শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

 ফোনের ডিসপ্লে ঝাপসা হয়ে যাচ্ছে? পরিষ্কারের উপায় জানুন!

ফোনের ডিসপ্লে ঝাপসা হয়ে যাচ্ছে? পরিষ্কারের উপায় জানুন!

 ফোনের ডিসপ্লে ঝাপসা হয়ে যাচ্ছে? পরিষ্কারের উপায় জানুন!


দীর্ঘদিন ধরে স্মার্টফোন ব্যবহার করতে করতে নানা সমস্যা দেখা দিতে থাকে। এর মধ্যে অন্যতম হল স্ক্রিনে ময়লা পড়ে যাওয়া। এখানেই শেষ নয়, স্মার্টফোনের স্ক্রিনে জীবাণুও জমতে শুরু করে। এর ফলে অনেক সময়ই দেখা যায় যে, স্মার্টফোনের টাচ স্ক্রিন ঠিকঠাক কাজ করছে না। আর সেই সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমরা সাধারণত সার্ভিস সেন্টারে ছুটে যাই।

কিন্তু স্মার্টফোনের টাচ স্ক্রিন একেবারে নতুনের মতো ঝকঝকে করতে হলে তা পরিষ্কার করা আবশ্যক। আর সবচেয়ে বড় কথা হল, এই কাজটি আমরা আমাদের ঘরে বসে অনায়াসে করতে পারি। এর জন্য আলাদা করে সার্ভিস সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না। এক নজরে দেখে নেওয়া যাক, স্মার্টফোনের স্ক্রিন পরিষ্কার করার উপায়।

প্রথমেই ডিভাইসটি বন্ধ করতে হবে: যদিও এই পদক্ষেপটি ঐচ্ছিক। কিন্তু পরিষ্কার করার সময় ফোনের যাতে একেবারেই কোনও ক্ষতি না হয়, তার জন্য ফোন বন্ধ করা আবশ্যক। আর ডিভাইসের স্ক্রিন বন্ধ থাকলে খুব সহজেই জমে থাকা ময়লা দেখতে পাওয়া যাবে।

এক অভিমুখেই পরিষ্কার করতে হবে: স্ক্রিন পরিষ্কার করার জন্য একটি মাইক্রোফাইবার কাপড় নিতে হবে। আর সেই কাপড় দিয়ে এক অভিমুখে তা পরিষ্কার করতে হবে। বিষয়টা সহজ করে বলতে গেলে, ধরা যাক কেউ স্ক্রিনের বাম দিক থেকে পরিষ্কার করতে শুরু করেছেন।

সেক্ষেত্রে ডান দিকে না পৌঁছানো পর্যন্ত দিক পরিবর্তন করা যাবে না। এর পর কাপড়টি কিছুটা ভাঁজ করে নিয়ে প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করতে হবে।

প্রয়োজনে হালকা ভিজিয়ে নিতে হবে: প্রয়োজন হলে কাপড়ের একটি অংশ অল্প করে ভিজিয়ে নেওয়া জরুরি। খেয়াল রাখতে হবে যে, কাপড়টাই জলে ভেজাতে হবে। ডিভাইসটি ভেজালে চলবে না। এরপর কাপড়ের ভেজা অংশ দিয়ে ফোনের স্ক্রিন পরিষ্কার করতে হবে।

স্ক্রিন ক্লিনিং ফ্লুইড রাখা জরুরি: স্ক্রিনের দাগ যদি উঠতে না চায়, তাহলে অ্যামাজন কিংবা অন্য কোনও জায়গা থেকে ক্লিনিং ফ্লুইড কিনে আনা যেতে পারে। তবে মাথায় রাখা আবশ্যক যে, এই তরলটি শুধুমাত্র কাপড়েই লাগাতে হবে, ডিভাইসে নয়।

কাপড়ের শুকনো অংশ ব্যবহার করতে হবে: সব শেষে মাইক্রোফাইবার কাপড়ের শুকনো অংশ দিয়ে স্ক্রিনটি পরিষ্কার করতে হবে। তার পর বাতাসে শুকোনোর জন্য রেখে দিতে হবে। এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে, বারবার যেন ফোনের স্ক্রিন শুকোনোর চেষ্টা করা না হয়।

 

স্মার্টফোনের চার্জিং নিয়ে যত ভুল ধারণা!

স্মার্টফোনের চার্জিং নিয়ে যত ভুল ধারণা!

 

স্মার্টফোনের চার্জিং নিয়ে যত ভুল ধারণা!


স্মার্টফোনে চার্জ দেওয়া নিয়ে আমাদের মধ্যে কিছু ভুল ধারণা আছে। ফলে আমরা ফোনকে সাবধানে রাখতে বেশি সতর্কতা অবলম্বন করার চেষ্টা করি।

আসুন জেনে নিই স্মার্টফোনের চার্জ নিয়ে কিছু ভুল ধারণা সম্পর্কে–

১. অনেকেই মনে করেন, চার্জ দেওয়া অবস্থায় ফোন ব্যবহার করা ঠিক নয়। আসলে এ সময় ব্যাটারির ওপর কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তবে চার্জের গতি একটু স্লো হতে পারে।

২. কেউ কেউ বলেন, সারারাত ফোন চার্জ দেওয়া যাবে না। তবে আসল কথা হচ্ছে, উন্নতমানের চার্জার ব্যবহার করলে সারারাত ফোন চার্জে রাখা যায়। বেশিরভাগ স্মার্টফোনেই অতিরিক্ত চার্জ হওয়ার আশঙ্কা নেই।

৩. আমরা ভাবি, ফোনটি শতভাগ চার্জ হতে হবে। কিন্তু ব্যস্তময় জীবনে সব সময় শতভাগ চার্জ দেওয়া যায় না, দরকারও নেই। শতভাগ চার্জের চেয়ে ৩০-৮০ ভাগ চার্জ দেওয়া বেশি ভালো।

৪. শোনা যায়, বারবার চার্জ দিলে স্মার্টফোনের ব্যাটারি নষ্ট হয়। মূলত বেশিরভাগ স্মার্টফোন এমনভাবে তৈরি করা হয়, কোনো সমস্যা ছাড়াই একাধিকবার চার্জ দেওয়া যায়। তবে চার্জারের মান ভালো হতে হবে।

৫. কেউ কেউ ভয়ে ফোন বন্ধ করেন না। এমনটি করার কারণ ব্যাটারি ক্ষয়ের ভয়। ফোন বন্ধ করা না করা ব্যবহারকারীর নিজের ব্যাপার। এতে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি নেই।

৬. ফোনের ব্যাটারি নিয়ে এমন ধারণাও আছে, অ্যারোপ্লেন মোডে রাখলে ব্যাটারি বেশিক্ষণ থাকে। এমনকি ওয়াইফাই, জিপিএস প্রভৃতি সংযোগ চালু না রাখলে ব্যাটারি ক্ষয় কম হয়।

৭. বিভিন্ন অ্যাপ ব্যবহারে চার্জ কমার কথা মিথ্যা নয়। কিন্তু সেগুলো বন্ধ করলেই ব্যাটারির আয়ু বাড়বে না। বেশিরভাগ স্মার্টফোনই অ্যাপ চালানোর মতো ডিজাইনে তৈরি করা হয়।

মূলত স্মার্টফোন চার্জ নিয়ে অতিরিক্ত সতর্কতার ফলে বেশি বেশি চার্জ নষ্ট হতে পারে। তার চেয়ে ব্যাটারির চার্জ বেশিক্ষণ ধরে রাখতে ফোনের সেটিংসের দিকে নজর দেওয়া উচিত।


শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা || মেজর (অবঃ) এম এ জলিল।

অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা || মেজর (অবঃ) এম এ জলিল।

 অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা || মেজর (অবঃ) এম এ জলিল


Download Link: 

Click Here To Download ( Special Edition, File Size: 2.4 mb)


Click Here To Download ( Full Book, Size: 4.5 mb)


Book Title:অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা
Author:মেজর (অবঃ) এম এ জলিল
Publisher:ইতিহাস পরিষদ
Upload by: Mahbub Mahin Creations
Category:
File Type:PDF
Material Type:Book,eBook,pdf Book
AvailabilityOnlineOnly
Supported DeviceMobile, Desktop, Tablet
DownloadableYes
Total files1 files
Copyright(CC0 1.0) Public Domain Dedication
Download LinkAvailable ✔
Scan QualityBest No watermark
Keywordsমেজর (অবঃ) এম এ জলিল, ইতিহাস পরিষদ,,অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা