যেভাবে কাজ করে মাইক্রোপ্রসেসর..!

যেভাবে কাজ করে মাইক্রোপ্রসেসর..!
যেভাবে কাজ করে মাইক্রোপ্রসেসর..!



কম্পিউটার যে কাজ করে থাকে তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা যার সেটি হলো প্রসেসর। প্রসসরের ভূমিকার কারণেই একটি কম্পিউটার আরেকটি কম্পিউটারের চাইতে বেশি গতিসম্পন্ন। বিগত অল্প সময়ের ভেতরে প্রসেসর দুনিয়ায় যে পরিমাণ উন্নতি হয়েছে তা এক কথায় অবিশ্বাস্য। নিত্য নতুন প্রজন্মের প্রসেসর এখন জায়গা করে নিচ্ছে কম্পিউটারে ইতিহাসে। খুব অল্প সময়ের ভেতরে গিগাহার্জ মাইলফলকগুলো পার হয়ে সামনে এগিয়ে যাচ্ছে ইন্টেল, এএমডি। প্রসেসরের গতির ক্ষেত্রে ১ গিগাহার্জ এক সময়ে বিশাল এক অর্জন মনে হলেও এখন ৩ গিগাহার্জের প্রসেসরের কাছে সেই সাফল্য ইতিহাস মাত্র। নতুন প্রজন্মের প্রসেসর বলতে এখন বোঝা হয় ইন্টেল থেকে পেন্টিয়াম ফোর এবং এএমডি থেকে এথলন এক্সপি। গতির প্রতিযোগিতায় এই দুই প্রতিদ্বন্দ্বী সামনে এগিয়ে চলছে বিপুল বেগে। জেনে নেয়া যাক প্রসেসরের অন্তর্নিহিত প্রযুক্তি।
কম্পিউটার যে কাজ করে থাকে তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা যার সেটি হল প্রসেসর। যে কোনো মাইক্রোপ্রসেসর একটি নির্ধারিত মেশিন ইন্সট্রাকশনের সেট ব্যবহার করে অত্যন্ত সূক্ষ্মও স্পর্শকাতর অপারেশন করে থাকে। ইন্সট্রাকশনের ভিত্তিতে, মাইক্রোপ্রসেসরের কাজকে তিনভাগে ভাগ করা হয়।
১. ALU (Artimetic Logic Unit) ব্যবহার করে মাইক্রোপ্রসেসর যোগ-বিয়োগ-গুণ-ভাগের মতো গাণিতিক অপারেশনগুলো সম্পাদন করে। আধুনিক মাইক্রোপ্রসেসরে স্বয়ংক্রিয় Floating point processor থাকে যার মাধ্যমে অত্যন্ত জটিল ও দীর্ঘ দশমিক সংখ্যার অপারেশনগুলো সম্পন্ন হয়।
২. মাইক্রোপ্রসেসরের এক মেমোরি লোকেশন থেকে অন্য লোকেশনে ডাটা সরানোর কাজ করে থাকে।
৩. মাইক্রোপ্রসেসর সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এবং এই সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী ইন্সট্রাকশন সম্পন্ন করে।
এবারে আসুন, পাশের ডায়াগ্রাম থেকে মাইক্রোপ্রসেসরের নিম্নলিখিত অংশসমূহকে ব্যাখ্যা করার চেষ্টা করি।
৮.১৬ অথবা ৩২ বিট প্রশস্ত Address bus মেমোরিতে Address পাঠানোর কাজ করে থাকে।
৮.১৬ এবং ৩২ বিট প্রশস্ত Data bus মেমোরি ডাটা পাঠায় এবং মেমোরি থেকে ডাটা গ্রহণ করে।
RD (Read) এবং WR (Write) লাইন মেমোরিতে Address নির্ধারন করার অথবা Address কৃত লোকেশন জানিয়ে দেওয়ার নির্দেশ দেয়।
Clock লাইন প্রসেসরকে clock পালস প্রদান করে।
Reset লাইন প্রোগ্রাম কাউন্টারকে শূন্যতে Reset করে এবং পুনরায় যথারীতি ইন্সট্রাকশনসমূহ সম্পাদন করে।
Address bus এবং Data bus উভয়কে ৮বিট প্রশস্ত বলে ধরে নেয়া যাক। তাহলে একটি অত্যন্ত সরল মাইক্রোপ্রসেসরে অংশগুলোকে হয়তো এভাবে ব্যাখ্যা করা যেতে পারে।
রেজিস্টার A, B, C ফ্লিপফ্লপ দ্বারা তৈরি কতগুলো অত্যন্ত সাধারণ ল্যাচ।
Address ল্যাচ রেজিস্টার A, B, C –এর অনুরূপ কাজ করে।
প্রোগ্রাম কাউন্টার এমন এক ধরনের ল্যাচ যা নিজেই নিজের কাউন্টারের মান ১ বাড়াতে পারে কিংবা কাউন্টারের মান ‘০’ তে Reset করতে পারে।
ALU একটি সাধারণ ৮বিট Address –এর মতো কেবল ৮ বিট সংখ্যা যোগ-বিয়োগ-গুণ-ভাগ করতে পারে।
টেস্ট রেজিস্টার একটি ব্যতিক্রমী ল্যাচ যা ALU কর্তৃক তুলনাকৃত বিভিন্ন মান ধারণ করে। ALU সাধারণত দুটি সংখ্যা তুলনা করে বং সংখ্যাদ্বয় সমান, কিংবা একটি অপরটির চেয়ে বড় বা ছোট কি-না তা নির্ধারণ করে। টেস্ট রেজিস্টার Adder অপারেশনের শেষ ধাপে উৎপন্ন Carry বিটও ধারণ করে। টেস্ট রেজিস্টার ফ্লিপফ্লপে এই মানগুলো জমা করে এবং ইন্সট্রাকশন ডিকোডার এই মানগুলো ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করে।
উপরের ছবিতে ৬টি বক্সকে (3-State) নামে চিহ্নিত করা হয়েছে। এই বক্সগুলো ট্রাই-টেস্ট বাফার। একটি ট্রাই স্টেট বাফার ‘এক’ অথবা ‘শূন্য’ প্রবাহিত করতে পারে অথবা প্রয়োজনে এটি আউটপুট থেকে সংযোগ বিচ্ছিন্ন করতে পারে। একটি ট্রাই স্টেট বাফার অনেকগুলো আউটপুট একটি তারের সাথে সংযোগের ব্যবস্থা করে। কিন্তু শুধুমাত্র একটি সংযোগেই ‘এক অথবা ‘শূন্য’ প্রবাহিত হয়।
ইন্সট্রাকশন রেজিস্টার এবং ইন্সট্রাকশন ডিকোডার মাইক্রোপ্রসেসরের সমস্ত অংশকে নিয়ন্ত্রণ করে।
ইন্সট্রাকশন ডিকোডার বেশ কিছু কন্ট্রোল লাইন রয়েছে। নিচে কন্ট্রোল লাইনগুলোর কাজের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হলো-
প্রোগ্রাম কাউন্টারের মান ‘১’ বৃদ্ধি করার নির্দেশ দেয়।
প্রোগ্রাম কাউন্টারের মান ‘শূন্য’-তে স্থির করার নির্দেশ দেয়।
ছয়টি ট্রাই স্টেট বাফারের যে কোনো একটিকে সক্রিয় করে।
ALU কে পরবর্তী অপারেশনের নির্দেশ দেয়।
RD লাইনকে সক্রিয় করে।
WR লাইনকে সক্রিয় করে।
মাইক্রোপ্রসেসর ইন্সট্রাকশন সেট
অসম্ভব রকমের সাধারণ একটি মাইক্রোপ্রসেসরেরও বিশাল ইন্সট্রাকশন সেট থাকতে পারে। ইন্সট্রাকশনগুলো কতগুলো বিট প্যাটার্ন আকারে প্রয়োগ করা হয়। যখন এটি ইন্সট্রাকশন মাইক্রোপ্রসেসরের ইন্সট্রাকশন রেজিস্টারে লোড হয়, তখন এক একটি ইন্সট্রাকশনের বিট প্যাটার্ন এক এক ধরনের অর্থ বহন করে। বিভিন্ন বিট প্যাটার্নের এই ইন্সট্রাকশনগুলোকে বিভিন্ন ধরনের শব্দ দ্বারা প্রকাশ করা হয়। নিচে কিছু উল্লেখযোগ্য এবং অত্যন্ত সহজ ইন্সট্রাকশনকে শব্দাকারে উপস্থাপন করা হলো-
LOADA mem মেমোরি এড্রেসের মানকে A রেজিস্টারে লোড করে।
LOADA mem মেমোরি এড্রেসের মানকে B রেজিস্টারে লোড করে।
ConB Con-B রেজিস্টারে একটি ধ্রুব সংখ্যা লোড করে।
SAVEC mem-B রেজিস্টারে মানকে মেমোরি লোকেশনে সেভ করে।
