আসসালামু আলাইকুম আজকের পোস্টে আমরা জানবো এইচটিএমএল ও সিএসএস সম্পর্কে । আগেই বলে রাখি এই পোস্টটি একেবারে নতুনদের জন্য ।যারা html css সম্পর্কে জানেন না অথবা অল্প অল্প জানেন তাদের জন্য।এ পোস্টে যারা জানেন না শুধু তাদের জন্য , এবং যারা নিজের মনের মতো একটি ওয়েবসাইট তৈরি করতে চান তাদের জন্য । এইচটিএমএল ও সিএসএস সম্পর্কে জানেন তাদেরকে এ পোস্টটি স্কিপ করার অনুরোধ রইলো...