Smart Phone Tips লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Smart Phone Tips লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

পুরোনো মোবাইল ফোন কাজে লাগানোর উপায়!

 পুরোনো মোবাইল ফোন কাজে লাগানোর উপায়!

 পুরোনো মোবাইল ফোন কাজে লাগানোর উপায়!


বাজারে পছন্দের ব্র্যান্ডের ফোন এলেই সেটি কেনার জন্য অস্থির হয়ে ওঠেন অনেকে। এক্ষেত্রে আগের ফোনটি বিক্রি করে দেন কিংবা ঘরেই ফেলে রাখেন। ব্যবহৃত মোবাইল ফোন বিক্রি করা মোটেই নিরাপদ নয়, নানান ঝামেলায় পড়তে হয়। এক্ষেত্রে পুরোনো ফোনটিকে বিভিন্নভাবে কাজ লাগাতে পারেন।

এই যেমন ধরুন, পুরোনো মোবাইল ফোনটিকে ঘরের সিসি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারেন। বই বা জরুরি পিডিএফ স্টোরের কাজেও ব্যবহার করতে পারেন। আবার চাইলে এটিকে ডিজিতাল একটি ফটোফ্রেম বানিয়ে নিতে পারেন।

স্মার্টফোন ছাড়াও ঘরে যদি পুরোনো ট্যাবলেট থাকে তবে এটি আরও ভালো হবে। অর্থাৎ এখন আপনি আপনার ট্যাবলেট বা স্মার্টফোনকে ডিজিটাল ফ্রেমে পরিণত করতে পারবেন। এই ডিজিটাল ফ্রেমে আপনি যত খুশি ছবি রাখতে পারবেন। এই ফটোগুলি সময়ে সময়ে অটোমেটিকভাবে পরিবর্তিত হতে থাকবে।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে পুরোনো মোবাইল ফোনটিকে ডিজিটাল ফ্রেম বানাবেন-

>> গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েডে ফটো-ডিজিটাল ফটো ফ্রেম ইনস্টল করুন এবং আইওএসে ডিভাইসে লাইভফ্রেম ইনস্টল করুন।

>> এবার অ্যাপটি বিভিন্ন বিবরণ চাইবে, তা পূরণ করুন।

>> এবার স্ক্রিনে কিছু ছবি সিলেক্ট করুন, এতে আপনি ফোনের গ্যালারি বা ক্লাউড স্টোরেজ থেকে ফটো কানেক্ট করতে পারবেন।

>> ফটো সিলেক্ট করার পর, আপনি এটিতে আপনার পছন্দের যে কোনো মিউজিক সেট করতে পারবেন।

>> ছবির সময় কাস্টমাইজ করতে পারবেন এবং আপনার পছন্দের মিউজিক ভলিউম সিলেক্ট করতে পারবেন।


দুর্দান্ত ডিজাইনের স্মার্টফোন আনল নকিয়া!

দুর্দান্ত ডিজাইনের স্মার্টফোন আনল নকিয়া!

 

দুর্দান্ত ডিজাইনের স্মার্টফোন আনল নকিয়া!


স্মার্টফোন ছাড়া বর্তমান যুগ অচল। এই বিষয়টিকে মাথায় রেখেই একের পর এক ফোন লঞ্চ করছে কোম্পানিগুলো। স্যামসাং, রেডমি, ভিভোর মতো কোম্পানিগুলো গ্রাহককে চমকে দেওয়ার মতো ফোন আনছে বাজারে।

তবে এবার চমক দেখাবে নোকিয়া। দুর্দান্ত একটি স্মার্টফোন লঞ্চ করতে কোম্পানিটি। মডেলের নাম নকিয়া ৬৩১০ ৫জি (Nokia 6310 5G)। দুর্দান্ত এই স্মার্টফোনটির ভিতর মিলবে ৪জিবি র‍্যাম এবং ৬জিবি র‍্যামের মতো অপশন। আরও থাকবে ওয়াইফাই, ব্লুটুথের মতো ফিচারগুলোও।

এই স্মার্টফোনের ভিতরে একটি ৪.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে। এছাড়াও এই স্মার্টফোনে কিউডাব্লুআরটিই কীপ্যাড দেখতে পাবেন। থাকছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইনস্টলের সুযোগ।

মোবাইলের অপারেটিং সিস্টেমের কথা বলতে গেলে ফোনটিতে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম দেখতে পাবেন। এতে থাকছে অক্টা-কোর প্রসেসর, ১.৫ গিগাহার্জ প্রসেসর। আরও থাকবে ৩৪ মেগাপিক্সেল এলইডি ফ্ল্যাশ লাইটসহ শক্তিশালী ব্যাক ক্যামেরা। সেলফি বা ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা।

এই স্মার্টফোনে রয়েছে ৮০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। এ ছাড়াও বলা হচ্ছে এতে টাইপ সি চার্জিং সকেট থাকতে পারে, পাশাপাশি এতে যেকোনো চার্জিং সুবিধাও দেখা যাবে।

মোবাইলটির দাম কত হতে পারে? ধারণা করা হচ্ছে এই স্মার্টফোনের দাম আনুমানিক ২৬০০০ টাকা হতে পারে। যদিও আসল দামের তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।




ইউটিউব অ্যাপে সমস্যা দেখা দিলে সমাধানের উপায়!

 ইউটিউব অ্যাপে সমস্যা দেখা দিলে সমাধানের উপায়!

 

ইউটিউব অ্যাপে সমস্যা দেখা দিলে সমাধানের উপায়!



ভিডিও শেয়ারিং এর জন্য পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সাইট হচ্ছে ইউটিউব। নান রকম আলোচনা-সমালোচনা ও গবেষণা হচ্ছে প্রতিনিয়ত তাকে ঘিরে। সম্প্রতি একটি গবেষণায় বলা হয়েছে, ব্যবহারকারীরা নিজস্ব অ্যাকাউন্টের মাধ্যমে ভিডিও দেখা এবং আপলোডের সুবিধা পান বলেই ইউটিউব এত দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। 

সেই সাথে পছন্দের যে কোনো শিল্পীদের মিউজিক ভিডিও দেখা এবং শোনার সুযোগ পান বলেও ইউটিউবে নিয়মিত সময় কাটান এর ব্যবহারকারীরা। ইউটিউব ব্যবহারকারীদের জন্য এতো সুবিধা নিয়ে আসলেও অনেক সময় দেখা যায় আইফোন কিংবা এন্ড্রয়েড ফোনে ইউটিউব অ্যাপ হঠাৎ সমস্যার সম্মুখীন হয়। সাধারনত মোবাইল অ্যাপে সমস্যা জনিত কারনে কিংবা মোবাইল ফোনে সিস্টেমে কোনো প্রকার সমস্যা দেখা দিলে এ সমস্যা হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যা সমাধান করা খুবই সহজ। 

ইউটিউব অ্যাপ সঠিক ভাবে কাজ না হবার মূল কারন গুলোর মধ্যে ফোন গরম হয়ে যাওয়া, ইউটিউবের ক্যাশে ত্রুটি থাকা, ভিপিএন ইউটিউবের সাথে না মেলা কিংবা স্টোরেজ ফুরিয়ে যাওয়া অন্যতম। আমাদের আজকের আর্টিকেলে আমরা ইউটিউব অ্যাপ ক্র‍্যাশ হওয়ার খুঁটিনাটি কারন সম্পর্কে এবং সেগুলো সমধান করার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। 

ইউটিউব অ্যাপ বন্ধ করে পুনরায় চালু করা

আপনি যদি আপনার ফোনে ইউটিউব অ্যাপ বন্ধ করে পুনরায় চালু করতে গিয়ে ব্যর্থ হচ্ছেন তাহলে জোর পূর্বক অ্যাপটি বন্ধ করে দেখতে পারেন। একে ফোর্স কুইট বলা হয়। এটি আপনার ইউটিউব অ্যাপ ক্রাশ হওয়া থেকে রক্ষা করতে পারে। নাম থেকেই বোঝা যাচ্ছে যে জোর পূর্বক বন্ধ করা জিনিসটি আপনার ইউটিউব অ্যাপ এর সকল ফাংশন জোর পূর্বক বন্ধ করে দিবে। যখন রেগুলার অ্যাপ রিস্টার্ট কাজ করছে না তখন এটি অনেকাংশে উপযুক্ত হয়ে উঠে। তবে খেয়াল রাখবেন যে শুধুমাত্র এন্ড্রয়েড আপনাকে জোর পূর্বক বন্ধের সুবিধা প্রদান করবে। আইফোনে নরমাল নিয়মে বন্ধ করে চালু করতে হবে।

