শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

উইন্ডোজ ৭ এর ৭ টি প্রয়োজনীয় টিপস..!

উইন্ডোজ ৭ এর ৭ টি প্রয়োজনীয় টিপস..!

উইন্ডোজ ৭ এর ৭ টি প্রয়োজনীয় টিপস...!


উইন্ডোজ ৭ বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম। তবে কয়েকটি সেটিংস ও কিবোর্ড শর্টকাট জানা থাকলে এটি ব্যবহার করে কাজ করা আরো বেশি সহজ ও আরামদায়ক হয়ে উঠে। এখানে উইন্ডোজ ৭ এর ৭ টি প্রয়োজনীয় টিপস এবং ট্রিকস সম্পর্কে জানানো হলো যেগুলো ব্যবহার করে আপনি এই অপারেটিং সিস্টেমটি আরো ভালো ভাবে ব্যবহার করতে পারবেন।
১। কম্পিউটারের কোনো ফাইল মুছে ফেলার পর তা Recycle Bin এ জমা হয়। প্রয়োজন হলে পরবর্তীতে এখান থেকে ফাইল Restore করা যায়। তবে আপনি যদি চান ফাইলটি Recycle Bin এ জমা না হয়ে স্থায়ীভাবে ডিলিট হয়ে যাক সেক্ষেত্রে আপনি DEL Key না চেপে Shift+Del দিয়ে তারপর Shift+Enter দিয়ে কনফার্ম করতে পারেন।
২। Windows Explorer ওপেন করতে গেলে আপনার ঐ আইকনের উপর ক্লিক করতে হয় কিংবা ফাইল ব্রাউজ করার জন্য My Computer এ যেতে হয়। এ কাজকে দ্রুত করার জন্য আপনি Windows Logo+E Press করে খুব সহজে সাথে সাথে Windows Explorer ব্রাউজার খুলে ফেলতে পারেন।
৩। উইন্ডোজে অনেকগুলো মেনু শর্ট কার্ট রয়েছে। তবে By Default কিছু লুকানো শর্ট কার্ট মেনুও থাকে। এগুলো কে চালু করার জন্য Control Panel > Ease of Access Center > Change how your keyboard works এ যাবেন। এরপর “Underline keyboard shortcuts and access keys,” এর পাশের বক্স এ ক্লিক করবেন। তারপর OK or Apply বাটন দিয়ে সেইভ করে দিবেন।
৪। Windows splash screen Disable করে দিলে আপনার মোট বুট টাইমের কয়েক সেকেন্ড বেঁচে যেতে পারে। এর জন্য Windows Logo+R press করুন তারপর msconfig টাইপ করুন। এর অধীনে Boot tab এর No GUI boot এর পাশের বক্সে ক্লিক করে ওকে করুন।
৫। আপনি অফিস, লাইব্রেরি, ক্যাফে যেখানেই থাকেন না কেনো মাঝে মাঝে খুব দ্রুত উইন্ডোজ লক করার প্রয়োজন হয়। এক্ষেত্রে Windows Logo+L শর্ট কার্ট ব্যবহার করুন।
৬। কম্পিউটারে লুকানো files, folders, and drives দেখার জন্য Windows search box ওপেন করে folder টাইপ করুন। folder অপশনের View tab এ যান। Hidden files and folders এর অধীনে Show hidden files, folders, and drives অপশনের পাশের বক্সে ক্লিক করুন।
৭। একসাথে অনেকগুলো ফাইলকে Rename করতে চাইলে সবগুলো ফাইলকে highlight করে F2 key চাপুন। প্রথম ফাইলটিকে Rename করে Enter বাটন চাপুন। এতে আপনার প্রতিটা ফাইল Rename হয়ে যাবে এবং প্রতিটা ফাইলের শেষে ব্র্যাকেট চলে আসবে। আপনি চাইলে Ctrl+Z দিয়ে আবার Rename undo করতে পারবেন।
তথ্য সূত্রঃ সি নেট ডট কম

বুধবার, ২৯ জুলাই, ২০২০

কখনো কখনো টিভি স্ক্রিনে কিছু নম্বর লেখা দেখা যায়, এই নম্বরের অর্থ কী? এই নম্বর কেন টিভিতে আসে ?

কখনো কখনো টিভি স্ক্রিনে কিছু নম্বর লেখা দেখা যায়, এই নম্বরের অর্থ কী? এই নম্বর কেন টিভিতে আসে ?

কখনো কখনো টিভি স্ক্রিনে কিছু নম্বর লেখা দেখা যায়, এই নম্বরের অর্থ কী?
এই নম্বর কেন টিভিতে আসে ?





