বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

Mbps নাকি MBps ?

Mbps নাকি MBps  ? 



ইন্টারনেট স্পিড এর গতি সবসময়ই Mbps হয়ে থাকে৷ কখনোই MBps হয় না। Mbps হচ্ছে একক। তাই অবাক হওয়ার কিছু নাই।

Mbps- Mega bit per second
MBps- Mega Byte per second
যদি কখনো কোনো আইএসপি বলেও থাকে যে এতো মেগাবাইট, তাহলে তারা ভুল বলে। মূলত এটা মেগাবিট।

শেয়ার করুন

Author:

মাহিন মাহবুব উল্লাহ—একজন মানবিক ও প্রযুক্তিপ্রেমী তরুণ, যিনি লেখালেখি, স্বেচ্ছাসেবকতা ও আইটি পেশায় সক্রিয়। ময়মনসিংহে জন্ম, ডিপ্লোমা করেছেন কম্পিউটার সায়েন্সে; পড়ছেন আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটিতে। বর্তমানে কর্মরত ওয়ালটন কর্পোরেট অফিসের আইটি বিভাগে। জাতীয় ও সামাজিক পর্যায়ে স্বেচ্ছাসেবকতার জন্য পেয়েছেন একাধিক সম্মাননা। পাশাপাশি টেক ব্লগিং ও অনলাইন কনটেন্টে রয়েছে তাঁর সক্রিয় উপস্থিতি।

0 coment rios: