জানার আছে অনেক কিছু! লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জানার আছে অনেক কিছু! লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

একসঙ্গে ৪ ডিভাইসে হোয়াটসঅ্যাপ চালাবেন যেভাবে!

 একসঙ্গে ৪ ডিভাইসে হোয়াটসঅ্যাপ চালাবেন যেভাবে!

 একসঙ্গে ৪ ডিভাইসে হোয়াটসঅ্যাপ চালাবেন যেভাবে!


এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হচ্ছে হোয়াটসঅ্যাপ। প্রায় শতভাগ স্মার্টফোন ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। ব্যাপক জনপ্রিয়তা থাকার কারণে মেটার এই প্ল্যাটফর্মটিও দিনদিন নিজেকে আপডেট করে চলেছে।

গত কয়েকমাস ধরে হোয়াটসঅ্যাপের মাল্টি ডিভাইস ফিচারের বিটা টেস্টিং চলছিল। এবার সেই ফিচারই সব ব্যবহারকারীদের জন্য রোলআউট করা চালু হয়েছে। বিটা টেস্টিংয়ের ক্ষেত্রে বিষয়টি ছিল অনেকটা এরকম যে ব্যবহারকারীরা এই মাল্টি ডিভাইস ফিচার ব্যবহার করবেন নাকি করবেন না, সেটা তারা বেছে নেওয়ার সুযোগ পেতেন।

তবে এই হোয়াটসপ ফিচারের স্টেবল ভার্সানের রোলআউট শুরুর পর থেকে এই অপশন ভিত্তিক অর্থাৎ বেছে নেওয়ার কোনো ব্যাপার নেই। আপনাআপনিই সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ক্ষেত্রে এই ফিচার অ্যাক্টিভেট হয়ে যাবে।

ফলে একসঙ্গে চারটি বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ। বারবার লগইন করার জন্য স্মার্টফোন কানেক্ট করারও প্রয়োজন পড়বে না। অনেকেই একই সঙ্গে আমরা স্মার্টফোন ও পিসিতে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করি। তবে এই ফিচারের ফলে একসঙ্গে চারটি ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।

মাল্টি ডিভাইস সাপোর্ট ব্যবহারকারীদের নিজের স্মার্টফোন ছাড়াও আরও চারটি ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহারের অনুমতি দেয়। আর এই চারটি ডিভাইস অন্য কোনো স্মার্টফোন হবে না। অর্থাৎ একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কখনো একসঙ্গে দুটো ফোনে ব্যবহার করা যাবে না।

তবে ডেস্কটপ বা পিসি কিংবা ট্যাবে হোয়াটসঅ্যাপ ওয়েবের সাহায্যে ব্যবহার করা যাবে। এর আগের ক্ষেত্রে ব্যবহারকারীদের ফোনে সবসময় ইন্টারনেট কানেকশন থাকার প্রয়োজন ছিল। তবে এখন আর তারও প্রয়োজন নেই। ফোনে ইন্টারনেট না থাকলেও ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করতে পারবেন।

  • জেনে নিন কীভাবে মাল্টি ডিভাইস ফিচার ব্যবহার করবেন-
  • এই ফিচার ব্যবহারের জন্য প্রথমে ওয়েব ব্রাউজার থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
  • সেখানে একটি কিউআর কোড দেখা যাবে স্ক্রিনের উপর।
  • এরপর আপনার নিজের ফোনের হোয়াটসঅ্যাপ খুলুন।
  • এরপর উপরের ডানদিকে কোণে থাকা তিনটি ডটে ক্লিক করলে লিঙ্ক এ ডিভাইস (Link a Device) অপশন পাওয়া যাবে।
  • সেখানে ক্লিক করলে স্ক্রিনে থাকা কিউআর কোড স্ক্যানের সুযোগ পাবেন।
  • এরপর ওয়েব ভার্সানে হোয়াটসঅ্যাপ খুলে গেলে আপনি নিশ্চিন্তে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।

সারাদিন ব্যবহারেও ফুরাবে না ফোনের ব্যাটারি, মানলে এই নিয়ম!