যখন আমরা টিভি দেখি, তখন অনন্য এক নম্বর এলোমেলোভাবে স্ক্রিনে উপস্থিত হয় যা 000-8769-1545-99 আকারে থাকে। এই নম্বরটি স্বয়ংক্রিয়ভাবে উপস্থিত হয় এবং আমাদের স্ক্রিনে অদৃশ্য হয়ে যায়। এই সংখ্যার কারণে, আমাদের বিভিন্ন প্রোগ্রাম বা লাইভ ম্যাচ দেখতে সমস্যা হয়। তবে আপনি কি কখনও ভেবে দেখেছেন যে এই সংখ্যার অর্থ কী এবং কেন এটি আমাদের পর্দায় ঘন ঘন প্রদর্শিত হয়? এগুলি ছাড়াও যে কেউ এই নম্বরের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছাতে পারবেন। যদি আপনি এই প্রশ্নের উত্তরগুলি অবহিত থাকেন তবে এই নিবন্ধটি পড়ার পরে আপনি জানতে পারবেন যে টিভি পর্দায় প্রদর্শিত অনন্য সংখ্যার অর্থ কী এবং এই নম্বরটির মাধ্যমে কেউ কীভাবে আপনার বাড়িতে পৌঁছতে পারে?

টিভি স্ক্রিনে এলোমেলোভাবে প্রদর্শিত যে অনন্য নম্বরটি, আমরা যখন টিভি দেখি তখন বিভিন্ন ব্যবহারকারীর পক্ষে আলাদা। আপনি এটি স্বয়ংক্রিয়ভাবে চেক করতে পারেন। পরের বার আপনি যখন কোনও প্রোগ্রাম দেখছেন, তারপরে আপনার টিভির পর্দায় প্রদর্শিত অনন্য নম্বরটি নোট করুন, এখন আপনার বন্ধুটিকে তাত্ক্ষণিকভাবে তার টিভিতে একই প্রোগ্রামটি দেখতে বলুন এবং তার টিভি স্ক্রিনে প্রদর্শিত অনন্য নম্বরটি নোট করতে বলুন। আপনি দেখতে পাবেন যে টিভি পর্দায় প্রদর্শিত উভয় অনন্য নম্বর একে অপরের থেকে পৃথক। এর কারণ হ'ল পৃথক পৃথক সংখ্যাগুলি বিভিন্ন সেট টপ বক্সগুলির জন্য তৈরি করা হয়। উদ্দেশ্য, যাতে কেউ স্ক্রিন রেকর্ড করে স্ট্রিম না করতে পারে।

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

ঘড়ি কে তৈরী করেন ? কে প্রথম ঘড়ি আবিষ্কার করেছিল ?

ঘড়ি কে তৈরী করেন ? কে প্রথম ঘড়ি আবিষ্কার করেছিল ?

ঘড়ি কে তৈরী করেন ? কে প্রথম ঘড়ি আবিষ্কার করেছিল ? 



