Mbps নাকি MBps ?

Mbps নাকি MBps  ? 



ইন্টারনেট স্পিড এর গতি সবসময়ই Mbps হয়ে থাকে৷ কখনোই MBps হয় না। Mbps হচ্ছে একক। তাই অবাক হওয়ার কিছু নাই।

Mbps- Mega bit per second
MBps- Mega Byte per second
যদি কখনো কোনো আইএসপি বলেও থাকে যে এতো মেগাবাইট, তাহলে তারা ভুল বলে। মূলত এটা মেগাবিট।

শেয়ার করুন

লেখকঃ

সবাইকে আমার প্রযুক্তি পাতায় স্বাগতম, মাহী'স ব্লগে নিয়মিত তথ্য ও প্রযুক্তি এবং টেকনোলজি রিলেটেড সকল ধরনের আর্টিকেল প্রকাশ করা হয়। আমরা চাই এতে আপনারা উপকৃত হোন, তাহলে আমাদের কষ্ট স্বার্থক হবে। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। বিনীত নিবেদকঃ মাহিন মাহবুব উল্লাহ একজন টেক লাভার, ব্লগার, ইউটিউবার এবং সোস্যাল ওয়ার্কার।

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট