মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

   বাজার কাঁপাতে নোকিয়ার নতুন চমক!

বাজার কাঁপাতে নোকিয়ার নতুন চমক!

 

বাজার কাঁপাতে নোকিয়ার নতুন চমক!



স্মার্টফোনের দুনিয়ায় আবার পদার্পণ করল নোকিয়া। প্রথম যে মোবাইল ফোন বাজারে এসেছিল, সেই ফোন বাজারে এনেছিল এই মোবাইল কোম্পানি।

তাদের তৈরি প্রথম বাটন ফোন আজ বহু মানুষের কাছে রয়ে গিয়েছে। সেই ফোন যেন এক অমূল্য স্মৃতি। নোকিয়া মানেই নতুন কোনো নতুন ধামাকা এবার নোকিয়া নিয়ে আসতে চলেছে তাদের নতুন মোবাইল ফোন নোকিয়া ফ্লিপ ৭০। এই ফোনটির বিষয়ে কিছু তথ্য দেখে নেওয়া যাক।

মোবাইল ফোনটিতে ব্যবহার করা হচ্ছে ১০৮০×২৬৩৬ পিক্সল রিজল্যুশনের সাথে 6.9 ইঞ্চির FHD+ ডাইনেমিক অ্যামোলেট ডিসপ্লে। ফোনটির 8GB RAM+256GB স্টোরেজ এবং 12GB RAM+512GB স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে। স্টোরেজ ক্যাপাসিটি অনুযায়ী এর দাম কম বেশি হবে।

ফোনটির মধ্যে রয়েছে আরও কিছু আকর্ষণ দুর্দান্ত এই ফোনটিতে থাকছে 6000mah ব্যাটারি । ক্যামেরাও থাকবে দুর্দান্ত। মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার, ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।

 পুরোনো মোবাইল ফোন কাজে লাগানোর উপায়!

পুরোনো মোবাইল ফোন কাজে লাগানোর উপায়!

 পুরোনো মোবাইল ফোন কাজে লাগানোর উপায়!


বাজারে পছন্দের ব্র্যান্ডের ফোন এলেই সেটি কেনার জন্য অস্থির হয়ে ওঠেন অনেকে। এক্ষেত্রে আগের ফোনটি বিক্রি করে দেন কিংবা ঘরেই ফেলে রাখেন। ব্যবহৃত মোবাইল ফোন বিক্রি করা মোটেই নিরাপদ নয়, নানান ঝামেলায় পড়তে হয়। এক্ষেত্রে পুরোনো ফোনটিকে বিভিন্নভাবে কাজ লাগাতে পারেন।

এই যেমন ধরুন, পুরোনো মোবাইল ফোনটিকে ঘরের সিসি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারেন। বই বা জরুরি পিডিএফ স্টোরের কাজেও ব্যবহার করতে পারেন। আবার চাইলে এটিকে ডিজিতাল একটি ফটোফ্রেম বানিয়ে নিতে পারেন।

স্মার্টফোন ছাড়াও ঘরে যদি পুরোনো ট্যাবলেট থাকে তবে এটি আরও ভালো হবে। অর্থাৎ এখন আপনি আপনার ট্যাবলেট বা স্মার্টফোনকে ডিজিটাল ফ্রেমে পরিণত করতে পারবেন। এই ডিজিটাল ফ্রেমে আপনি যত খুশি ছবি রাখতে পারবেন। এই ফটোগুলি সময়ে সময়ে অটোমেটিকভাবে পরিবর্তিত হতে থাকবে।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে পুরোনো মোবাইল ফোনটিকে ডিজিটাল ফ্রেম বানাবেন-

>> গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েডে ফটো-ডিজিটাল ফটো ফ্রেম ইনস্টল করুন এবং আইওএসে ডিভাইসে লাইভফ্রেম ইনস্টল করুন।

>> এবার অ্যাপটি বিভিন্ন বিবরণ চাইবে, তা পূরণ করুন।

>> এবার স্ক্রিনে কিছু ছবি সিলেক্ট করুন, এতে আপনি ফোনের গ্যালারি বা ক্লাউড স্টোরেজ থেকে ফটো কানেক্ট করতে পারবেন।

>> ফটো সিলেক্ট করার পর, আপনি এটিতে আপনার পছন্দের যে কোনো মিউজিক সেট করতে পারবেন।

>> ছবির সময় কাস্টমাইজ করতে পারবেন এবং আপনার পছন্দের মিউজিক ভলিউম সিলেক্ট করতে পারবেন।


সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

দুর্দান্ত ডিজাইনের স্মার্টফোন আনল নকিয়া!

দুর্দান্ত ডিজাইনের স্মার্টফোন আনল নকিয়া!

 

দুর্দান্ত ডিজাইনের স্মার্টফোন আনল নকিয়া!


স্মার্টফোন ছাড়া বর্তমান যুগ অচল। এই বিষয়টিকে মাথায় রেখেই একের পর এক ফোন লঞ্চ করছে কোম্পানিগুলো। স্যামসাং, রেডমি, ভিভোর মতো কোম্পানিগুলো গ্রাহককে চমকে দেওয়ার মতো ফোন আনছে বাজারে।

তবে এবার চমক দেখাবে নোকিয়া। দুর্দান্ত একটি স্মার্টফোন লঞ্চ করতে কোম্পানিটি। মডেলের নাম নকিয়া ৬৩১০ ৫জি (Nokia 6310 5G)। দুর্দান্ত এই স্মার্টফোনটির ভিতর মিলবে ৪জিবি র‍্যাম এবং ৬জিবি র‍্যামের মতো অপশন। আরও থাকবে ওয়াইফাই, ব্লুটুথের মতো ফিচারগুলোও।

এই স্মার্টফোনের ভিতরে একটি ৪.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে। এছাড়াও এই স্মার্টফোনে কিউডাব্লুআরটিই কীপ্যাড দেখতে পাবেন। থাকছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইনস্টলের সুযোগ।

মোবাইলের অপারেটিং সিস্টেমের কথা বলতে গেলে ফোনটিতে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম দেখতে পাবেন। এতে থাকছে অক্টা-কোর প্রসেসর, ১.৫ গিগাহার্জ প্রসেসর। আরও থাকবে ৩৪ মেগাপিক্সেল এলইডি ফ্ল্যাশ লাইটসহ শক্তিশালী ব্যাক ক্যামেরা। সেলফি বা ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা।

এই স্মার্টফোনে রয়েছে ৮০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। এ ছাড়াও বলা হচ্ছে এতে টাইপ সি চার্জিং সকেট থাকতে পারে, পাশাপাশি এতে যেকোনো চার্জিং সুবিধাও দেখা যাবে।

মোবাইলটির দাম কত হতে পারে? ধারণা করা হচ্ছে এই স্মার্টফোনের দাম আনুমানিক ২৬০০০ টাকা হতে পারে। যদিও আসল দামের তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।