SAVEC mem-C রেজিস্টারের মানকে মেমোরি লোকেশনে সেভ করে।
ADD রেজিস্টার A ও B –এর মানদ্বয়কে যোগ করে যোগফল C রেজিস্টারে রাখে।
MUL রেজিস্টার A ও B –এর মানদ্বয় তুলনা করে এবং যোগফল রেজিস্টার C –তে রাখে।
Jump addr একটি এড্রেসে জাম করে।
Stop এক্সিবিউশন বন্ধ করে।
ইতিহাস
জানেন কি আজকের পারসোনাল কম্পিউটারের পূর্বপুরুষ, অর্থাৎ আইবিএম পার্সোনাল কম্পিউটার প্রথম কত প্রসেসর স্পিডের ছিলো?
প্রথম আইবিএম পিসিটির স্পিড ছিলো ৪.৭৭ মেগাহার্জ। এটিতে ইন্টেলের ৮০৮৮ মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়। ১৬ কিলোবাইটের মেমোরি, ১৬০ কিলোবাইটের ফ্লপি আর সাদাকালো একটি মনিটর, এই ছিলো সেই কম্পিউটারের সব কিছু। দামের কথা যদি বলা হয় তবে মাথা ঘুরে যাবে। মার্কিন ডলারে ১৯৮১ সালে পার্সোনাল পিসির দাম ছিলো ১৫৬৫ ডলার, যার আজকের মূল্য হতো ৪০০০ ডলারের সমপরিমাণ। টাকায় হিসেব করলে প্রথম আইবিএম পিসির দাম আজকের টাকায় দুই লাখ ষাট হাজার টাকা।
পরিভাষা
ক্লক স্পিড
অন্য আরেকটি নাম ক্লক রেট। এটি হলো মাইক্রোপ্রসেসরের ইন্সট্রাকশন বা নির্দেশমালা এক্সিকিউট করার গতি। প্রতিটি কম্পিউটারের ভেতরে একোটি ইন্টারনাল ক্লক থাকে যেটি বিভিন্ন ইন্সট্রাকশন এক্সিকিউট করে থাকে এবং বিভিন্ন কম্পোনেন্টের ভেতরে সিঙ্গোনাইজেশন ঘটায়। ক্লক স্পিডকে সাধারণত মেগাহার্জ বা গিগাহার্জে প্রকাশ করা হয়। এক মেগাহার্জ অর্থ প্রতি সেকেন্ডে ১ মিলিয়ন সাইকেল। সিপিইউর মতো কম্পিউটারের এক্সপ্যানশন বাসগুলোরও নিজস্ব ক্লক স্পিড আছে।
ফ্লিপ–ফ্লপ
ফ্লিপ-ফ্লপ হলো এক ধরনের স্মৃতি বর্তনী এটি ০ অথবা ১ এই দুটি লজিক্যাল অবস্থার যে কোনো একটিকে সংরক্ষণ করতে পারে। সেজন্য এটি দু স্থায়ী বা বাইস্টেবল নামে পরিচিত। ট্রানজিস্টর অথবা ইলেক্ট্রনিক্স টিউব দিয়ে এটি তৈরি করা সম্ভব।
ল্যাচ
এটি একটি প্রাথমিক ফ্লিপ-ফ্লপ সার্কিট এই বর্তনীর নির্গমণ মুখের দুটি অবস্থাকে সেট এবং রিসেট বলা হয়। ল্যাচ একটি ইংরেজি শব্দ। এর অর্থ হলো দরজার হুড়কো। দরজা বন্ধ করে হুড়কো লাগালে দরজা বন্ধ অবস্থায় থাকে। আবার হুড়কো খুলে দরজা খোলা অবস্থায় রাখা সম্ভব। তেমনি ল্যাচ বর্তনীর সেট অবস্থায় ১ এবং রিসেট অবস্থায় ০ যুক্তি সংরক্ষণ করে। তাই এ বর্তনী ল্যাচ নামে পরিচিত।
বেঞ্চমার্ক
বেঞ্চমার্ক বলতে কম্পিউটারের হার্ডওয়্যার (বা সফটওয়্যার) পারফরমেন্স তুলনা করার জন্য কিছু বিশেষ টেস্ট বা পরীক্ষাকে বোঝায়। এক্ষেত্রে হতে পারে প্রসেসর বেঞ্চমার্কিং যাতে কিছু নির্দিষ্ট ইন্সট্রাকশন বা নির্দেশমালা প্রসেসরের উপরে চালানো হয় এবং তা কত দ্রুত সম্পাদন হয় তা দেখা হয়। এই ফলাফল কিছু স্ট্যান্ডার্ড প্রসেসরের ফলাফলের সাথে তুলনা করে গ্রাফ বা অনুরূপ কোনোভাবে বেঞ্চমার্ক রেজাল্ট করা দেওয়া হয়।

ঈদ মোবারক..!

ঈদ মোবারক..!
ঈদ মোবারক ,  স্বাস্থ্য বিধি মেনে চলি ,  নিজে সুরক্ষিত থাকি , অন্যকে সুরক্ষিত রাখি!! 
প্রত্যেকটা মুহুর্ত আনন্দময় হোক!

কম্পিউটার ভাইরাস নিয়ে যতো কথা...!

কম্পিউটার ভাইরাস নিয়ে যতো কথা...!

কম্পিউটার ভাইরাস নিয়ে যতো কথা...!


সোহাগ, আমার ছোট বেলার বন্ধু। এইচ. এস. সি পাশ করার
পর ও মেডিকেলে আর আমি কম্পিউটার সাইন্সে চলে আসি। একদিন মজা করে ওকে প্রশ্ন করলাম, ভাইরাস কি? ও উত্তর করল- নিউক্লিক এসিড সমন্বয়ে গঠিত অকোষী প্রাণী, যা প্রাণী দেহের বাহিরে নিজেদের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। আর আমি বললাম- এটা একটা কম্পিউটার প্রোগ্রাম। আসলে দুটোই ঠিক। তবে আজকে আমরা যে ভাইরাস নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে- কম্পিউটার ভাইরাস।
ভাইরাস এমন একটি কম্পিউটার প্রোগ্রাম যা ইউজারের পারমিশন ছাড়া বা তার অজান্তে কোনো একটা এক্সিকিউটেবল ফাইলের সাথে নিজের কোড অ্যাট্যাচ্‌ড করে নেয়।
আর সেই ভাইরাস অ্যাফেক্টেড এক্সিকিউটেবল ফাইলটি যখন এক্সিকিউট হয়, তখন ভাইরাস কোডটিও এক্সিকিউট হয়। আর এ সম্পূর্ণ ব্যাপারটি ঘটে ইউজারের অজান্তে।
প্রকারভেদ
ভাইরাস এর চরিত্রগত দিক থেকে বিভিন্ন ধরনের হতে পারে। আবার অনেক ভাইরাসের বিভিন্ন ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে পারে। চারিত্রিক বৈশিষ্ট্য যাই হোক সমস্ত ভাইরাসই কোনো না কোনো ভাবে কোনো না কোনো ফাইল বা অপারেটিং সিস্টেমের কোনো অংশ অ্যাফেক্ট করে। আরে এ দিক থেকে বিবেচনা করলে সমস্ত ভাইরাস প্রজাতিকে দুটি ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। এদের প্রথম ক্যাটাগরিটি বিবেচনা করা হয় “এরা কোনো ধরনের ফাইল ইনফেক্ট করছে” তার ভিত্তিতে। তবে আমরা এখানে ভাইরাস প্রজাতিকে আর একটি নতুন প্রজাতিতে বিভক্ত করতে পারি। আর সেটি হচ্ছে Worms (Write once read many) ।
ফাইল ইনফেক্টিং সিস্টেম
ভাইরাস কিভাবে ফিয়াইল ইনফেক্ট করে, এ প্রশ্নের উপর ভিত্তি করে ভাইরাস গুলিকে আবার বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। এগুলো হচ্ছেঃ
1. Polymorphic Viruses
2. Stealth Viruses
3. Fast and Slow Viruses
4. Sparse Infectors
5. Armored Viruses
6. Multipartite Viruses
7. Cavity (Spacefiller) Viruses
8. Tunneling Viruses
9. Camouflage Viruses
10. NTFS ADS Viruses
Virus Dropper নামে এখানে আরো একটি ক্যাটাগরি চিহ্নিত করা যায়, যারা নিজের ভাইরাস না হলেও সিস্টেমে ভাইরাস ইনফেক্টিং এ সাহায্য করে।
ইনফেক্টিং আইটেমস
ভাইরাস কম্পিউটারের অপারেটিং সিস্টেম ও বিভিন্ন ধরনের ফাইল ইনফেক্ট করে। এগুলো হচ্ছেঃ
1. System Sector
2. File
3. Macro
4. Companion
5. Cluster
6. Batch File
7. Source Code
8. Visual Basic Worms
ভাইরাসের ইতিহাস
১৯৮৬ সালের গোড়ার দিক। Basit এবং Amjad ফ্লপিডিস্কের বুট সেক্টরে একটা এক্সিকিউটেবল কোড রেখে এটি নিয়ে পরীক্ষা চালাতে থাকে। এক পর্যায়ে দেখা গেলো ফ্লপি ডিস্কটি দিয়ে যতবারই কম্পিউটার বুট করা হয় ততবারই কোডটি রান করছে। এবার তারা ঐ কোডটি কে তাদের প্রোগ্রামের সাথে অ্যাটাচ্‌ড করে এক্সিকিউট করলেন। এতে দেখা গেল এক্সিকিউটেবল কোডটি মেমোরিতে স্থান করে নিয়েছে এবং ফ্লপিড্রাইভে অন্য কোনো ফ্লপি এক্সেস করার সাথে সাথে ঐ ডিস্কটিতে ঐ এক্সিকিউটেবল কোডটির একটি কপি তৈরি হচ্ছে। এর নাম রাখা হলো ভাইরাস। কিন্তু এটি শুধু মাত্র ৩৬০কিলোবাইট ফ্লপি ডিস্ককে ইনফেক্ট করতো।
১৯৮৮ সালে মোটামুটি আনুষ্ঠানিকভাবে শুরু হলো ভাইরাস লেখা এবং এ সালেই বের হলো এন্টিভাইরাস নামক ভাইরাস ডিটেক্ট এবং ক্লিন করার প্রোগ্রাম। এ বছরই এন্টিভাইরাস কোম্পানীগুলি তাদের এন্টিভাইরাস প্রোগ্রামগুলি মার্কেটিং শুরু করে। যদিও প্রাথমিকভবে প্রচারই ছিল তাদের প্রধান লক্ষ্য। এ সময় এ প্রোগ্রামগুলি তারা অতি অল্পদামে (৫ থেকে ১০ ডলার) বা কখনো কখনো ফ্রি দিতো। আর এভাবেই শুরু হলো ইঁদুর বেড়ালের যুদ্ধ। এক দিকে তৈরি হতে থাকে নতুন নতুন ভাইরাস আর অন্যদিকে এন্টিভাইরাসের আপডেট ভার্সন।
১৯৮৯ সাল। ঘটনা মোড় নিলো অন্য দিকে। নাম পরিচয় বিহীন একজন Fu Manchu ভাইরাস পাঠালেন বিট্রেনের একজন ভাইরাস রিসার্চারের কাছে এবং আরো ৪০৫ টি ভাইরাস পাঠানো হলো অন্য একদল ভাইরাস রিসার্চার এর কাছে। এ সময় বিট্রেনের একজন ভাইরাস রিসার্চার ভয়ঙ্কর এক ভাইরাস লিখে পাঠালেন আরএক ব্রিটিশ ভাইরাস রিসার্চার এর কাছে। শুরু হলো ভাইরাস তৈরির এক ভয়ঙ্কর প্রতিযোগিতা। এ সময়ই প্রথম বুলগেরিয়ানরা ও পরে রাশিয়ানরা ভাইরাস লেখায় নিজেদের অগ্রযাত্রা আরম্ভ করে। ঐ বছর মার্চের দিকে হল্যান্ডে তৈরি হলো আরো এক ধরনের ভাইরাস। একজন ডাচ্‌ (যে নিজেকে Fred Vogel নামে পরিচয় দিল) একজন ব্রিটিশ ভাইরাস রিসার্চারের সাথে যোগাযগ করে জানালেন যে সে তার হার্ডডিস্ক জুড়ে ভাইরাস দেখতে পেয়েছে। ভাইরাসটি নিজেকে Data Crime virus নামে পরিচয় দিচ্ছে। সে আরো দঃশ্চিন্তা গ্রস্ত এই ভেবে যে ভাইরাসটি নাকি পরবর্তী মাসের ১৩ তারিখে আক্রমণ করবে। শুরু হলো রিসার্চ। রেজাল্ট এলো এ ভাইরাসটি ১২ই অক্টোবরের পরে যে কোনো দিন লো লেভেল ফরমেটেড হার্ডডিস্কের জিরো সিলিন্ডারে আক্রমণ করে এর File Allocation Table নষ্ট করে ফেলতে পারে।
১৯৯০ সাল। Mark Washburn একদিন Vienna ভাইরাস নিয়ে গবেষণার এক পর্যায়ে Polymorphic ভাইরাস নামে নতুন একটি ভাইরাস তৈরি করেন, যেটি ডিটেক্ট করতে এন্টি ভাইরাস ভেন্ডরগুলিকে মোটামুটি হিমসিম খেতে হয়।
এ বছরই Symantec কর্পোরেশন Norton Antivirus এর অগ্রযাত্রা শুরু করে। এর পর থেকে প্রতিদিন একদিকে যেমন ভাইরাসের সংখ্যা বাড়তে থাকে তেমনি অন্যদিকে এন্টিভাইরাস কোম্পানীগুলিও তাদের এন্টিভাইরাস প্রোগ্রামগুলি আপডেট করতে থাকে। ১৯৯০ সালের ডিসেম্বরে যেখানে ভাইরাসের সংখ্যা ছিল ২০০ থেকে ৩০০ সেখানে ১৯৯১ সালের ডিসেম্বরে এর সংখ্যা দাঁড়ায় ১০০০ এ। আবার ১৯৯৬ সালে যেখানে ভাইরাসের সংখ্যা ছিল ১০০০০ সেখানে ১৯৯৮ সালে এর সংখ্যা দাঁড়ায় ২০০০০ এবং ২০০০ সালে এর সংখ্যা দাঁড়ায় ৫০০০০ এ। এভাবে প্রত্যেক দিনই বাড়ছে ভাইরাসের সংখ্যা।
ইনফেক্টেড সিম্পট্‌ম ভাইরাস ইনফেক্টেডে আপনার সিস্টেমে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এদের মধ্যে উল্লেখযোগ্য উপসর্গ গুলি হচ্ছে-
১. আপনার সিস্টেমটি স্লো হয়ে যেতে পারে।
২. সিস্টেমে ঘন ঘন ইলিগাল অপারেশন ম্যাসেজ দিতে পারে।
৩. হার্ডডিস্কে ফ্রি স্পেসের পরিমাণ কমে যেতে পারে।
৪. ভাইরাস অ্যাফেক্টেড ফাইলটি সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে।
৫. হার্ডডিস্কের পার্টিশন ভেঙ্গে যেতে পারে।
৬. কখনো কখনো ভাইরাসটি তার পরিচয় সূচক ম্যাসেজ দেখাতে পারে।
৭. এমনকি সিস্টেমের বায়োসটি পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে।
ভাইরাস প্রোটেকশন
ভাইরাস প্রতিকারের চাইতে প্রতিরোধই শ্রেয়। কারণ ভাইরাস আপনার সিস্টেমে একবার প্রবেশ করলে এর কার্যক্রম শুরু না করলেও নিজেকে আপনার সিস্টেমের গুরুত্বপূর্ণ ফাইলের সাথে অ্যাটাচড করতে থাকে। আর এ ভাইরাস দুই ভাবে আপনার সিস্টেমে আত্নপ্রকাশ করতে পারে। এদের প্রথমটি হচ্ছে অ্যাটাস্টম্যান্ট এবং দ্বিতীয়টি হচ্ছে ইনফেক্ট।
সাধারনত এন্টিভাইরাস প্রোগ্রামই এর একমাত্র প্রতিরোধক বা প্রতিশেধক। আর এ ধরনের এন্টিভাইরাস প্রোগ্রাম আপনার সিস্টেমে অ্যাকটিভ রেখে আপনার সিস্টেমকে ভাইরাসের হাত থেকে মুক্ত রাখতে পারেন। আর আপনার সিস্টেমটি যদি পূর্বেই ভাইরাস এফেক্টেড হয়ে থাকে তবে দেরি না করে আজই লাষ্ট আপডেটেড এন্টিভাইরাস প্রোগ্রাম দ্বারা আপনার সিস্টেমটি স্ক্যান করে নিন।

লেখকের নাম – আরিফুজ্জামান চঞ্চল

উইন্ডোজ ৭ এর ৭ টি প্রয়োজনীয় টিপস..!

উইন্ডোজ ৭ এর ৭ টি প্রয়োজনীয় টিপস..!
উইন্ডোজ ৭ এর ৭ টি প্রয়োজনীয় টিপস...!


উইন্ডোজ ৭ বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম। তবে কয়েকটি সেটিংস ও কিবোর্ড শর্টকাট জানা থাকলে এটি ব্যবহার করে কাজ করা আরো বেশি সহজ ও আরামদায়ক হয়ে উঠে। এখানে উইন্ডোজ ৭ এর ৭ টি প্রয়োজনীয় টিপস এবং ট্রিকস সম্পর্কে জানানো হলো যেগুলো ব্যবহার করে আপনি এই অপারেটিং সিস্টেমটি আরো ভালো ভাবে ব্যবহার করতে পারবেন।
১। কম্পিউটারের কোনো ফাইল মুছে ফেলার পর তা Recycle Bin এ জমা হয়। প্রয়োজন হলে পরবর্তীতে এখান থেকে ফাইল Restore করা যায়। তবে আপনি যদি চান ফাইলটি Recycle Bin এ জমা না হয়ে স্থায়ীভাবে ডিলিট হয়ে যাক সেক্ষেত্রে আপনি DEL Key না চেপে Shift+Del দিয়ে তারপর Shift+Enter দিয়ে কনফার্ম করতে পারেন।
২। Windows Explorer ওপেন করতে গেলে আপনার ঐ আইকনের উপর ক্লিক করতে হয় কিংবা ফাইল ব্রাউজ করার জন্য My Computer এ যেতে হয়। এ কাজকে দ্রুত করার জন্য আপনি Windows Logo+E Press করে খুব সহজে সাথে সাথে Windows Explorer ব্রাউজার খুলে ফেলতে পারেন।
৩। উইন্ডোজে অনেকগুলো মেনু শর্ট কার্ট রয়েছে। তবে By Default কিছু লুকানো শর্ট কার্ট মেনুও থাকে। এগুলো কে চালু করার জন্য Control Panel > Ease of Access Center > Change how your keyboard works এ যাবেন। এরপর “Underline keyboard shortcuts and access keys,” এর পাশের বক্স এ ক্লিক করবেন। তারপর OK or Apply বাটন দিয়ে সেইভ করে দিবেন।
৪। Windows splash screen Disable করে দিলে আপনার মোট বুট টাইমের কয়েক সেকেন্ড বেঁচে যেতে পারে। এর জন্য Windows Logo+R press করুন তারপর msconfig টাইপ করুন। এর অধীনে Boot tab এর No GUI boot এর পাশের বক্সে ক্লিক করে ওকে করুন।
৫। আপনি অফিস, লাইব্রেরি, ক্যাফে যেখানেই থাকেন না কেনো মাঝে মাঝে খুব দ্রুত উইন্ডোজ লক করার প্রয়োজন হয়। এক্ষেত্রে Windows Logo+L শর্ট কার্ট ব্যবহার করুন।
৬। কম্পিউটারে লুকানো files, folders, and drives দেখার জন্য Windows search box ওপেন করে folder টাইপ করুন। folder অপশনের View tab এ যান। Hidden files and folders এর অধীনে Show hidden files, folders, and drives অপশনের পাশের বক্সে ক্লিক করুন।
৭। একসাথে অনেকগুলো ফাইলকে Rename করতে চাইলে সবগুলো ফাইলকে highlight করে F2 key চাপুন। প্রথম ফাইলটিকে Rename করে Enter বাটন চাপুন। এতে আপনার প্রতিটা ফাইল Rename হয়ে যাবে এবং প্রতিটা ফাইলের শেষে ব্র্যাকেট চলে আসবে। আপনি চাইলে Ctrl+Z দিয়ে আবার Rename undo করতে পারবেন।
তথ্য সূত্রঃ সি নেট ডট কম

কখনো কখনো টিভি স্ক্রিনে কিছু নম্বর লেখা দেখা যায়, এই নম্বরের অর্থ কী? এই নম্বর কেন টিভিতে আসে ?

কখনো কখনো টিভি স্ক্রিনে কিছু নম্বর লেখা দেখা যায়, এই নম্বরের অর্থ কী? এই নম্বর কেন টিভিতে আসে ?
কখনো কখনো টিভি স্ক্রিনে কিছু নম্বর লেখা দেখা যায়, এই নম্বরের অর্থ কী?
এই নম্বর কেন টিভিতে আসে ?





যখন আমরা টিভি দেখি, তখন অনন্য এক নম্বর এলোমেলোভাবে স্ক্রিনে উপস্থিত হয় যা 000-8769-1545-99 আকারে থাকে। এই নম্বরটি স্বয়ংক্রিয়ভাবে উপস্থিত হয় এবং আমাদের স্ক্রিনে অদৃশ্য হয়ে যায়। এই সংখ্যার কারণে, আমাদের বিভিন্ন প্রোগ্রাম বা লাইভ ম্যাচ দেখতে সমস্যা হয়। তবে আপনি কি কখনও ভেবে দেখেছেন যে এই সংখ্যার অর্থ কী এবং কেন এটি আমাদের পর্দায় ঘন ঘন প্রদর্শিত হয়? এগুলি ছাড়াও যে কেউ এই নম্বরের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছাতে পারবেন। যদি আপনি এই প্রশ্নের উত্তরগুলি অবহিত থাকেন তবে এই নিবন্ধটি পড়ার পরে আপনি জানতে পারবেন যে টিভি পর্দায় প্রদর্শিত অনন্য সংখ্যার অর্থ কী এবং এই নম্বরটির মাধ্যমে কেউ কীভাবে আপনার বাড়িতে পৌঁছতে পারে?

টিভি স্ক্রিনে এলোমেলোভাবে প্রদর্শিত যে অনন্য নম্বরটি, আমরা যখন টিভি দেখি তখন বিভিন্ন ব্যবহারকারীর পক্ষে আলাদা। আপনি এটি স্বয়ংক্রিয়ভাবে চেক করতে পারেন। পরের বার আপনি যখন কোনও প্রোগ্রাম দেখছেন, তারপরে আপনার টিভির পর্দায় প্রদর্শিত অনন্য নম্বরটি নোট করুন, এখন আপনার বন্ধুটিকে তাত্ক্ষণিকভাবে তার টিভিতে একই প্রোগ্রামটি দেখতে বলুন এবং তার টিভি স্ক্রিনে প্রদর্শিত অনন্য নম্বরটি নোট করতে বলুন। আপনি দেখতে পাবেন যে টিভি পর্দায় প্রদর্শিত উভয় অনন্য নম্বর একে অপরের থেকে পৃথক। এর কারণ হ'ল পৃথক পৃথক সংখ্যাগুলি বিভিন্ন সেট টপ বক্সগুলির জন্য তৈরি করা হয়। উদ্দেশ্য, যাতে কেউ স্ক্রিন রেকর্ড করে স্ট্রিম না করতে পারে।