শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

আর নয় ব্লুটুথ, এবার আসছে ডেটা ট্রান্সফারের নতুন প্রযুক্তি!

 

আর নয় ব্লুটুথ, এবার আসছে ডেটা ট্রান্সফারের নতুন প্রযুক্তি!


ল্যাপটপ, স্মার্টফোন ও স্মার্টওয়াচের মতো ব্যক্তিগত ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সফারের জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্লুটুথ। কারণ এই প্রযুক্তি ডিভাইস নিরপেক্ষ। অ্যাপল, স্যামসাং বা এ ধরনের বড় ব্র্যান্ডের ডিভাইসগুলোর ডেটা ট্রান্সফারের নিজস্ব অ্যাপ্লিকেশন রয়েছে।

এসব অ্যাপ্লিকেশন ওয়াইফাই, ব্লুটুথ অথবা ক্লাউড সার্ভিস ব্যবহার করে।কিন্তু আল্ট্রা-ওয়াইড ব্যান্ড (ইউডব্লিউবি) এমন একটি প্রযুক্তি যেটিতে এসবের ওপর নির্ভর করার দরকার নেই। এই প্রযুক্তি কাছাকাছি দূরত্বে দুর্দান্ত গতিতে ডেটা ট্রান্সফার করতে পারে।

গুগলের ডিভাইসে এখন এই প্রযুক্তি ব্যবহারের পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, সামনের ক্রোমবুকগুলোতে ব্লুটুথ মডিউল রাখাই হবে না। পিক্সেল ওয়াচ ২–এ ইউডব্লিউবি মডিউল থাকবে বলে গুঞ্জন রয়েছে।


শেয়ার করুন

Author:

মাহিন মাহবুব উল্লাহ—একজন মানবিক ও প্রযুক্তিপ্রেমী তরুণ, যিনি লেখালেখি, স্বেচ্ছাসেবকতা ও আইটি পেশায় সক্রিয়। ময়মনসিংহে জন্ম, ডিপ্লোমা করেছেন কম্পিউটার সায়েন্সে; পড়ছেন আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটিতে। বর্তমানে কর্মরত ওয়ালটন কর্পোরেট অফিসের আইটি বিভাগে। জাতীয় ও সামাজিক পর্যায়ে স্বেচ্ছাসেবকতার জন্য পেয়েছেন একাধিক সম্মাননা। পাশাপাশি টেক ব্লগিং ও অনলাইন কনটেন্টে রয়েছে তাঁর সক্রিয় উপস্থিতি।

0 coment rios: