স্বপ্নের ক্যাম্পাস DUET সম্পর্কে জেনে নিন !

 স্বপ্নের ক্যাম্পাস DUET সম্পর্কে জেনে নিন


প্রশ্ন:- DUET আসলে কি?
উত্তর:- DUET এর পূর্ণ অর্থ Dhaka University of Engineering & Technology.
প্রশ্ন:- DUET এ কখন পড়তে হয়?
উত্তর:- 4 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর বিএসসি ইঞ্জিনিয়ারিং করার জন্য পড়তে হয়।
প্রশ্ন:- DUET এ ভর্তি হতে কত পয়েন্ট থাকতে হয়?
উত্তর:- এসএসসিতে জিপিএ ৩:০০ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ ৩:০০ থাকতে হবে।রেজাল্ট কোনো ফ্যাক্ট না,,,,
প্রশ্ন:- DUET থেকে বিএসসি করতে কত বছর সময় লাগে?
উত্তর:- DUET থেকে বিএসসি করত ৩.৫ বছর সময় লাগে।
প্রশ্ন:- DUET পড়তে হলে কি প্রাইভেট বা সরকারি পলিটেকনিক বা টেকনিক্যাল কলেজ হিসেবে কোন সমস্যা হবে ?
উত্তর:- সমস্যা হবে না। সবাই ডুয়েটে ভর্তির যোগ্য।
প্রশ্ন:- DUET কিভাবে ভর্তি হতে হবে?
উত্তর:- DUET এ ভর্তি পরীক্ষার মাধ্যমে চান্স পেতে হবে
প্রশ্ন:- DUET আমি কি চান্স পাব?
উত্তর:- হ্যা আপনি চান্স পেতে পারেন। তবে এটা নির্ভর করবে আপনি নিজেকে কিভাবে পড়াশুনার মাধ্যমে তৈরি করবেন।যারা পরিশ্রম করে ভাল এক্সম দিবে,,তারাই চান্স পাবে।
প্রশ্ন:- DUET এ কোন কোন ডিপার্টমেন্ট আছে?
উত্তর:- সিভিল-১২০ সিট, মেকানিক্যাল-১২০, ইইই-১২০, সিএসই -১২০, টেক্সটাইল-৬০, আর্টিকিটেকচার-৩০, কেমিক্যাল & ফুড ৩০, আইপিই-৩০, মেটেরিয়াল & মেটালার্জিকাল -৩০
প্রশ্ন:- DUET অন্যান্য ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা কি পড়তে পারবে না?
উত্তর:- পারবে। তবে তাকে ডিপার্টমেন্ট পরিবর্তন করতে হবে।
প্রশ্ন:- DUET এ চান্স পেতে কখন থেকে প্রস্তুতি গ্রহণ করা উচিৎ?
উত্তর:- আপনি বর্তমানে যে সেমিস্টারে আছেন এই সেমিস্টার থেকে এখনই শুরু করুন।

শেয়ার করুন

লেখকঃ

সবাইকে আমার প্রযুক্তি পাতায় স্বাগতম, মাহী'স ব্লগে নিয়মিত তথ্য ও প্রযুক্তি এবং টেকনোলজি রিলেটেড সকল ধরনের আর্টিকেল প্রকাশ করা হয়। আমরা চাই এতে আপনারা উপকৃত হোন, তাহলে আমাদের কষ্ট স্বার্থক হবে। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। বিনীত নিবেদকঃ মাহিন মাহবুব উল্লাহ একজন টেক লাভার, ব্লগার, ইউটিউবার এবং সোস্যাল ওয়ার্কার।

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট