্যাপ আগে থেকে ইনস্টল রাখা জরুরি বলে দ্য সানের খবরে জানানো হয়েছে।

প্রথমেই গুগল ট্রান্সলেট। যেকোনো দেশে ঘুরতে গেলে অ্যাপটি অনেকভাবে সহায়তা করবে। বিশেষ করে ভাষা বোঝার ক্ষেত্রে। কেননা এক দেশের গালি অন্য দেশের বুলি। ট্রান্সলেটের পর রয়েছে গুগল ম্যাপ। বর্তমানে ম্যাপের ডাটাবেজ আরো উন্নত ও সমৃদ্ধ। ফলে যেকোনো দেশে গেলে রাস্তা খুঁজে পাওয়া আর কঠিন হবে না। ম্যাপের পর আবহাওয়া সম্পর্কে জানাও জরুরি। তাই ওয়েদার আপডেট অ্যাপ থাকা উচিত। কেননা যদি কোনো অঞ্চল ভ্রমণের সময় প্রাকৃতিক দুর্যোগ হানা দেয় তাহলে সব আনন্দ মাটি হয়ে যাবে। অনলাইনে পেমেন্ট করা যায় এমন কিছু অ্যাপও স্মার্টফোনে রাখা যায়।

ভ্রমণের ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য পরীক্ষা ও আপডেট পাওয়া যাবে এমন কিছু অ্যাপ সেলফোনে থাকা ভালো। নোটবুক, হোটেল বুকিং অ্যাপ ও গাড়ি ভাড়া করার অ্যাপও ভ্রমণে সহায়ক। কেননা নোটবুকে গুরুত্বপূর্ণ তথ্য, ড্রাইভিং লাইসেন্সের তথ্য লিখে রাখা যায়। ডিজিটাল সংরক্ষণের পাশাপাশি এটি ইতিবাচক।

যে ৩ ভুলে স্মার্টফোনের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়!

যে ৩ ভুলে স্মার্টফোনের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়!

 যে ৩ ভুলে স্মার্টফোনের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়!


বর্তমানে আমাদের সর্বক্ষণের সঙ্গী স্মার্টফোন। আট-থেকে আশি সব বয়সী মানুষই নানা কারণে ব্যবহার করছেন স্মার্টফোন। একবিংশ শতাব্দীতে এসে স্মার্টফোন ছাড়া জীবন প্রায় অচল। শুধু যোগাযোগের মাধ্যমই নয় আরও অনেক কাজে ব্যবহার হচ্ছে স্মার্টফোনটি। বাচ্চাদের অনলাইন ক্লাস থেকে আপনার অফিস মিটিং করোনাকালে বিশ্বব্যাপী গ্যাজেটটির চাহিদা ছিল সবচেয়ে বেশি।

তবে সঠিকভাবে এর ব্যবহার না করেন তাহলে বিপদ ঘনিয়ে আসতে পারে খুব শিগগিরই। স্মার্টফোন ব্যবহারে কিছু ভুল আমরা প্রায়ই করে থাকেন। যেমন ধরুন স্মার্টফোনকে ওভার চার্জ করা, সঙ্গে নিয়ে ঘুমানো কিংবা অ্যাডাপ্টার পরিবর্তন করে চার্জ দেওয়া। এসব ভুলে খুব তাড়াতাড়ি স্মার্টফোনের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক এমন ৩ ভুল যা স্মার্টফোন ব্যবহারে করা যাবে না-

সারারাত স্মার্টফোন চার্জিং নয়
অনেকেই এই ভুলটি করেন। না জেনেই বেশিরভাগ মানুষ সারারাত ফোন চার্জে দিয়ে রাখেন। আপনারও যদি এই অভ্যাস থেকে থাকে তাহলে এখনই তা বদলে ফেলুন। কারণ ফোন ফুল চার্জ হওয়ার পরেও চার্জার কানেক্ট করে রাখলে কমতে থাকে ব্যাটারির আয়ু। ফলে এই অভ্যাস দিনের পর দন জারি রাখলে তাড়াতাড়ি আপনার স্মার্টফোনের ব্যাটারির কার্যক্ষমতা হারাবে।

প্লাগ থেকে চার্জার খুলে রাখুন
আমাদের অনেকেরই অভ্যাস চার্জার সারাক্ষণ প্লাগে লাগিয়ে রাখি। জানেন কি? আপনার এই অভ্যাস স্মার্টফোনের ব্যাটারির আয়ু কমিয়ে দেয় কয়েকগুণ। নতুন কিছু স্মার্টফোন আছে যেগুলো ফুল চার্জ হলে চার্জিং নিজে থেকেই বন্ধ হয়ে যায়। কিন্তু সেই সময়ও চার্জার থেকে কারেন্ট আসে। এই কারণে ফোন ফুল চার্জ হলে চার্জার প্লাগ থেকে খুলে নিন। অথবা চার্জারের সুইচ বন্ধ করে দিতে পারেন। ফোন চার্জ সম্পূর্ণ হওয়ার পরেও চার্জার লাগিয়ে রাখবেন না।

রোদে স্মার্টফোন চার্জে রাখবেন না
স্মার্টফোন চার্জ দেওয়ার সময় আরেকটি বিষয় খেয়াল রাখুন, সেটি হচ্ছে-অতিরিক্ত গরম কোনো জায়গায় ফোন চার্জ করবেন না। অতিরিক্ত গরমে ফোন চার্জ করলে তার প্রভাব সরাসরি ফোনের উপরে পড়ে। এছাড়াও ফোন চার্জিংয়ের সময় তা ব্যবহার না করা ভালো। ফোন চার্জিংয়ের সময় ব্যবহার করতে বাড়তে থাকে ব্যাটারির তাপমাত্রা। যা আসলে ব্যাটারির ক্ষতি করে। ২০ শতাংশ চার্জ থাকতেই স্মার্টফোন চার্জে দিন এবং ৯৯ শতাংশ হলেই খুলে ফেলুন।

   অন্য চার্জার ব্যবহার ভালো না খারাপ?

অন্য চার্জার ব্যবহার ভালো না খারাপ?

 

অন্য চার্জার ব্যবহার ভালো না খারাপ?


অ্যাপল, গুগলসহ কিছু কোম্পানি বর্তমানে ডিভাইসের সঙ্গে চার্জার দেয় না। কিন্তু বাকি কোম্পানিগুলো এখন উন্নত প্রযুক্তির চার্জিং সুবিধা যুক্ত করার পাশাপাশি অ্যাডাপ্টার ও কেবল দিয়ে থাকে। দীর্ঘদিনের ব্যবহারে বা কোনো দুর্ঘটনায় চার্জার নষ্ট হয়ে যাওয়া স্বাভাবিক। তাই দরকারের সময় অন্য কারো ডিভাইসের চার্জার দিয়ে অনেকেই সেলফোন চার্জ দেয়। এটি ভালো না মন্দ এ বিষয়ে অনেকেই জানেন না। গ্যাজেটস নাউয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

সেলফোনে মূল চার্জার ব্যতীত অন্য কারো অ্যাডাপ্টার ব্যবহার করা ক্ষতিকর। অনেক সময় ডিভাইসের বড় ক্ষতি হতে পারে। সাধারণত সেলফোনের সঙ্গে যে চার্জারটি দেয়া হয়, তা বিশেষভাবে ফোনের ব্যাটারি চার্জ করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি ব্যবহারকারীর ফোনের জন্য সঠিক আকার, সঠিক ভোল্টেজ এবং এটি সঠিক ধরনের সংযোগকারীর প্লাগের সঙ্গে দেয়া হয়।

 

বিদ্যুতের ভোল্টেজ প্রায় সময় আপডাউন করে। সে সময় নির্ধারিত চার্জার ছাড়া ডিভাইস চার্জ দিলে ব্যাটারির পাশাপাশি মাদারবোর্ডেরও ক্ষতি হতে পারে। ব্যাটারি দ্রুত গরম হওয়া, চার্জ শেষ হয়ে যাওয়া, চার্জ হতে বেশি সময় নেয়ার সমস্যাও দেখা দেয়।

অনেক সময় ভোল্টেজের মিল না থাকলে চার্জার ব্যবহারের কারণে ব্যাটারি ফুলে যাওয়া, চার্জ হওয়ার পরিবর্তে চার্জ কমতে থাকা, ব্যাটারি সেল নষ্ট হয়ে যাওয়ার মতো বিষয়ও ঘটে থাকে। যদি ডিভাইসের মূল চার্জার নষ্ট হয়ে যায়, তখন একই ধরনের চার্জার অ্যাডাপ্টার কিনে নেয়া ভালো।