এন্ড্রয়েডের ক্ষেত্রে জোর পূর্বক বন্ধের উপায়-

  • আপনার ফোনের অ্যাপ ড্রয়ার ওপেন করে ইউটিউব খুঁজে বের করুন। এরপর সেই অ্যাপটিতে ট্যাপ করে হোল্ড করে রাখুন।
  • এবার মেনু থেকে অ্যাপ ইনফো অন করুন।
  • পরবর্তী স্ক্রিন থেকে ফোর্স স্টপ অপশনে ট্যাপ করুন।
  • এবার যে প্রমট্ সামনে আসবে সেটি থেকে ফোর্স স্টপ নির্বাচন করুন।
  • এবার আপনার ফোনে পুনরায় ইউটিউব চালুন করতে পারবেন।

আইফোন অথবা এন্ড্রয়েড ফোনকে ঠান্ডা হতে দিন

যদি আপনার আইফোন কিংবা এন্ড্রয়েড ফোন (স্যামসাং, গুগল পিক্সেল, ওয়ানপ্লাস কিংবা অন্য কোনো ব্রান্ড) অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে সেটি আপনার ফোনের ফাংশনে সমস্যা তৈরি করতে পারে। এছাড়াও আপনার ফোনে ইন্সটল করা অ্যাপ সমূহ ম্যালফাংশন করার সম্ভাবনা থেকে যায়। ইউটিউব ক্রাশ হওয়ার সমস্যাটি আপনার ফোন অতিরিক্ত গরম হবার কারনেও হতে পারে।

এ সমস্যার জন্য আপনার ফোন ঠান্ডা হয়ে গেলে ইউটিউব কিংবা অন্যান্য অ্যাপ ওপেন করার চেষ্টা করুন। যখন আপনার ফোন ঠান্ডা হয়ে যাবে তখন আপনার ফোনে ইউটিউব সহ বাকি সকল অ্যাপই সাবলীল ভাবে কোনো প্রকার সমস্যা ছাড়া চালানো সম্ভব হবে।

ভিপিএন অফ করে সমস্যা নিরুপন করা

ভিপিএন এর মাধ্যমে আপনার ফোনের ট্রাফিক থার্ড পার্টি সফটওয়্যার দ্বারা প্রভাবিত করা যায়। এতে করে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের দেওয়া রেস্ট্রিকশন গুলো বাইপাস করা সম্ভব হবে। মাঝে মধ্যে আপনার ভিপিএন সার্ভিস ইউটিউব অ্যাপের সাথে ভালো ভাবে কাজ নাও করতে পারে। এতে করে ইউটিউব অ্যাপ প্রত্যাশিতভাবে কাজ করা বন্ধ হয়ে যেতে পারে। 

এজন্য আপনার ভিপিএন সার্ভিস অফ করে দেখতে পারেন যে আপনার সমস্যার সমাধান হচ্ছে কি না। এটির জন্য আপনার ভিপিএন সার্ভিস ওপেন করে টগল অফ করে পুনরায় ইউটিউব ওপেন করে আপনার সমস্যা সমাধান করে নিতে পারেন। যদি আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যান তাহলে আপনার ভিপিএন নতুন করে কনফিগার করে নিতে হবে অথবা নতুন ভিপিএন অ্যাপ ব্যবহার করতে হবে।

স্মার্টফোনের যথাযথ পারমিশন প্রদান

অন্যান্য সকল অ্যাপের মতো ইউটিউবও আপনার ফোনের কিছু ফাংশনের পারমিশন চেয়ে থাকে। আপনি কিংবা অন্য কেউ যদি ইউটিউবে এ সকল পারমিশন অফ করে দেন তাহলে ইউটিউব অ্যাপ ক্রাশ করতে পারে। এজন্য অ্যাপ পারমিশন সেকশন রিভিউ করে আপনার ফোনে ফাংশন করার জন্য যে সকল পারমিশন দেওয়া দরকার সেগুলো চালু করুন। 

এন্ড্রয়েডের ক্ষেত্রে 

  • আপনার ফোনের অ্যাপ ড্রয়ার ওপেন করে ইউটিউব খুঁজে বের করুন। এরপর সেই অ্যাপটিতে ট্যাপ করে হোল্ড করে রাখুন।
  • এবার মেনু থেকে অ্যাপ ইনফো অন করুন।
  • পরবর্তী স্ক্রিন থেকে পারমিশন অপশন নির্বাচন করুন।
  • এবার অ্যাপটিতে যে সকল পারমিশন দেওয়া দরকার সেগুলো অন করে দিন।

আইফোনের ক্ষেত্রে

  • আইফোনের সেটিংস অ্যাপ লঞ্চ করুন।
  • এবার সেটিংস থেকে ইউটিউব অপশন খুঁজে বের করে সেটি সিলেক্ট করুন।
  • এবার ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ এর সাথে সাথে মোবাইল ডাটা অপশন চালু করুন।

এন্ড্রয়েড অথবা আইফোনের ফোন স্টোরেজ ফাঁকা করা

আপনার এন্ড্রয়েড কিংবা আইফোনের ফোন স্টোরেজ যদি ফাকা না থাকে তাহলে সেটি আপনার ইউটিউব  অ্যাপ ক্রাশ করার একটি অন্যতম কারন হতে পারে। ইউটিউব অ্যাপ ফাংশন করার জন্য একটি নির্দিষ্ট পরিমান জায়গার প্রয়োজন যাতে করে সেখানে ইউটিউবের টেম্পরারি ফাইল সংরক্ষন করে রাখা যায়। আপনার ফোনে যদি পর্যাপ্ত পরিমান জায়গা না থাকে তাহলে ইউটিউব ফাংশন করতে পারে না।

এন্ড্রয়েড অথবা আইফোনের ফোন স্টোরেজ ফাঁকা করা

আপনার এন্ড্রয়েড কিংবা আইফোনের ফোন স্টোরেজ যদি ফাকা না থাকে তাহলে সেটি আপনার ইউটিউব  অ্যাপ ক্রাশ করার একটি অন্যতম কারন হতে পারে। ইউটিউব অ্যাপ ফাংশন করার জন্য একটি নির্দিষ্ট পরিমান জায়গার প্রয়োজন যাতে করে সেখানে ইউটিউবের টেম্পরারি ফাইল সংরক্ষন করে রাখা যায়। আপনার ফোনে যদি পর্যাপ্ত পরিমান জায়গা না থাকে তাহলে ইউটিউব ফাংশন করতে পারে না।

স্মার্টফোনে ইউটিউব আপডেট করা

ইউটিউব প্রতিনিয়ত তাদের এপে নতুন নতুন আপডেট নিয়ে আসে যার মাধ্যমে সকল প্রকার বাগ সংশোধন থেকে শুরু করে নতুন ফিচার এসে থাকে। আপনি যদি একটা আউট ডেটেড ইউটিউব অ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে সেটি ভালোভাবে ফাংশন নাও করতে পারে। আপনি লেটেস্ট ভার্শনে ইউটিউব অ্যাপ আপডেট করে এ সমস্যা থেকে পরিত্রান পেতে পারেন। 

এন্ড্রয়েডের ক্ষেত্রে 

  • আপনার এন্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর চালু করুন।
  • ইউটিউব খুঁজে বের করুন। 
  • সার্চ রেজাল্টের পাশে থাকা আপডেট বাটনে ক্লিক করুন।

আইফোনের ক্ষেত্রে

  • আপনার আইফোনে অ্যাপ স্টোর চালু করুন। 
  • নিজের প্রোফাইলে ক্লিক করে আপডেট সেকশনে যান।
  • এই লিস্টে থাকা ইউটিউবের পাশে আপডেট অপশনে ক্লিক করে ইউটিউব আপডেট করুন।

আনইন্সটল করে পুনরায় ইউটিউব ইন্সটল করা

আপনি যদি এসকল উপায়েও আপনার ইউটিউবের সমস্যা সমাধান না করতে পারেন তাহলে ইউটিউব অ্যাপ আন ইন্সটল করে পুনরায় ইন্সটল করে দেখতে পারেন। এটি করার মাধ্যমে আপনি ইউটিউবের সকল প্রধান ফাইল গুলো ডিলিট করে নতুন ফাইল নামিয়ে নিবেন। এর ফলে আপনার ইউটিউব অ্যাপ এর প্রধান ফাইল গুলোর কোনো একটিতে যদি সমস্যা থেকে থাকে তাহলে সেটির সমাধান হয়ে যাবে। 

তবে খেয়াল রাখবেন যে বেশির ভাগ এন্ড্রয়েড ফোনেই ইউটিউব একটি স্টক অ্যাপ হিসেবে থাকে বিধায় সম্পূর্ণ রূপে আপনি আপনার ডিভাইস থেকে ইউটিউব অ্যাপ সরাতে পারবেন না। তবে আপনি যদি আইফোন ব্যবহারকারীরা হয়ে থাকেন তাহলে খুব সহজেই ইউটিউব আপনার ফোন থেকে সম্পূর্ণ পরিমানে মুছে ফেলে পুনরায় ডাউনলোড করে নিতে পারবেন।

যেকোনো অ্যাপ ক্রাশ হওয়া খুবই সাধারণ একটি সমস্যা। তবে এ সমস্যায় বিচলিত না হয়ে খুব সহজেই আপনি ঘরে বসে সমাধান করতে পারবেন। আমাদের এই আর্টিকেলটি আপনাদের জন্য কতটুকু সহায়তা করেছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারবেন। 

আর নয় ব্লুটুথ, এবার আসছে ডেটা ট্রান্সফারের নতুন প্রযুক্তি!

   আর নয় ব্লুটুথ, এবার আসছে ডেটা ট্রান্সফারের নতুন প্রযুক্তি!

 

আর নয় ব্লুটুথ, এবার আসছে ডেটা ট্রান্সফারের নতুন প্রযুক্তি!


ল্যাপটপ, স্মার্টফোন ও স্মার্টওয়াচের মতো ব্যক্তিগত ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সফারের জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্লুটুথ। কারণ এই প্রযুক্তি ডিভাইস নিরপেক্ষ। অ্যাপল, স্যামসাং বা এ ধরনের বড় ব্র্যান্ডের ডিভাইসগুলোর ডেটা ট্রান্সফারের নিজস্ব অ্যাপ্লিকেশন রয়েছে।

এসব অ্যাপ্লিকেশন ওয়াইফাই, ব্লুটুথ অথবা ক্লাউড সার্ভিস ব্যবহার করে।কিন্তু আল্ট্রা-ওয়াইড ব্যান্ড (ইউডব্লিউবি) এমন একটি প্রযুক্তি যেটিতে এসবের ওপর নির্ভর করার দরকার নেই। এই প্রযুক্তি কাছাকাছি দূরত্বে দুর্দান্ত গতিতে ডেটা ট্রান্সফার করতে পারে।

গুগলের ডিভাইসে এখন এই প্রযুক্তি ব্যবহারের পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, সামনের ক্রোমবুকগুলোতে ব্লুটুথ মডিউল রাখাই হবে না। পিক্সেল ওয়াচ ২–এ ইউডব্লিউবি মডিউল থাকবে বলে গুঞ্জন রয়েছে।

বিদায় ‘মেসেঞ্জার লাইট’

বিদায় ‘মেসেঞ্জার লাইট’

 

বিদায় ‘মেসেঞ্জার লাইট’


সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা ইনস্ট্যান্ট মেসেজিং সেবা ‘মেসেঞ্জার’ এর লাইট সংস্করণ স্মার্টফোন থেকে চিরতরে বিদায় নিচ্ছে। আইফোনের পর এবার অ্যান্ড্রয়েডেও বন্ধ হচ্ছে এই ম্যাসেজিং অ্যাপ। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি সরিয়ে নিয়েছে মেটা। এর ফলে নতুন ব্যবহারকারীরা ‘মেসেঞ্জার লাইট’ ইনস্টল করতে পারছেন না। খবর ডিবিসি।