 সারাদিন ব্যবহারেও ফুরাবে না ফোনের ব্যাটারি, মানলে এই নিয়ম!

 সারাদিন ব্যবহারেও ফুরাবে না ফোনের ব্যাটারি, মানলে এই নিয়ম!


অনেকেরই অভিযোগ স্মার্টফোনের আয়ু দ্রুত ফুরায়। এর কারণ অনেক। আজকাল প্রায় সব স্মার্টফোনেই একটি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার হয়। তুলনামূলক হালকা এই ব্যাটারিগুলো ব্যবহার করার কারণে স্মার্টফোন আরও পাতলা হয়েছে।ফোন দীর্ঘদিন ধরে ব্যবহার করতে থাকলে ক্রমশ ব্যাটারি ব্যাক আপ কমতে শুরু করে। কারণ প্রত্যেকবার আপনার ফোন চার্জ করলে ধীরে ধীরে ব্যাটারির আয়ু ও ক্ষমতা কমতে থাকে। তবে দীর্ঘদিন ধরে ফোনে লম্বা ব্যাটারি ব্যাক আপ পাবেন কীভাবে? জানুন এই প্রতিবেদনে।

০% অথবা ১০০% চার্জ দেবেন না
অনেকেই নিজের ফোন ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করেন। কিন্তু এতে ফোনের ব্যাটারির ক্ষমতা কমতে শুরু করে। তাই ফোনের ব্যাটারি কখনই সম্পূর্ণ চার্জ করবেন না। চেষ্টা করুন ৮০-৯০ শতাংশের মধ্যে চার্জিং বন্ধ করে দিতে। আপনি যদি ৬০ শতাংশ চার্জিংয়ের পরে চার্জিং বন্ধ করতে পারেন তবে আপনার ফোনের ব্যাটারি অনেক দিন লম্বা ব্যাক আপ দেবে। এছাড়াও ফোনের ব্যাটারি কখনই ০ শতাংশ পর্যন্ত ডিসচার্জ করবেন না। চেষ্টা করুন ৩০ শতাংশ চার্জের নিচে গেলে ফের চার্জ শুরু করে দিতে।

​রাতে চার্জিং বন্ধ করুন
অনেকেই রাতে ফোন চার্জে বসিয়ে ঘুমাতে যান। এর ফলে ফোনের ব্যাটারি ১০০ শতাংশ চার্জ হয়ে যাওয়ার পরেও চার্জার ফোনের সঙ্গে সংযুক্ত থাকে। এর ফলে ফোনের ব্যাটারি অনেকটা গরম হয়ে যায়। যা ব্যাটারির আয়ু অনেকটা কমিয়ে দেয়। সারা রাত ফোন চার্জে রাখলে কোন ঠাণ্ডা জায়গায় ফোন রাখার ব্যবস্থা করুন। এর ফলে ফোনের ব্যাটারি অতিরিক্ত গরম হওয়ার হাত থেকে মুক্তি পাবে।

​ধীরে চার্জ করুন
আজকাল প্রায় সব ফোনেই ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার হয়। এর ফলে ফোনের ব্যাটারি দ্রুত চার্জ হলেও ব্যাটারির আয়ু কমে যায়। তবে ধীরে ধীরে ফোনের ব্যাটারি চার্জ করলে দীর্ঘদিন ভালো ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে। সম্ভব হলে ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে ফোন চার্জ করুন। সময় বেশি লাগলেও ধীরে চার্জ হওয়ার কারণে বাড়বে ব্যাটারির আয়ু।

ওয়াফাই, ব্লুটুথ বন্ধ রাখুন
এক চার্জে বেশি সময় ব্যাক আপ পেতে ওয়াইফাই অথবা ব্লুটুথ ব্যবহার বন্ধ করুন। প্রত্যেকবার ফোনের ব্যাটারি চার্জ করার সময় ব্যাটারির আয়ু ধীরে ধীরে কমতে থাকে। তাই অকারণে ব্যাটারি অপচয় করে ফোনের ব্যাটারি অতিরিক্ত চার্জ করতে থাকলে দীর্ঘ সময়ে ব্যাটারির আয়ু কমে যাবে। তাই বাড়ি থেকে বেরনোর সময় ফোনের ওয়াইফাই বন্ধ করে নিন। অফিসে পৌঁছে ফের চালু করে নিন ওয়াইফাই। সারাদিন বাড়ির বাইরে থাকলে ফোনের ওয়াইফাই বন্ধ করে রাখুন। এর ফলে অনেকটা ব্যাটারি বেঁচে যাবে।

​লোকেশন সার্ভিস
আজকাল বিভিন্ন অ্যাপ সব সময় আপনার লোকেশন ট্র্যাক করতে থাকে। জিপিএস, ওয়াইফাই, ব্লুটুথ ও সেল টাওয়ারের মাধ্যমে অনবরত আপনার লোকেশনের তথ্য বিভিন্ন অ্যাপ ডেভেলপারের কাছে পৌঁছে যায়। তাই ব্যাটারি ব্যাক আপে উন্নতি করার জন্য এই অ্যাপগুলোকে শুধুমাত্র ব্যবহারের সময় লোকেশন ট্র্যাকিংয়ের অনুমতি দিন।

ব্রাইটনেস কমিয়ে দিন
অনেকেই স্মার্টফোন ডিসপ্লে অতিরিক্ত উজ্জ্বল করে রাখেন। আর ফোনের স্ক্রিনের ব্রাইটনেস সবথেকে বেশি ব্যাটারি ব্যবহার করে। তাই ফোনে বেশি ব্যাটারি ব্যাক আপের জন্য ডিসপ্লে ব্রাইটনেস কমিয়ে রাখুন।

এসব কৌশল ও নিয়ম মানলে আপনার ফোনের ব্যাটারির আয়ু বাড়বে।

স্মার্টফোনেই তোলা যাবে ডিএসএলআরের মতো ছবি!

স্মার্টফোনেই তোলা যাবে ডিএসএলআরের মতো ছবি!

স্মার্টফোনেই তোলা যাবে ডিএসএলআরের মতো ছবি!


কমবেশি সবারই আছে ছবি তোলার শখ। কোথাও ঘুরতে গেলে শুধু নিজের ছবিই নয়, আশপাশের প্রকৃতির ছবিও তোলেন। তবে হাতের ক্যামেরা না থাকায় ভালো ছবি তুলতে পারেন না। মাঝে মাঝেই ডিএসএলআরের অভাববোধ করেন।

তবে ডিএসএলআর কেনা সম্ভব হয় না অনেকেরই। এক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করলে স্মার্টফোনেই তুলতে পারবেন ডিএসএলআরের মতো ঝকঝকে ছবি। বর্তমানে অনেক স্মার্টফোনেই দেওয়া হচ্ছে অত্যাধুনিক ক্যামেরা। সেই সঙ্গে থাকছে অ্যাডভান্স সেটিংস অপশন।

স্মার্টফোনে ছবি তোলার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখুন। তাহলে আপনিও প্রফেশনাল ফটোগ্রাফারদের মতো ছবি তুলতে পারবেন। এজন্য যে কাজ গুলো করবেন এবং করবেন না জেনে নিন-

> ছবি তোলার ক্ষেত্রে আলো বুঝতে হবে। সবসময় ফ্ল্যাশ অন রাখবেন না। তাহলে ছবি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ছবির কালার টোন নষ্ট হয়ে যেতে পারে। এমনকি রাতে ছবি তোলার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে।

> ছবির আয়তন বুঝতে হবে। ছবির নেগেটিভ স্পেশ ভালোভাবে ব্যবহার করতে হবে। ধরুন ছবি তোলার ক্ষেত্রে কোনো নেগেটিভ স্পেশ তৈরি হচ্ছে সেই স্পেশ কীভাবে ভালোভাবে ব্যবহার করবেন তা খেয়াল রাখতে হবে।

> বিভিন্ন অ্যাঙ্গেল ব্যবহার করে ছবি তুলতে হবে। সচরাচর অ্যাঙ্গেল থেকে ছবি তোলার সঙ্গে বিভিন্ন ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকেও ছবি তোলার চেষ্টা করুন। ছবির মধ্যে নতুনত্ব আসবে।

> অতিরিক্ত অন্ধকার ছাড়া নাইট মোড ব্যবহার করবেন না। কারণ নাইট মোড অন রাখলে ক্যামেরা নিজে থেকে বেশ কিছু সেটিংস তৈরি করে। এর ফলে সামান্য হাত কাঁপলেই ছবি ব্লার হওয়ার সম্ভাবনা থাকে।

> ক্যান্ডিড ছবি তোলার ক্ষেত্রে অবজেক্টের ব়্যান্ডম ছবি তুলুন। কারণ সেসময় হয়তো এমন একটি অ্যাঙ্গল থেকে ছবি উঠবে বা অবজেক্টের এমন একটা ছবি উঠবে যা সত্যিই অন্যরকম দেখাবে।

> যদি কোনোভাবে রিফ্লেক্সন তুলতে পারেন তাহলে ছবির গুরুত্ব অনেকটাই বেড়ে যাবে। অর্থাৎ ছবির মধ্যে কোনো রিফ্লেকশন তুলে ধরার চেষ্টা করুন।

> স্মার্টফোন সাধারণত অনেকক্ষণ হাতে, পকেটে বা ব্যাগে থাকে। তাই লেন্সের ওপর তেল ময়লা জমতে পারে। ছবির ওভারল্যাপিং বন্ধ করতে লেন্স পরিষ্কার করুন। লেন্স পরিষ্কার করার সময় যাতে দাগ না পড়ে, সেদিকেও সতর্ক থাকুন।

> ছবি তোলা বা ভিডিও করার সময় অবশ্যই মোবাইল ফোনটি অনুভূমিকভাবে বা আড়াআড়ি ধরবেন। যে কোনো দিকে ধরে ছবি তুললে ছবি কখনোই ভালো হবে না।


ভ্রমণের সময় স্মার্টফোনে যেসব অ্যাপ প্রয়োজন!

   ভ্রমণের সময় স্মার্টফোনে যেসব অ্যাপ প্রয়োজন!

 

ভ্রমণের সময় স্মার্টফোনে যেসব অ্যাপ প্রয়োজন!



ভ্রমণ মানুষের অন্যতম পছন্দের বিষয়। কেউ নিজ দেশের মধ্যে আবার কেউ পরদেশে ভ্রমণ করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে ভ্রমণের সময় স্মার্টফোন অন্যতম অনুষঙ্গ। আর এতে বেশকিছু অ্যাপ আগে থেকে ইনস্টল রাখা জরুরি বলে দ্য সানের খবরে জানানো হয়েছে।

প্রথমেই গুগল ট্রান্সলেট। যেকোনো দেশে ঘুরতে গেলে অ্যাপটি অনেকভাবে সহায়তা করবে। বিশেষ করে ভাষা বোঝার ক্ষেত্রে। কেননা এক দেশের গালি অন্য দেশের বুলি। ট্রান্সলেটের পর রয়েছে গুগল ম্যাপ। বর্তমানে ম্যাপের ডাটাবেজ আরো উন্নত ও সমৃদ্ধ। ফলে যেকোনো দেশে গেলে রাস্তা খুঁজে পাওয়া আর কঠিন হবে না। ম্যাপের পর আবহাওয়া সম্পর্কে জানাও জরুরি। তাই ওয়েদার আপডেট অ্যাপ থাকা উচিত। কেননা যদি কোনো অঞ্চল ভ্রমণের সময় প্রাকৃতিক দুর্যোগ হানা দেয় তাহলে সব আনন্দ মাটি হয়ে যাবে। অনলাইনে পেমেন্ট করা যায় এমন কিছু অ্যাপও স্মার্টফোনে রাখা যায়।

ভ্রমণের ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য পরীক্ষা ও আপডেট পাওয়া যাবে এমন কিছু অ্যাপ সেলফোনে থাকা ভালো। নোটবুক, হোটেল বুকিং অ্যাপ ও গাড়ি ভাড়া করার অ্যাপও ভ্রমণে সহায়ক। কেননা নোটবুকে গুরুত্বপূর্ণ তথ্য, ড্রাইভিং লাইসেন্সের তথ্য লিখে রাখা যায়। ডিজিটাল সংরক্ষণের পাশাপাশি এটি ইতিবাচক।

অন্য চার্জার ব্যবহার ভালো না খারাপ?

   অন্য চার্জার ব্যবহার ভালো না খারাপ?

 

অন্য চার্জার ব্যবহার ভালো না খারাপ?


অ্যাপল, গুগলসহ কিছু কোম্পানি বর্তমানে ডিভাইসের সঙ্গে চার্জার দেয় না। কিন্তু বাকি কোম্পানিগুলো এখন উন্নত প্রযুক্তির চার্জিং সুবিধা যুক্ত করার পাশাপাশি অ্যাডাপ্টার ও কেবল দিয়ে থাকে। দীর্ঘদিনের ব্যবহারে বা কোনো দুর্ঘটনায় চার্জার নষ্ট হয়ে যাওয়া স্বাভাবিক। তাই দরকারের সময় অন্য কারো ডিভাইসের চার্জার দিয়ে অনেকেই সেলফোন চার্জ দেয়। এটি ভালো না মন্দ এ বিষয়ে অনেকেই জানেন না। গ্যাজেটস নাউয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

সেলফোনে মূল চার্জার ব্যতীত অন্য কারো অ্যাডাপ্টার ব্যবহার করা ক্ষতিকর। অনেক সময় ডিভাইসের বড় ক্ষতি হতে পারে। সাধারণত সেলফোনের সঙ্গে যে চার্জারটি দেয়া হয়, তা বিশেষভাবে ফোনের ব্যাটারি চার্জ করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি ব্যবহারকারীর ফোনের জন্য সঠিক আকার, সঠিক ভোল্টেজ এবং এটি সঠিক ধরনের সংযোগকারীর প্লাগের সঙ্গে দেয়া হয়।

 

বিদ্যুতের ভোল্টেজ প্রায় সময় আপডাউন করে। সে সময় নির্ধারিত চার্জার ছাড়া ডিভাইস চার্জ দিলে ব্যাটারির পাশাপাশি মাদারবোর্ডেরও ক্ষতি হতে পারে। ব্যাটারি দ্রুত গরম হওয়া, চার্জ শেষ হয়ে যাওয়া, চার্জ হতে বেশি সময় নেয়ার সমস্যাও দেখা দেয়।

অনেক সময় ভোল্টেজের মিল না থাকলে চার্জার ব্যবহারের কারণে ব্যাটারি ফুলে যাওয়া, চার্জ হওয়ার পরিবর্তে চার্জ কমতে থাকা, ব্যাটারি সেল নষ্ট হয়ে যাওয়ার মতো বিষয়ও ঘটে থাকে। যদি ডিভাইসের মূল চার্জার নষ্ট হয়ে যায়, তখন একই ধরনের চার্জার অ্যাডাপ্টার কিনে নেয়া ভালো।

 

ফোনের ডিসপ্লে ঝাপসা হয়ে যাচ্ছে? পরিষ্কারের উপায় জানুন!

 ফোনের ডিসপ্লে ঝাপসা হয়ে যাচ্ছে? পরিষ্কারের উপায় জানুন!

 ফোনের ডিসপ্লে ঝাপসা হয়ে যাচ্ছে? পরিষ্কারের উপায় জানুন!


দীর্ঘদিন ধরে স্মার্টফোন ব্যবহার করতে করতে নানা সমস্যা দেখা দিতে থাকে। এর মধ্যে অন্যতম হল স্ক্রিনে ময়লা পড়ে যাওয়া। এখানেই শেষ নয়, স্মার্টফোনের স্ক্রিনে জীবাণুও জমতে শুরু করে। এর ফলে অনেক সময়ই দেখা যায় যে, স্মার্টফোনের টাচ স্ক্রিন ঠিকঠাক কাজ করছে না। আর সেই সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমরা সাধারণত সার্ভিস সেন্টারে ছুটে যাই।

কিন্তু স্মার্টফোনের টাচ স্ক্রিন একেবারে নতুনের মতো ঝকঝকে করতে হলে তা পরিষ্কার করা আবশ্যক। আর সবচেয়ে বড় কথা হল, এই কাজটি আমরা আমাদের ঘরে বসে অনায়াসে করতে পারি। এর জন্য আলাদা করে সার্ভিস সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না। এক নজরে দেখে নেওয়া যাক, স্মার্টফোনের স্ক্রিন পরিষ্কার করার উপায়।

প্রথমেই ডিভাইসটি বন্ধ করতে হবে: যদিও এই পদক্ষেপটি ঐচ্ছিক। কিন্তু পরিষ্কার করার সময় ফোনের যাতে একেবারেই কোনও ক্ষতি না হয়, তার জন্য ফোন বন্ধ করা আবশ্যক। আর ডিভাইসের স্ক্রিন বন্ধ থাকলে খুব সহজেই জমে থাকা ময়লা দেখতে পাওয়া যাবে।

এক অভিমুখেই পরিষ্কার করতে হবে: স্ক্রিন পরিষ্কার করার জন্য একটি মাইক্রোফাইবার কাপড় নিতে হবে। আর সেই কাপড় দিয়ে এক অভিমুখে তা পরিষ্কার করতে হবে। বিষয়টা সহজ করে বলতে গেলে, ধরা যাক কেউ স্ক্রিনের বাম দিক থেকে পরিষ্কার করতে শুরু করেছেন।

সেক্ষেত্রে ডান দিকে না পৌঁছানো পর্যন্ত দিক পরিবর্তন করা যাবে না। এর পর কাপড়টি কিছুটা ভাঁজ করে নিয়ে প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করতে হবে।

প্রয়োজনে হালকা ভিজিয়ে নিতে হবে: প্রয়োজন হলে কাপড়ের একটি অংশ অল্প করে ভিজিয়ে নেওয়া জরুরি। খেয়াল রাখতে হবে যে, কাপড়টাই জলে ভেজাতে হবে। ডিভাইসটি ভেজালে চলবে না। এরপর কাপড়ের ভেজা অংশ দিয়ে ফোনের স্ক্রিন পরিষ্কার করতে হবে।

স্ক্রিন ক্লিনিং ফ্লুইড রাখা জরুরি: স্ক্রিনের দাগ যদি উঠতে না চায়, তাহলে অ্যামাজন কিংবা অন্য কোনও জায়গা থেকে ক্লিনিং ফ্লুইড কিনে আনা যেতে পারে। তবে মাথায় রাখা আবশ্যক যে, এই তরলটি শুধুমাত্র কাপড়েই লাগাতে হবে, ডিভাইসে নয়।

কাপড়ের শুকনো অংশ ব্যবহার করতে হবে: সব শেষে মাইক্রোফাইবার কাপড়ের শুকনো অংশ দিয়ে স্ক্রিনটি পরিষ্কার করতে হবে। তার পর বাতাসে শুকোনোর জন্য রেখে দিতে হবে। এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে, বারবার যেন ফোনের স্ক্রিন শুকোনোর চেষ্টা করা না হয়।