ঘড়ি  আবিস্কার করেছিল তা ইতিহাসে পাতায় কোথাও লেখা নেই । তবে এর পিছনে আছে তিন হাজার বছরের ইতিহাস। ওই সময়ে মিশরীয়রা আবিস্কার করল জমি মাপজোক করার পদ্ধতি আর মাপজোক সন্মন্ধ্যে তাদের মধ্যে ধারনা জন্মে গেল সময়কেও তারা পরিমাপ করতে চাইল। আসল ‘সূর্য ঘড়ি’ বা ‘ছায়া ঘড়ি’। ‘সূর্যঘড়ি’ বানাতে তখন মানূষ একটা লাঠি পূতে রাখল খোলা জায়গায়। তারপর সেই লাঠিকে ঘিরে ছোট বড় নানা চক্র দিয়ে দেয়। চক্রর ওপর লিখে রাখে বিভিন্ন সংকেত যা দিয়ে নানা প্রহর বুজায়। লাঠির ওপর সূর্যের আলো পড়লে সেই আলো পড়তো মাটিতে সেখান থেকে সংকেত নির্দেশিত চক্রে আর সেখান থেকে সময় নির্ধারন হত। এমন একটি ঘড়ি আজো বার্লিন মিউজিয়ামে রক্ষিত।
দিনের বেলা না হয় সূর্যের আলো দেখে সময় পাওয়া গেল কিন্তু রাতের বেলা কিভাবে সময় পাওয়া যাবে ভাবিয়ে তুলল মানূষকে। চোখ গেল রাতের আকাশে। তারা রাতের আকাশে এমন এক নক্ষত্রের সন্ধান করতে লাগল যা সব সময় এক দিক থেকে অন্যদিকে যাবে। অবশেষে পাওয়া গেল। দেখতে খুব উজ্জল আর একটু লম্বা। এটা আকাশের উত্তর দিকে ওঠে আর ধীরে ধীরে দক্ষিন দিকে এগিয়ে যায়, শুধু তাই না তারা মেরু কে কেন্দ্র করে ঘড়ির কাটার মত ঘুরতে থাকে যা দিয়ে অনায়াসে সময় নির্ধারন করা যায়। এর নাম ‘ক্যাসিওপিয়া’। দেখতে অবিকল ইংরেজী W অক্ষরের মত। এই ‘তারাঘড়ি’ প্রথম আবিস্কার করে জার্মানরা। তারা ঘড়ির পর আসে ‘পানিঘড়ি’। খ্রীষ্ট পূর্ব ১৪০০ সাল নাগাদ মিশরীয়রা প্রথম পানি ঘড়ি আবিস্কার করেন । একটি ফানেলের মধ্যে পানি ভরা হল, সেই ফানেলের নীচে লাগানো হল এক সরু পাইপ। ফানেলের পানি এক সরু পাইপ বেয়ে যেয়ে পড়ত একটি জারে। সেই জারের মধ্যে একটা হাল্কা কর্ক রেখে দিত তারা। পাত্রের অপর প্রান্তে লাগিয়ে দেয়া হত দাত যুক্ত একটা সময় নির্দেশক কাটা। ফানেল থেকে ধীরে ধীরে পানি চলে আসত জারে, জারে যত পানি পড়ত কর্ক ততই ভেসে উঠত। সেই সঙ্গে সময় নির্দেশক কাটা ঘুরতে আরম্ভ করত। যা বলে দিত সময়। গ্রীকরা একে বলত ‘ক্লিপসেড্রা’। এরপর এল ‘বালুঘড়ি’। প্রায় বারোশ বছর আগে এর প্রচলন শুরু হয়। বালু ঘড়ি ছিল কিছুটা পানি ঘড়ির মত। তবে এ ঘড়ির জন্য প্রয়োজন হয় একটা ফানেল যার মাজখানটা চ্যাপ্টা। এবার ফানেলের ওপর দিয়ে কিছুটা বালি ফানেকের মধ্যে ঢেলে দিল, সেই বালি ফানেলের মাঝখানে যেয়ে বাধা পেল। অপেক্ষাকৃত সরু ও মিহি দানার বালি ফানেলের চ্যাপ্টা অংশ দিয়ে নিচে পড়া শুরু হল। ফানেলের নীচের অংশে আকা থাকত স্কেল। বালুর জমা হবার পরিমান নির্নয় করত নির্দিষ্ট সময়। রাতের বেলা মানূষ ঘড়ির বিকল্প হিসাবে মানূষ আবিস্কার করে ফেলল ‘মোমঘড়ি’। চীন দেশেই প্রথম আবিস্কার হয় ‘মোম ঘড়ি’। সূর্য ঘড়ির পদ্ধতিতে এই ঘড়ি তারা ব্যাবহার করত। অন্ধকার ঘরে তারা একটা মোমবাতি জ্বালাত। সেই আলোর কাছাকাছি তারা রেখে দিত কোন মানদন্ড। মোমের আলো গিয়ে পড়ত সেই মানদন্ডে। মানদন্ডের সামনের অংশ আলোকিত হত আর পিছনের অংশে পড়ত তার ছায়া। মোম যত ছোট হত ছায়া তত দীর্ঘ হত। এই ছায়া পরিমাপ করে মানূষ সময় পরিমাপ করত।

যন্ত্র ঘড়ি কে আবিস্কার করেন তা অজানা, তবে অনেকে মনে করেন আর্কিমিডিসের হাতে প্রথম যন্ত্র ঘড়ি জীবন পায়। যেটুক তথ্য এই মুহুর্তে আছে তাতে জানা যায় ‘গ্রেটটম’ নামে ১২৮৮ সালে একটি ঘড়ি তৈরী হয়েছিল লন্ডনে। ফ্রান্সের রাজা চার্লস ডির জন্য ১৩৬০ সালে একটি ঘড়ি তৈরী হয়েছিল যা আজো সচল। আমেরিকায় প্রথম ফিউজ স্পন্সর তৈরী করেন হাত ঘড়ি। বর্তমানে পারমানবিক ঘড়ি আছে যে ঘড়ি সেকেন্ডের দশ কোটি ভাগের এক ভাগ ও সময় হের ফের করেনা।
এ রকম দুটি ঘড়ি আছে ইউ এস এন বি এস ল্যাব্রেটরিতে।