এক সময় ধীরগতির ইন্টারনেট এবং পুরনো বা নিম্ন স্পেসিফিকেশনের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য মেসেঞ্জারের “লাইট” সংস্করণ আনে ফেসবুক। অ্যাপটিতে বার্তা আদান-প্রদানের পাশাপাশি বেশ কিছু সুবিধা পাওয়া গেলেও মেসেঞ্জারের সকল সুবিধা ছিল না। তারপরও অনেকেই অ্যাপটি নিয়মিত ব্যবহার করতেন। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে এই অ্যাপ আর ব্যবহার করতে পারবেন না বর্তমান ব্যবহারকারীরাও। এখন এই অ্যাপ চালু করলেই তা ব্যবহারকারীকে সরাসরি মেসেঞ্জার বা ফেসবুকে নিয়ে যাচ্ছে। প্রযুক্তি বিষয়ক সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বর্তমানে অ্যাপটি চালু করলেই একটি বার্তা দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। বার্তায় ম্যাসেঞ্জার লাইট অ্যাপটি বন্ধের সিদ্ধান্ত জানানোর পাশাপাশি মেসেঞ্জারের মূল অ্যাপ ব্যবহারের অনুরোধ জানানো হচ্ছে।

অ্যাপ বিশ্লেষক কোম্পানি “ডেটা ডটএআই”-এর তথ্য অনুসারে, মেসেঞ্জার লাইট অ্যাপ সারা বিশ্বে প্রায় ৭৬ কোটিবার ডাউনলোড হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশিবার ডাউনলোড হয়েছে ভারতে। পরের অবস্থানে রয়েছে ব্রাজিল ও ইন্দোনেশিয়া। এই তালিকায় যুক্তরাষ্ট্র রয়েছে ৮ নম্বরে।

এর আগে ২০১৬ সালে মেসেঞ্জার লাইট অ্যাপ চালু করে ফেসবুকের মূল কোম্পানি মেটা। স্বল্প স্টোরেজের অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য এই অ্যাপ আনা হয়। এই অ্যাপে মেসেজিংয়ের জন্য অল্প কিছু প্রধান ফিচার আছে, যাতে অ্যাপটি কম পাওয়ার ও স্টোরেজ নিয়ে চলতে পারে।

অ্যাপলের ফোনের জন্যও মেসেঞ্জার লাইট চালু করা হয়েছিল। কিন্তু ২০২০ সালে মেটা সেটি বন্ধ করে দেয়।

ভিপিএন দিয়ে কি ইন্টারনেটের গতি বাড়ানো যায়?

   ভিপিএন দিয়ে কি ইন্টারনেটের গতি বাড়ানো যায়?

 

ভিপিএন দিয়ে কি ইন্টারনেটের গতি বাড়ানো যায়?


ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন, বর্তমানে এ সম্পর্কে জানে না এমন মানুষ কম। সরকারি বা প্রশাসনিক নিষেধাজ্ঞার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে এর চল রয়েছে। তবে অনেকের মনে প্রশ্ন জাগে ভিপিএন ব্যবহার করে কি ইন্টারনেটের গতি বাড়ানো যায়।

ভিপিএন ব্যবহারে অনলাইনে বাড়তি নিরাপত্তা পেলেও ইন্টারনেটের গতি অনেকটাই কম থাকে। কেননা এখানে ব্যবহারকারীকে অন্য চ্যানেলের মাধ্যমে যুক্ত করা হয়। গতির তারতম্যের বিষয়টি বেশ কয়েকটি জিনিসের ওপর নির্ভরশীল। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, ভিপিএন কি সত্যিই ইন্টারনেটের গতি বাড়াতে পারে, নাকি এটি ভুয়া। ভিপিএন কীভাবে কাজ করে সে সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে একটি সিকিউরিটি প্রটোকোল কীভাবে ইন্টারনেটের গতিতে প্রভাব ফেলবে সে বিষয়টি প্রশ্নের তৈরি করবে। এ বিষয়ে তথ্য দিয়েছে ক্লাউডওয়ার্ডস।

ভিপিএন ব্যবহারের সময় ইন্টারনেট ট্রাফিককে এনক্রিপশন বা সুরক্ষিত করার জন্য একটি রিমোট সার্ভারে পাঠানো হয়। এনক্রিপশনের কারণে ডিভাইসে ইন্টারনেট পৌঁছতে কিছুটা সময় বেশি লাগবে সেটাই স্বাভাবিক। এ কারণে ভিপিএন ব্যবহার করলে অধিকাংশ সময় নেটওয়ার্ক স্পিড সাধারণের চেয়ে কিছুটা কমে যায়। তবে সবসময় যে কম থাকে তা নয়। কিছু সময় ভিপিএন ব্যবহারের মাধ্যমে ইন্টারনেটের গতি বাড়ানোর তথ্যও পাওয়া গিয়েছে।