Mbps নাকি MBps ?
ইন্টারনেট স্পিড এর গতি সবসময়ই Mbps হয়ে থাকে৷ কখনোই MBps হয় না। Mbps হচ্ছে একক। তাই অবাক হওয়ার কিছু নাই।
Mbps- Mega bit per second
MBps- Mega Byte per second
যদি কখনো কোনো আইএসপি বলেও থাকে যে এতো মেগাবাইট, তাহলে তারা ভুল বলে। মূলত এটা মেগাবিট।
আপনিও হোন ইসলামের প্রচারক ইন শা আল্লাহ ’ লেখাটি শেয়ার করুন বন্ধুদের সাথে!


0 মন্তব্যসমূহ